![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ তো অনেক কিছুই হয় জীবনে. আর আমি হইসি অকেজো.।
"অন্ধকারে কাতরাবে তুমি যখন, Cigar এর ধোঁয়া আর বের হবে না।
রাত গভীর হবে, কিন্তু কাকেরা ঘুমাবে না।
জ্বলন্ত লাল শীতল দৃষ্টিতে তোমাকে দেখবে আড়াল থেকে।
তুমি মৃত্যুর জন্য চিৎকার করবে, নিজের করুণ পরিণতি দেখে।
উশ্ন-রক্তের কেও আসবে না তোমার নিকটে, তোমার নরক-সাথী হতে।
আমি সেদিন ও তোমার জন্য শীতল রক্ত গ্রহন করবো, তোমার কাছে এসে তোমায় ধিক্কার দিতে!"
-অকেজো
বিঃদ্রঃ এটা কি লেখসি আমি জানি না। কবিতা গদ্য নাকি ছড়া। তবে মনের মধ্যে কথা গুলো একটু সাজিয়ে লিখলাম। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন
এবং অনুগ্রহ পূর্বক কারও কোন উপদেশ থাকলে দিবেন
©somewhere in net ltd.