নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আখ্যাত

আমি একজন মন্দ মানুষ বলেই নিজেকে জানি। কারো দ্বিমত থাকলে সেটা তার উদারতা।

আখ্যাত › বিস্তারিত পোস্টঃ

“ওড়না ফেলে দিতে হবে ডাস্টবিনে”

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০১


সোমবার সন্ধ্যার বিবিসি শুনলে জানতে পারতেন, নারীদের উন্নতি অগ্রগতির জন্য কোন জিনিসগুলো সবার আগে ছুড়ে ফেলে দিতে হবে।

১নং ছুড়ে ফেলার জিনিসঃ
“ভালো মেয়ে” হওয়ার ইচ্ছাকে সবার আগে ছুড়ে ফেলে দিতে হবে। “ভালো মেয়ে”র সীমা ছেড়ে তাকে বেরিয়ে আসতে হবে।

২নং ছুড়ে ফেলার জিনিসঃ
ওড়না। ওড়না দিয়ে বুক ঢেকে রাখার চেষ্টা। এই চেষ্টায় মেয়েদের যতখানি মনোযোগ অপচয় হয়, তা দরকারী কোন বিষয়ে ব্যবহার করলে মেয়েরা অনেক দূর এগিয়ে যেতে পারতো। যে নারী তার ওড়নাকে ডাস্টবিনে ছুড়ে ফেলে দিতে পারবে, সেই সাহসী মেয়ে।
৥৥৥৥৥৥৥৥৥৥৥৥৥
আমার মতে নারীরা তাদের উন্নতির জন্য আরো কিছু জিনির ছুড়ে ফেলে দিতে পারে, ইচ্ছা করলে।

৩নং ছুড়ে ফেলার জিনিসঃ
“সুন্দরী মেয়ে” হওয়ার ইচ্ছাকে ছুড়ে ফেলে দিতে পারেন। “সুন্দরী মেয়ে”র ধারণা থেকে তাকে মুক্তি পেতে হবে।

৪নং ছুড়ে ফেলার জিনিসঃ
লম্বা চুল। এর যন্ত ও সুরক্ষায় মেয়েদের যতখানি মনোযোগ, সময় ও অর্থ খরচ হয়, তার সাশ্রয় করে কোন উৎপাদনশীল খাতে ব্যয় করলে মেয়েরা বহুদূর এগিয়ে যেতে পারবে। যে নারী তার লম্বা চুল কেটে ফেলে দিতে পারবে, সেই মূলত বুদ্ধিমতি।

৫নং ছুড়ে ফেলার জিনিসঃ
শাড়ি। অত্যন্ত অসুবিধাজনক পোশাক। তালিকা আরো লম্বা করা যেতে পারে। সে দায়িত্ব আপনাদের।

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৭

হাবিব বলেছেন: ভাবছি কিছু বলবো .............

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১১

আখ্যাত বলেছেন: ভাবনার বিষয়ই বটে।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: =p~

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১১

আখ্যাত বলেছেন: ??

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৭

খাঁজা বাবা বলেছেন: হাবিব স্যার, বলে ফেলেন

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১২

আখ্যাত বলেছেন: কী বলবো বাবাজি?

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এগুলো যদি বিবিসি বাংলায় বলে থাকে তবে ওদের কথায় কান দিয়ে নাক হারানোর কোন প্রয়োজন নেই।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৩

আখ্যাত বলেছেন: সত্যিই বলেছে।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৩

পবিত্র হোসাইন বলেছেন: কি বলা উচিত বুঝতে পারছি না !

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৯

আখ্যাত বলেছেন: উন্নতির প্রশ্নে আপোশ নেই।

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: কানার কথা কানা বলুক !

আমাদের শুনে কি?

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৯

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সবই ফেলে দিলে কেমন হয়। :D

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৬

আখ্যাত বলেছেন: উন্নতির প্রশ্নে আপোশ নেই।

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩

মাকার মাহিতা বলেছেন: জার্মনির ভাইস চ্যান্সসেলর#

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৭

আখ্যাত বলেছেন: চুল ফেলে দিয়েছেন।

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৩

আরোগ্য বলেছেন: খাইসে আমারে । কয় কি।

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৮

রাজীব নুর বলেছেন: আপনার লেখায় তেজ আছে, ধার আছে। সামুতে পোষ্ট করা ১০০ কবিতাতে এরকম ধার বা তেজ পাই না।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৪

আখ্যাত বলেছেন: কবিতার সাথে এর কী সম্পর্ক নুর ভাই?

১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৩৪

এম এ কাশেম বলেছেন: একটা একটা করে না ফেলে আমার মনে হয় সব গুলো এক সাথে ফেলে ন্যাংটো হয়ে গেলে
উন্নতিটাও এক লাফে হয়ে যাবে - চরম উন্নতি ( এনিমেল লেভেলের উন্নতি)।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

আখ্যাত বলেছেন: উন্নতির প্রশ্নে আপোশ নেই

১২| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই পোস্টটাকেও যদি ছুঁড়ে ফেলা যেত...

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৯

আখ্যাত বলেছেন: গঠনমূলক কমেন্ট কাম্য।

১৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৪

মোঃ খুরশীদ আলম বলেছেন: যারা আগে পর্দা করে চলতো সারাক্ষণ
তারা এখন নগ্ন দেহ করছে প্রদর্শন
মেয়ে জাতি পাল্টে গিয়ে
হয়েছে পুরুষ জাত
শাড়ি কাপড় ছেড়ে দিয়ে
পড়ছেযে প্যান্ট শার্ট

এতা বদলানো নয়, এতো বদলানো নয়
অশ্লিলতার চলছে আয়োজন।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৮

আখ্যাত বলেছেন: সুন্দর হয়েছে।
“হয়েছে পুরুষ জাত” এর বদলে “হলো পুরুষ জাত” হলে আরো ভালো লাগবে।
ধন্যবাদ।

১৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৭

আলমগীর কাইজার বলেছেন: ভালো লিখেছেন।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৩

আখ্যাত বলেছেন: ৫০%

১৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সবার আগে আপনার পোষ্ট ছুড়ে ফেলে দিতে হবে।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৫

আখ্যাত বলেছেন: আপনাকে সালাম

১৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৫

নীল আকাশ বলেছেন: আপনার কি কোন খেয়ে দেয়ে কাজ নেই? এইসব ফালতু কথাও ব্লগে পোষ্ট দিতে হবে?

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৬

আখ্যাত বলেছেন: ফালতু মানুষের কাছে এটিই কাজ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.