নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আখ্যাত

আমি একজন মন্দ মানুষ বলেই নিজেকে জানি। কারো দ্বিমত থাকলে সেটা তার উদারতা।

আখ্যাত › বিস্তারিত পোস্টঃ

একতাই বল

০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৪


যারা বলে, “ভোটাররাই দেশের মালিক”, তারা চৌকস ও বিচক্ষণ। আর যারা বিশ্বাস করে, তারা মূর্খ ও নির্বোধ। আসল বিষয় হলো দলীয় একতা। সাংগঠিনিক দৃঢ়তা।

সাকিব মাশরাফিরা যখন ফিল্ডিং করে, ১১ জন ১১ টি স্থানে নিয়োজিত থাকেন। দলের প্রতিটি সদস্য নিজ নিজ অংশের দায়িত্বটুকু পালন করেন সাধ্যের সবটুকু চেষ্টা দিয়ে।

 দলের সবাই একদেহ একপ্রাণ হয়ে লড়াই করেন।
 কেউ শত্রু পক্ষের উইকেট ভাঙার অবিরাম চেষ্টায় নিয়োজিত।
 কেউ সংক্ষিপ্ততম সময়ের মধ্যে বল কুড়িয়ে ছুড়ে মারতে নিয়োজিত।
 কেউ সীমানাগামী বলটিকে দৌঁড়প্রতিযোগিতায় হারিয়ে দিতে বদ্ধপরিকর।
 কেই শত্রুর উড়ন্ত বলটিকে চিলের মত ছোঁ মেরে ধরে ফেলার জন্য উদগ্রীব।
.....................
১১টি সেক্টরে ১২টি রকমের মানুষ থাকলে বিজয় আসতো না। বিজয়ের জন্য চাই একতা। দেশের পুলিশ, র্যা ব, বিজিবি, সেনাবাহিনি, দুদক, নির্বাচনকমিশন, প্রিন্ট মিডিয়, ইলেক্ট্রনিক মিডিয়া, দলীয় নেতাকর্মী সবার মাঝে অপূর্ব এক সমন্বয় ছিল। একতান সঙ্গীতের মত সকলের কথা কাজ ছিলো।

 সামরিক বাহিনী কোন প্রকার পাকামো করা থেকে বিরত থেকেছে।
 জাতীয় নেতৃবৃন্দ, মন্ত্রীবৃন্দ বিচক্ষণতা ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন।
 নির্বাচন কমিশন দায়িত্বশীলতা ও প্রতিশ্রুতিশীলতার পরিচয় দিয়েছে।
 দলের নেতা কর্মীরা বীরত্ব, পরিশ্রমপ্রিয়তা ও সাহসিকতার স্বাক্ষর রেখেছেন।
 প্রতিবেশী দেশের সরকার সার্বক্ষণিক সহোযোগিতার হাত প্রসারিত করেই রেখেছে।
 আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সাথে মহাসড়ককে শত্রুমুক্ত রেখেছে।
 সর্বোপরি, প্রধানমন্ত্রী অবিচলতা, দূরদর্শিতা এবং রাজনৈতিক কবিত্বের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

ফলে শত্রুপক্ষের নেতা কর্মীরা প্লেইয়িং ফিল্ড থেকে বহু দূ---রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশের দূরতম কোন প্রান্তের এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে থাকাকে বুদ্ধিমানের কাজ কনে করেছে। ফলে বাংলাদেশের মালিক ভোটাররা আরো একবার স্বাধীন, সুষ্ঠু, সুন্দর ও সাবলীলভাবে ভোট দেয়ার সুযোগ পেয়েছেন। স্বাধীনতার সুধাসুখ উপভোগ করে পুলকিত হয়েছেন। বাংলার আকাশে বাতাসে করুণ সুরে সুখের বিনা বেজে উঠেছেন। বাংলার প্রতিটি ঘর আনন্দের উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০১

মা.হাসান বলেছেন: Khub sundor likhechen.

২| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: চোরের একতাও একতা, ডাকাতের একতাও একতা!

একি কহিলেন???

বাংলাদেশের মালীক ভোটাররা আরো একবার স্বাধীন, সুষ্ঠু , সুন্দর ও সাবলীল ভাবে ভোট দেয়ার সুযোগ পেয়েছে!!!!!????

খোদ আওয়ামী নেতারাওতো এত অন্ধ আত্মবিশ্বাসে বলে না ভাই।! এ পর্যন্ত যাদের সাথেই কথা বলেছি। জিভ কেটেছে!
লজ্জ্জ্বিত হয়েছে। নিজেদের অপকর্মে ।

আর আপনি কলার ভেতরে ট্যাবলেট ভরে দিলেন!!!!!!!!!!!!! হা হা হা

০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩২

আখ্যাত বলেছেন: যারা বলে, “ভোটাররাই দেশের মালিক”, তারা চৌকস ও বিচক্ষণ।
আর যারা বিশ্বাস করে, তারা মূর্খ ও নির্বোধ।
আমি নিজেকে মূর্খ ও নির্বোধ মনে করি না।

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৬

রাজীব নুর বলেছেন: চমৎকার বুদ্ধিদীপ্ত পোষ্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.