নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আখ্যাত

আমি একজন মন্দ মানুষ বলেই নিজেকে জানি। কারো দ্বিমত থাকলে সেটা তার উদারতা।

আখ্যাত › বিস্তারিত পোস্টঃ

একখানা প্রশ্নঃ একঘেয়ে সব উত্তর

০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩১


পরিচিত আবুলদেরকে তো করিই, অপরিচিত আবুলদেরকেও জিজ্ঞেস করি, কাকা/ ভাই/ কাকি/ দাদু, ভোট কেমন দিলেন?” ঘুরে ফিরে সবার উত্তর ও্ই একই রকম।

 দিয়েছি, ওপেনে।
 সামনে দেতে কইচে, সামনে দিচি।
 যাওয়ার পর শুনি আমারটা দেওয়া হয়ে গেছে।
 আমার ব্যালট কেড়ে নিয়ে আরেক জন ছিল মেরেছে।
 কত গুলো লোক বসা, তাদের কথার এদিক সেদিক কি করা যায় বাবা?
 যাওয়ার পথে একজন বললো যাওয়া লাগবেনা, তোমারটা দেওয়া হয়ে গেছে।
 আমাকে প্রকাশ্যে সিল মারতে বলেছে, আমি বলেছি, “ভাতিজা তুমিই মারো”। সে মেরে দিয়েছে।
 পর্দার আড়ালে যেতে নিষেধ করেছিলো। কারো কথা শুনিনি। পর্দার আড়ালে গিয়ে সিল মেরেছি। সারা গ্রামে আমাকে নিয়ে কথা হচ্ছে।
 পর্দার আড়ালে ভোট দিয়েছি বলে আমার বাসায় নেতাকর্মীরা হানা দিচ্ছে। শুভাকাঙ্খিরা পরামর্শ দিয়েছেন কিছু দিন গা ঢাকা দিয়ে থাকতে।
 আমার সৌভাগ্য, ঠিক আমার ভোট দেয়ার সময়ই চেয়ারমেন সাহেব হাজির হয়েছিলেন , তাকে সাক্ষি রেখে সিল মেরেছি। সন্দেহের তালিকা থেকে বাঁচলাম।
 তাড়াইয়া দেচে আমারে। তরফদারে কইলো, “চাচা কিতে ভোড দেবেন”? কইলাম, “দেহি ভিতরে যাইয়া কিতে দেওয়া যায়”। আচ্চা, এইডা কি ভোড ওইচে না ইয়ারকি মারা? আমার পুতের বউরা কেউ যায়নায়, ভালোই অইচে।

প্রিয় আবুলবৃন্দ, অনুসন্ধিৎসা থাকলে আপনিও জিজ্ঞেস করে দেখতে পারেন। আপনার পাশে যিনি বসে/দাঁড়িয়ে আছেন তাকেই প্রথম জিজ্ঞেস করে দেখুন। আপনার পাওয়া উত্তরগুলও সম্ভবত এরকমই একঘেয়ে হবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৫৬

হাবিব বলেছেন: উত্তর একঘেয়ে কেন???

০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৩

আখ্যাত বলেছেন: একই রকম উত্তর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.