![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা সবাই,সব্বাই কিছু নেই, ‘কিচ্ছু নেই’ থেকে শিশু হই। শিশু থেকে যুবা হই। যুবা থেকে বুড়া হই। বুড়া থেকে ‘কিছু নেই’, তিনি আর নেই হয়ে যাই।
।
মানুষের মন অতি উর্বর এক ক্ষেত। আর প্রতিটি দৃশ্যই বীজ, প্রতিটি শ্রব্যই বীজ, প্রতিটি পাঠ্যই একেকটি বীজ।
।
প্রতিটি দৃশ্য, শ্রব্য, পাঠ্য থেকেই অঙ্কুরিত হয় একটি করে চিন্তা। চিন্তারা চারা গাছ। চিন্তারা ধীরে ধীরে কাজ হয়। চারাগুলো ধীরে ধীরে গাছ হয়। কাজ হলো গাছ। চিন্তা ও কাজগুলো মিলে হয় চরিত্র। চারা আর গাছগুলো মিলে হয় বাগান। প্রতিটি চরিত্র একেকটি বাগান।
।
সুস্বাদু রসালো ফলের; রঙে রঙিন, ফুলে ফুলেল বাগান হতে চাও? সবখানে শুধু সুন্দর দৃশ্য, শ্রব্য, পাঠ্য খুঁজে বেড়াও। রসনানন্দ সরস ফলের; নয়নানন্দ, নাসানন্দ ফুলের বাগান পেতে চাও? সুবাসিত সুন্দর দৃশ্য, শ্রব্য, পাঠ্য সৃষ্টি করে রেখে যাও।
০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৬
আখ্যাত বলেছেন: কমেন্টে ভদ্রতার প্রকাশ আছে। আপনাকে ধন্যবাদ।
আমরা সবাই শুক্রকণা ছিলাম, তবে এটিই জীবনযাত্রার সূচনা বিন্দু নয়।
আমরা সবাই জীবাশ্ম হয়ে যাব, তবে এটিই জীবনযাত্রার সমাপ্তি বিন্দু নয়।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২১
রাজীব নুর বলেছেন: মার্ক টোয়েন বলেছিলো, সে যখন লিখে তখন আসলে তার কলম দিয়ে রক্ত ঝরে। কারো ঝরে আগুন, কারো ঝরে কষ্ট, কারো বিষাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৮
ঢাবিয়ান বলেছেন: পোস্টের আগামাথা কিছুই বুঝলাম না