নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আখ্যাত

আমি একজন মন্দ মানুষ বলেই নিজেকে জানি। কারো দ্বিমত থাকলে সেটা তার উদারতা।

আখ্যাত › বিস্তারিত পোস্টঃ

ভাব সম্প্রসারণ কর। প্রশ্নের মান ১০

২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪০

স্বাধীনতা ভালো তবে তা বালকের জন্য নয়,
বালকসুলভ আচরণ ভল নয়।

উৎসঃ
আলোচ্য চরণ দু’খানি তার (her) অমৃত বাণী সমগ্র থেকে চয়নকৃত হয়েছে।

প্রসংগঃ
কবি এখানে বিচারপতি সিনহা সাহেবের বালকসুলভ আচরণের দিকে তর্জনী নির্দিষ্ট করেছেন।

সম্প্রসারিত ভাবঃ
পাগল এবং শিশুরা নিরপেক্ষ হয়ে থাকে। কিন্তু একজন বিচারপতিকে পাগল হলেও চলবেনা, শিশু হলেও চলবে না। নিরপেক্ষ হলে চলবে না। তাকে থাকতে হবে গণতন্ত্রের পক্ষে, উন্নয়নের পক্ষে। তাকে কাজ করতে হবে সন্ত্রাসী, জঙ্গী, মৌলবাদী, রাজাকার, এবং বিএনপির বিরুদ্ধে।
শিশুরা, বালকরা সরল ও বোকা হয়ে থাকে। ঘরের গোপন বিষয় পরের কাছে বলে দেয়। বুঝে নাবুঝে বেফাঁস কথা বলে বসে। ঘরের মুরুব্বীকে অযথা বিব্রত হতে হয়।

উপসংহারঃ
শিশুদের উচিত, সব সময় মায়ের আজ্ঞাবহ হয়ে থাকা। মায়ের অভিসাপ লাগলে ধ্বংস অনিবার্য। রাতারাতি দুরারোগ্য ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। সাংবাদিক, শিক্ষক, বিচারক, প্রশাসক, ইসি সহ দেশের সকল মানুষের জন্য প্রনিধানযোগ্য এক মহান শিক্ষা নিহীত রয়েছে এই পংক্তি দু’টির মাঝে।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কলা আর কাঁঠালপাতা নিয়ে আসুন। দুজনে মিলে চাবাই...:

২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯

আখ্যাত বলেছেন: কোনটা কে খাবো?

২| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

স্রাঞ্জি সে বলেছেন: কিরে চান্দু প্রশ্নপত্র ফাঁস হোক আগে। =p~ অও

২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৩

আখ্যাত বলেছেন: Click This Link

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনার পছন্দ হলে দুটোই খেতে পারেন...:D


পোস্ট পড়লাম।
ঘাসের মত। কোন স্বাদ নেই. ... :P

২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯

আখ্যাত বলেছেন: Click This Link

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

রাজীব নুর বলেছেন: মা কখনও সন্তানকে অভিশাপ দেয় না।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০১

আখ্যাত বলেছেন: হ্যারে! অভিসাপ কি মুখে দেয়া লাগে?
মায়ের দীর্ঘশ্বাসটাইতো বদদোয়া
আর তাতেই কপাল পুড়ে যায় অবাধ্য সন্তানের

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আজকাল আলস হয়ে গিয়েছি লিংকে ক্লিক করতে ইচ্ছে করে না। :P

@ স্বাধীনতা ভালো তবে তা বালকের জন্য নয়...-682287 | কালের কণ্ঠ | kalerkantho(Click This Link)
- এই কারণেই ব্যাটারা বড়/বয়স্ক হয়ে গিয়েছে। ফ্ল্যাট পেতে কে না চায়??


@সাগর-রুনি হত্যার পাঁচ বছর: খুনীরা কি কোনদিন ধরা পড়বে? - BBC News বাংলা(https://www.bbc.com/bengali/news-38930923)
.. ৪৮ঘন্টার মধ্যে ধরা পড়বে..:D

২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২২

আখ্যাত বলেছেন: ধন্যবাদ

৬| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

ঢাবিয়ান বলেছেন: ''একমাত্র পাগল ও শিশুরাই নিরপেক্ষ '' কথাটা মনে হয় খালেদা জিয়া বলসিল। এই কারনেই মনে হয় ইসি,প্রসাষন , পুলিশ সবাই প্রমান দিসে যে তারা পাগলও না , শিশূও না। :`>

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০২

আখ্যাত বলেছেন: একজন দায়িত্বশীল ব্যক্তিকে আসলে শিশু বা পাগল হলে চলেনা
তাকে অবশ্যই বুদ্ধিমান ও বিচক্ষণ হতে হয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.