নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আখ্যাত

আমি একজন মন্দ মানুষ বলেই নিজেকে জানি। কারো দ্বিমত থাকলে সেটা তার উদারতা।

আখ্যাত › বিস্তারিত পোস্টঃ

পোস্ট করে দিন সামুর পাতায়

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:২৯


আমার পরামর্শ, আপনি লিখুন৷ হোক খুব কম, তবুও লিখুন৷ মুখে যা বলা যায়, লিখে বলা যায় তার চেয়ে অনেক বেশি। কলমটা ধরেই দেখুন! হাতে হাতে প্রমাণ পাবেন৷

আপনার লেখা কি নানান কিসিমের ভুলে ভালে ভরা থাকে? অভিনন্দন! আপনি আমার মতই। কিন্তু ভুলের ভয়ে হাত গুটিয়ে থাকলেতো চলবেনা। ধারালো কলমটিকে কোষমুক্ত করতেই হবে। উসাইন বোল্টকে চেনেন? হামাগুড়ি দিয়ে চলার মত সময় তার জীবনেও ছিল একদিন। নিজেকে বিশ্বাস করুন।

মানুষের মন থেমে থাকেনা কখনই। নিরন্তর ভেবে চলে সে। কখনো ভালোটি, কখনো খারাপটি। চিন্তাগুলো মনে আসে, আবার চলে যায় ফুড়ুৎ করে। এসে আবার চলে যাওয়ার আগেই ভাল চিন্তাটিকে বেঁধে ফেলুন ডাইরীর খাচায়। এভাবেই চলতে থাকুক। এক দিন দেখবেন কত সুন্দর সুন্দর চিন্তা করতে শিখেছে মন। কত মূল্যবান মূল্যবান চিন্তা করতে অভ্যস্ত হয়ে উঠেছে সে। তা ছাড়া ডাইরীর পাতা উল্টিয়ে উপভোগ করতে পারবেন চিরতরে চলে যাওয়া অতীতকে। ডাইরীর পাতায় নিয়মিত কিছু জমা করুন, সমৃদ্ধ এক ভাণ্ডারে পরিণত হবে একদনি।

ভাল-মন্দ, সৎ-অসৎ, প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়, কল্যাণকর-অকল্যাণকর আরো কত রকমের চিন্তা আসে মনে! এসে ওড়া উড়ি করে এ ডালে সে ডালে। আসে আসুক। অবাঞ্চিতটিকে নির্বিঘ্নে চলে যাওয়ার সুযোগ দিন। আর ভালটির পায়ে সযত্নে শিকল পরান। বর্ণমালার শিকল। বন্দী করুন ডাইরীর খাচায়। পোস্ট করে দিন সামুর পাতায়।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫০

রাজীব নুর বলেছেন: গ্রেট।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৮

আখ্যাত বলেছেন: শুকরিয়া

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫২

নীলপরি বলেছেন: বাহ । খুব উৎসাহমূলক পোষ্ট । ভালো লাগলো ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০১

আখ্যাত বলেছেন:
ভালো লাগলো শুনে আমারও ভালো লাগছে ।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫১

মাহমুদুর রহমান বলেছেন: খুব ভালো।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০১

আখ্যাত বলেছেন: ধন্যবাদ

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার দীর্ঘ ধৈর্যের অবসান ঘটল । প্রথম পাতায় স্থান পাওয়ার জন্য অভিনন্দন আপনাকে। আগামী দিন আরো সুন্দর পোস্ট দিয়ে আমাদের ঋদ্ধ করু।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

আখ্যাত বলেছেন:
মূল্যবান, উৎসাহব্যাঞ্জক কমেন্টের জন্য কৃতজ্ঞতা

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৯

মেহেদী হাসান হাসিব বলেছেন: অনুপ্রেরণা-মূলক লেখা।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৪

আখ্যাত বলেছেন: ধন্যবাদ ব্রাদার

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৩

আলমগীর কাইজার বলেছেন: দারুণ চিন্তা। লিখতে থাকবো, যতটা পারি।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৮

আখ্যাত বলেছেন:
লিখতে থাকবো, লিখতেই থাকবো যতটা পারি। ধন্যবাদ ভ্রাত

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি নিয়মিত সামুতে কম হলেও প্রতিদিন ৫০টি পোস্ট দেই :P

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৮

আখ্যাত বলেছেন: বিশাল ব্যাপার

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:৪৭

বলেছেন: ভালো চিন্তা ভাবনা।

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৩০

প্রামানিক বলেছেন: ভালো লাগল।

১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৬

নীল আকাশ বলেছেন: হুম! আশ করছি আখ্যাত নিক নেম নেবার পরও খুব শিঘ্রই ব্লগে আপনি বিখ্যাত হয়ে উঠবেন..........খুব তাড়াতাড়ি...............

১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:০০

আহমেদ জী এস বলেছেন: আখ্যাত,





এমন করে ভাবতে পারার জন্যে ধন্যবাদআপনাকে দিতেই হয়।
হ্যাঁ.... মঙ্গলময় কিছু, সুন্দর কিছু ভাবনার পায়ে শেকল পড়ান- রাখুন আপনার গৃহকোনে!

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: নীল আকাশ বলেছেন: হুম! আশ করছি আখ্যাত নিক নেম নেবার পরও খুব শিঘ্রই ব্লগে আপনি বিখ্যাত হয়ে উঠবেন..........খুব তাড়াতাড়ি..............

আহমেদ জী এস বলেছেন: আখ্যাত,
এমন করে ভাবতে পারার জন্যে ধন্যবাদআপনাকে দিতেই হয়।
হ্যাঁ.... মঙ্গলময় কিছু, সুন্দর কিছু ভাবনার পায়ে শেকল পড়ান- রাখুন আপনার গৃহকোনে!


ভালো থাকুন সবসময়, চলুক লেখালিখি। হ্যাপি ব্লগিং।

০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:০৩

আখ্যাত বলেছেন: আবেগোদ্দীপক কমেন্টের জন্য সবার কাছে কৃতজ্ঞ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.