নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আখ্যাত

আমি একজন মন্দ মানুষ বলেই নিজেকে জানি। কারো দ্বিমত থাকলে সেটা তার উদারতা।

আখ্যাত › বিস্তারিত পোস্টঃ

জীবনের স্মৃতিগুলো বহু রঙে রঞ্জিত মেঘ

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩২


জীবনের স্মৃতিগুলো বহু রঙে রঞ্জিত মেঘ
ওই পশ্চিমে জড়ো হয়,
বুড়োদের চোখদু’টো সেই দিকে চেয়ে থাকে রোজ
সূর্যটা ধীরে ডুবে যায়।

এই বুড়ো মানুষগুলো একেকটি বই৷জীবন্ত ইতিহাসগ্রন্থ৷বরং তার চাইতেও বেশি কিছু৷ওঁদের ধারণ করা ইতিহাস আরো বেশি বিশ্বাসযোগ্য, উপভোগ্য৷ ওঁদের কাছে যা আছে, তা বইয়ে পাওয়া যায়না, যাবেও না। ওঁরা মহামূল্য সম্পদ, কিছু পরেই হাতছাড়া হবে। ওঁরা যদ্দিন মাটির উপরে হেঁটে বেড়ায়, জ্ঞান ও অভিজ্ঞতার একেকটি বিশাল মজুদ আমাদের নাগালেই থাকে। ওঁদের শেষ নিঃশাস মানে জ্ঞান অভিজ্ঞতা আর ইতিহাসের একেকটি সংগ্রহশালার বিলুপ্তি।

বুড়োদের সাথে মিশে জেনেছি, জীবনের সূর্যটা যখন ডুবু ডুবু করে, সারা জীবনের সব স্মৃতি তখন একসাথে জড়ো হয়। সারা জীবনের সব ইতিহাস তখন এক নিঃশাসে বলে ফেলতে ইচ্ছা হয়। ভাল শ্রোতার তখন ভিষণ প্রয়োজন পড়ে।

এই বুড়োদের দেখে শিক্ষা নিতে পারি। কে কসম করে বলতে পারে, এমনই অসহায় বুড়ো আপনিও হবেন না একদিন। এখন থেকেই বলতে শুরু করুন। প্রকাশ করতে না পারার যন্ত্রণায় যেন ছটফট করতে না হয় জীবন সন্ধ্যায় ।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:

আমি একজন সাধারণ ব্লগার মাত্র।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৭

আখ্যাত বলেছেন: :
আপনি নিরহঙ্কার ব্লগার
আপনার বিনয় অনুসরণীয়

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সাধু হও, সাধু সাজিও না!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৬

আখ্যাত বলেছেন: :
প্রথম কাজটা কঠিন
পরেরটা খুবই সহজ

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:২৯

চাঁদগাজী বলেছেন:



নূর মোহাম্মদ নূরু বলেছেন, "সাধু হও, সাধু সাজিও না! "

-সাধু তো হতে পারতাম, সমস্যা হলো, সাধুদের বউ থাকে না; ধর্মের জন্য বউ বাদ দিতে পারবো না।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৯

আখ্যাত বলেছেন: :
বউ বাদ দিতে বলে যে, সে সেরা ধর্ম হতে পারবে না।
বউ বাদ দিতে নিষেধ করে যে, সেই সেরা ধর্ম।

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৯

রাজীব নুর বলেছেন: সামুর প্রান চাঁদগাজী।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৬

আখ্যাত বলেছেন:
একমত

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৬

আখ্যাত বলেছেন: :
নূর মোহাম্মদ নূরু
চাঁদগাজী
রাজীব নুর

সামুর ত্রিরত্ন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.