![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৈমানিক মতিউর রহমান। চেয়েছিলেন পাকিস্তান থেকে বিমান ছিনিয়ে নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দিতে। পাকিস্তান বিমান বাহিনীতে ছাত্রদেরকে বিমানপ্রশিক্ষণ দিতেন তিনি। তার এক ছাত্র রশিদ মিনহাজ।
মতিউর প্ল্যান করলেন, মিনহাজ যেদিন আকাশে উড়বে, সেদিন ওর কাছ থেকে বিমানটি ছিনিয়ে ভারতে নিয়ে যাবেন। পাকিস্তান বিমানের নোটিশ বোর্ড থেকে ফ্লাইট শিডিউল দেখে নিলেন মতিউর।
২০,আগস্ট। মিনহাজের আকাশে ওড়ার দিন। রানওয়ের পূর্ব দিকে চলে যান মতিউর। ওইতো, T-33 বিমান চালিয়ে এদিকেই এগিয়ে আসছে মিনহাজ। মতিউর কয়েক ধাপ এগিয়ে যান, ওকে থামার ইশারা দেন, থামে ও। বিমানের উপরের ঢাকনা খুলে যায়। অনুগত মিনহাজের জিজ্ঞাসু চোখ দু’টো বলছে, “কোন সমস্যা স্যার?”
নষ্ট করার মত এক সেকেন্ড সময়ও নেই, দুই লাফে বিমানে উঠে পড়েন মতিউর। ক্লোরোফরমড রুমাল রেডিই ছিল। মিনহাজের নাকে চেপে ধরলেন। মিনহাজ ঘুমিয়ে পড়লো। কিন্তু পাকিস্তানের দোসর মিনহাজ এর মধ্যেই কন্ট্রোল টাওয়ারে খবর পাঠায়, “বিমান হাইজ্যাকড”।
বিমান এখন মতিউরের নিয়ন্ত্রণে। মতিউর বিমান চালাচ্ছেন। খুব নিচ দিয়ে। ভারতের দিকে। অনেকটা পথ এগিয়ে গিয়েছেন। হঠাৎ! মিনহাজ জেগে ওঠে। বিমান দখলের অপচেষ্টায় ধস্তাধস্তি শুরু করে রাজাকার মিনহাজ। বিমান বিদ্ধস্ত হয় পাকিস্তানের থাট্রায়। স্বাধীনতা বিরোধী মিনহাজ মরে লাশ হয়ে গেল। বীর সেনানী মতিউর দেশের জন্য জীবন দিয়ে শহীদ হলেন।
প্রতি বছর আমরা তার মহান স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করি। “যত দিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান, ততদিন রবে বীর সেনানী শহীদ মতিউর রহমান”।
০১ লা মার্চ, ২০১৯ সকাল ৮:৪৬
আখ্যাত বলেছেন: :
গভীর ঘৃণাঞ্জলী কাপুরুষ মিনহাজের প্রতি
২| ০১ লা মার্চ, ২০১৯ সকাল ৮:৪৩
হাবিব বলেছেন: গভীর শ্রদ্ধাঞ্জলি বীরের প্রতি
০১ লা মার্চ, ২০১৯ সকাল ৮:৪৬
আখ্যাত বলেছেন: :
গভীর ঘৃণাঞ্জলী কাপুরুষ মিনহাজের প্রতি
৩| ০১ লা মার্চ, ২০১৯ সকাল ১০:২১
বিষন্ন পথিক বলেছেন: গভীর শ্রদ্ধাঞ্জলি বীর সেনানী, মিনহাজ কি পাকি ছিলো?
০২ রা মার্চ, ২০১৯ সকাল ৭:৫২
আখ্যাত বলেছেন: :
বীরেরা শ্রদ্ধারই পাত্র।
মিনহাজ কি পাকি না বাঙালী তা চতুর্থ শেণীর বাংলা বইয়ে নেই।
তবে সে যে স্বাধীনতাবিরোধী এবং পাকীদের দোসর, তাতে কোন সন্দেহ নেই।
৪| ০১ লা মার্চ, ২০১৯ দুপুর ১:১৪
রাজীব নুর বলেছেন: শ্রদ্ধা জানাই।
০২ রা মার্চ, ২০১৯ সকাল ৭:৫৪
আখ্যাত বলেছেন: :
ঘৃণা জানাই মিনহাজকে
৫| ০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৪:১১
মাহমুদুর রহমান বলেছেন: শ্রদ্ধা জানাই মতিউর রহমান বীরশ্রেষ্ঠ কে।
০২ রা মার্চ, ২০১৯ সকাল ৭:৫৫
আখ্যাত বলেছেন:
ঘৃণা জানাই মিনহাজ কাপুরুষশ্রেষ্ঠ কে।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৯ সকাল ৮:৪২
হাবিব বলেছেন: গভীর শ্রন্ধাঞ্জলি বীরের প্রতি