নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আখ্যাত

আমি একজন মন্দ মানুষ বলেই নিজেকে জানি। কারো দ্বিমত থাকলে সেটা তার উদারতা।

আখ্যাত › বিস্তারিত পোস্টঃ

বহু স্মৃতি মুছে যায়, মরে যায়, মিশে যায় পচে গলে

১৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৪২

সূর্যকে কেন্দ্র করে আমাদের এই পৃথিবীটা ঘোরে। সাবলীল অপরিবর্তিত গতিবেগ, অপরিবর্তিত গতিপথ। কোনদিন থামেনা, গতিপথ গতিবেগ বদলেনা। কোনদিন পিছু ফিরে দেখেনা, পিছে ফিরে আসেনা। কোটি বছরের, কোটি কোটি যুগের এ নিয়ম।
.
আমাদের জীবনটা অবিরাম চলমান। চলে সামনের দিকে শুধু, কোনদিন থামেনা। পিছে থাকে শুধু স্মৃতি-কথা-কাজ। ওরা হাতছানি দেয়, অতীত হওয়ার দুঃখে কাঁদে। জীবন এগিয়েই চলে, অভিন্ন গতিপথ গতিবেগ। ব্যথিত স্মৃতি-কথা-কাজ পড়ে থাকে পিছে। বহু স্মৃতি মুছে যায়, মরে যায়, মিশে যায় পচে গলে । কিছু বেঁচে থাকে বহুকষ্টে, অকর্মা স্মৃতিচারীর মনে।
.
তোমরা কি কেউ, দেখেছ কভু
কালো সবুজ, শক্ত পাতাভরা গাছ?

তোমরা কি কেউ, দেখেছিলে সেই
পোকাধরা, রুগ্ন পাতাভরা গাছ?

তোমরা কি কেউ, দেখেছ সেদিন
পাতাঝরা, নিঃস্ব মনমরা গাছ?

এসো এসে ভাই, দেখে যাও সেই
কচি সবুজ, সুস্থ পাতাভরা গাছ।
.
হাসি খুশি, গাছটি দোলায় তার মাথা
পুলকে হৃদয় মনে শির শির।
ডালে ডালে, সুস্থ সজীব কচি পাতা
ফাগুনী হাওয়ায় নাচে থরথর।
.
গাছতলে, শুকনো মলীন ঝরা পাতা
ফাগুনী হাওয়ায় কাঁদে মড়মড়।
চুপি চুপি, বলছে মনের কত কথা
বিরহ ব্যথায় করে বিড়বিড়।

.
এসো এসে ভাই, দেখে যাও সেই
কচি সবুজ, সুস্থ পাতাভরা গাছ৷

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৫৩

চাঁদগাজী বলেছেন:


গদ্য দিয়ে শুরু, পদ্য দিয়ে শেষ, ছড়া দিয়ে মন্তব্যের প্রতিউত্তর?

১৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৫৬

আখ্যাত বলেছেন: :
পাঠকের কবিতাভীতির কারেণেই গদ্য দিয়ে শুর

২| ১৬ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬

মাহমুদুর রহমান বলেছেন: ভালো লেগেছে।

১৬ ই মার্চ, ২০১৯ রাত ৯:১৬

আখ্যাত বলেছেন: :
কবিতা পড়া খুব ধৈর্যের কাজ

৩| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ৮:২৬

রাজীব নুর বলেছেন: বেশ।

১৬ ই মার্চ, ২০১৯ রাত ৯:১৬

আখ্যাত বলেছেন:
আপনার ধৈর্যের প্রশংসা করছি

৪| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ৯:১৩

আকতার আর হোসাইন বলেছেন: বাহ, সুন্দর হয়েছে।

১৬ ই মার্চ, ২০১৯ রাত ৯:১৭

আখ্যাত বলেছেন:
কবিতা খুব কম লোকই পড়ে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.