নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আখ্যাত

আমি একজন মন্দ মানুষ বলেই নিজেকে জানি। কারো দ্বিমত থাকলে সেটা তার উদারতা।

আখ্যাত › বিস্তারিত পোস্টঃ

শোয়ানো কবিতা

১৮ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৩০

শোয়ানো কবিতা


যার পেটে ক্ষুধা আছে, যার মুখে রুচি আছে, সেতো শুধু গোগ্রাসে খায়। অপলক চোখ তার গুরুজির মুখ আর দেয়ালের ব্লাকবোর্ডে চায়৷
.
দৃঢ় হাতে ধরা আছে কলমের মাথা। পাছে কোন কথা হাতছাড়া হয়। সচেতন সাবধান। উদগ্রীব দুই কান, শিক্ষক যদি কিছু কয়।
.
.
.
.

যার পেটে ক্ষুধা কম, যার মুখে রুচি কম, অনাদরে কম কম খায়। চঞ্চল চোখ তার ঘুরে ফিরে বারবার ডানে বামে পিছে আর জানালার বাইরে তাকায়।
.
ঢলঢলে ঢিলা হাতে কলম এক ধরা। যাতে কোন মতে দায় সারা যায়। বসে থাকে আনমনে। ঢোকেনা তো কথা কানে, পিরিয়ড শেষ হয়ে যায়।
.
.
.
.
দাঁড়ানো কবিতা

যার পেটে ক্ষুধা আছে
যার মুখে রুচি আছে
সেতো শুধু গোগ্রাসে খায়,
.
অপলক চোখ তার
গুরুজির মুখ আর
দেয়ালের ব্লাকবোর্ডে চায়৷
.
দৃঢ় হাতে ধরা আছে
কলমের মাথা। পাছে
কোন কথা হাতছাড়া হয়,
.
সচেতন সাবধান
উদগ্রীব দুই কান
শিক্ষক যদি কিছু কয়।
.
.
.
.

যার পেটে ক্ষুধা কম
যার মুখে রুচি কম
অনাদরে কম কম খায়,
.
চঞ্চল চোখ তার
ঘুরে ফিরে বারবার
ডানে বামে পিছে আর
জানালার বাইরে তাকায়।
.
ঢলঢলে ঢিলা হাতে
কলম এক ধরা। যাতে
কোন মতে দায় সারা যায়,
.
বসে থাকে আনমনে
ঢোকেনা তো কথা কানে
পিরিয়ড শেষ হয়ে যায়।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৪৮

রাজীব নুর বলেছেন: বাহ!!! বাহ!!!!

২| ১৮ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৫১

আখ্যাত বলেছেন:
আহ!!! আহ!!!!

৩| ১৮ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:২৬

মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর।

৪| ১৮ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:৪৪

আকতার আর হোসাইন বলেছেন: ভাল হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.