![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্বিতীয় মুক্তিযুদ্ভের প্রথম শহীদ রাজীব হায়দারকে নির্মমভাবে শহীদ করেছে যে, সে সন্ত্রাসী, জঙ্গী নয়। বিশ্বজিতকে সূর্যের আলোয় টিভি ক্যামেরার সামনে উৎসবমুখর পরিবেশে কুপিয়ে কুপিয়ে শেষ করেছে যে জামাত শিবির, ওরাও সন্ত্রাসী। নিউজিল্যান্ডের মসজিদের বন্দুকধারীও সন্ত্রাসী। অনেকে তাকে জঙ্গী বলেতে চান।
জোর দ্বিমত। বঙ্গভাষার অভিধানের শব্দগুলি নিষ্প্রাণ, তাই নির্বাক। নিষ্প্রাণ নির্বাক না হলে “জঙ্গী” প্রতিবাদী হয়ে উঠতো। মানহানি মামলা দায়ের করতো ডিজিটাল নিরাপত্তা আইনে। অসহায় অবলা এই “জঙ্গী”র জন্য তাই এই ওকালতি।
মাননীয় আদালত, “জঙ্গী” অত্যন্ত ইতিবাচক একটি শব্দ আমাদের অভিধানের। বাংলা একাডেমিকে জিজ্ঞেস করে শুনুন।
জঙ্গ- যুদ্ধ, লড়াই।
জঙ্গী- লড়াকু, যোদ্ধা
জঙ্গে উহুদ- উহুদের যুদ্ধ
জঙ্গে বদার- বদরের যুদ্ধ
জঙ্গ বাহাদুর- বীর যোদ্ধা
জঙ্গডিঙ্গা- রণতরী, যুদ্ধজাহাজ
জঙ্গবারি- জঙ্গী, রণ নিপুন, রণ দক্ষ
জঙ্গবাজ- রণবীর, বীর যোদ্ধা, বীর পুরুষ
জঙ্গনামা- যুদ্ধ বিবরণ, যুদ্ধ বিষয়ক গ্রন্থ, যুদ্ধ বিষয়ক বাংলা কাব্য বিশে....
মাননীয় আদালত, কোন সন্ত্রাসীকে জঙ্গী বলা কেন অবৈধ হবেনা, তা বুঝতে পারিনা। মাননীয় আদালত, দীর্ঘদিন ধরে লক্ষ করা গেছে, এদেশের এক শ্রেণীর মানুষ সন্ত্রাসীর সিনোনীম হিসেবে আমার মক্কেলের (জঙ্গী) নাম উচ্চারণ করে আসছে। এর মাধ্যমে আমার মক্কেলের অপূরণীয় পরিমাণ মানহানি করা হয়েছে। মাননীয় আদালত, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আর যেন জঙ্গীকে কলঙ্কিত করা না হয়। জঙ্গী শ্রদ্ধেয়, জঙ্গী সম্মানিত। জঙ্গী আদৃত, আদরণীয়।
সন্ত্রাসীকে সন্ত্রাসীই বলা হোক, জঙ্গী নয়। সন্ত্রাসী নিজেকে জঙ্গী বলে দাবি করলেও নয়। কোন ডাকাত নিজেকে বীর যোদ্ধা দাবি করলে আমরাও কি তাকে সমানে বীরযোদ্ধা বলা শুরু করবো?
২০ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০২
আখ্যাত বলেছেন: :
আপনার কমেন্ট পেলে যে কোনো পোস্ট গুরুত্বপূর্ণ হয়ে ওঠে
এজন্য কৃতজ্ঞতা
তবে এই কমেন্টটি ভাল বুঝতে পারিনি
ভাল থাকবেন
২| ২০ শে মার্চ, ২০১৯ দুপুর ১:২০
রাজীব নুর বলেছেন: উফ আল্লাহ!!!
আপনি সঠিক।
আর আমি তো ভুল করে করেই শিখি।
ভালো থাকুন।
২০ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৩
আখ্যাত বলেছেন: :
নুর ভাই, কে সঠিক?
৩| ২০ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৫৮
মাহমুদুর রহমান বলেছেন: সহমত।
২০ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৪
আখ্যাত বলেছেন:
ধন্যবাদ
৪| ২০ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭
ইনাম আহমদ বলেছেন: জিহাদের নামে মাঠে নামা চরমপন্থী ইসলামিক দলগুলো নিজেদের জঙ্গি বলে পরিচয় দেয় বলেই জঙ্গি শব্দটা মুসলমানদের ওপরে বর্তায়। এটা ফারসি শব্দ, এককালে জিহাদীদের ইসলামিক পারিভাষাতেই জঙ্গি বলা হতো।
মুসলমান সন্ত্রাসী শব্দটা বেশী বড় হয়ে যায়। জঙ্গিই সুন্দর।
২০ শে মার্চ, ২০১৯ রাত ৯:০৭
আখ্যাত বলেছেন: :
সন্ত্রাসীকে “জঙ্গী” বললে জঙ্গী শব্দের অবমাননা হয়
সন্ত্রাসীকে “জঙ্গী” বললে সন্ত্রাসীকে সম্মান করা হয়
৫| ২০ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২০
আকতার আর হোসাইন বলেছেন: যথার্থ লিখেছেন। জঙ্গী অর্থ যুদ্ধা। অথচ এর উলটা ব্যবহারটাই হয় এই দেশে।
২১ শে মার্চ, ২০১৯ সকাল ৮:২৯
আখ্যাত বলেছেন:
এখন থেকে জঙ্গীকে ভাল অর্থে বলতে হবে
সন্ত্রাসীদেরকে সন্ত্রাসীই বলতে হবে
আমার সাথে কেউ না আসলে আমি একাই বলবো
৬| ২০ শে মার্চ, ২০১৯ রাত ১১:১০
শিখণ্ডী বলেছেন: আমরা কিন্তু জঙ্গি বিমান ঠিকই বলি। ওখানে জঙ্গি শব্দকে ইতিবাচকভাবেই প্রকাশ করি।
২১ শে মার্চ, ২০১৯ সকাল ৮:২৭
আখ্যাত বলেছেন: :
ভারতের জঙ্গীবিমান বিদ্ধস্ত এর অর্থ এই নয় ভারতের সন্ত্রাসীবিমান বিদ্ধস্ত।
৭| ২৪ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১:৪০
হাসান কালবৈশাখী বলেছেন:
এদের কে জঙ্গি না বলে জংলি বলাটা ভাল।
২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ৮:২৫
আখ্যাত বলেছেন:
যথার্থই বলেছেন
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৯ দুপুর ১:০৭
চাঁদগাজী বলেছেন:
বাজিব বাংগালী ব্লগারদের মনে এক সুক্ষ্ম দু:খ হয়ে থাকবে আজীবন