নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আখ্যাত

আমি একজন মন্দ মানুষ বলেই নিজেকে জানি। কারো দ্বিমত থাকলে সেটা তার উদারতা।

আখ্যাত › বিস্তারিত পোস্টঃ

আমাকে ডাকসুর আমরণ সদস্য হওয়ার সুযোগ দিস, তোদের ঢাবির চোখ ধাধানো উন্নয়ন বুঝে নিস

২৫ শে মার্চ, ২০১৯ সকাল ৭:৫৭


চাষার ছেলে নুরু। যুগ যুগ ধরে লালিত আমাদের ঐতিহ্যের শত্রু। আপনার ইচ্ছাই পূরণ হবে কথা দিচ্ছি। একটু ধৈর্য্য ধরে দেখতে থাকুন।

সিংহাসনে বসেই উদ্ভট উৎকট সব আবদার পেশ করতে শুরু করেছে সে। ইচড়ে পাকা ইতর সে। ইচ্ছা মত পাকামো করা শুরু করে দিয়েছে।
নুরের আবদার, গেস্টরুম সংস্কৃতি উঠিয়ে দিতে হবে।
আরে চাষা, গেস্টরুমের ফাপর না খেয়ে কেউ মানুষ হয়েছে? গেস্টরুম সংস্কৃতি উঠিয়ে দিলে ফাস্ট ইয়ারের গেঁও গরু গুলি মানুষ হবে কী করে? তোর গায়ের গেঁও গন্ধ তো এখনো দূর হয়নি।

নুরের আবদার, গণরুম সংস্কৃতি মুছে দিতে হবে।
আরে ছোটলোক, ইয়ারমেটদের মাঝে ভ্রাতৃত্বের যে অকৃত্রিম বন্ধন, গণরুমে না থাকলে কি তা হতো?

নূরের আবদার, মেধার ভিত্তিতে সিট, অছাত্র বহিরাগতদেরকে অর্ধচন্দ্র।
আরে মৌলবাদী, CGPAই কি মেধার মাপকাঠি? বাস্তব অভিজ্ঞতাই মূল। TSCতে আড্ডা দিতে হলে, বটতলা-আমতলা, বেলতলা-বকুল তলায় সময় দিতে হলে, রমনা-সোহরাওয়ার্দীতে রাত কাটাতে হলে, ক্যান্টিনে-ক্যাফেটেরিয়ায়, দোকানে দোকানে মাগনা খেতে হলে যে মেধার প্রয়োজন, তা কি আছে তোদের? মৌলবাদী অপশক্তিকে সুযোগ দেয়ার জন্যই মূলত এই উদ্ভট আবদারের উত্থাপন।

নুরের আবদার, ভেড়ার পালের মত করে নিরীহ ছাত্রছাত্রীদেরকে মিছিলে তাড়িয়ে নেয়া যাবে না।
আরে শিবির, মিছিলে না গেলে রাজনীতি শিখতি কী করে? তোরা মিছিলে না এলে মিছিল করতাম কাকে নিয়ে? মিছিল না হলে ক্যাম্পাস শত্রুমুক্ত করতাম কেমন করে? ৭১ এর পরাজিত শক্তিকে আর ১৮’র পরাজিত শক্তিকে সুবিধা দিতেই এই রাষ্ট্রদ্রহী আবদার উত্থাপন।

নুরের আবদার, পুনঃনির্বাচন।
আরে ফকিরের ছেলে, এ কি তোর মামার বাড়ি? একবার নির্বাচন করতে কয় টাকা লাগে জানিস? এই সুন্দর নির্বাচনটি বাস্তবায়ন করতে ভিসি স্যার সহ পুরো প্রশাসন যে অক্লান্ত নির্ঘুম পরিশ্রম দিলেন, তার কি কোনই দাম নেই? সাধারণ ছাত্র সমাজ ৭০ এর মত করে যে ভোটের বিপ্লব দেখালো, মাত্র ২টি পদ ছাড়া আর সব পদের জন্য ছাত্রলীগকে পছন্দ করলো, তাদের পছন্দের কি কোনই ভ্যালু নেই? ছাত্রলীগের নিবেদিতপ্রাণ কর্মীবাহিনী কেউ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে, কেউ বজলুর বেগে ছুটোছুটি করে অকাতরে ঘাম ঝরালো, তার কি কোনই মূল্য নেই?

এই পূর্ব বাংলার স্বাধীনতার পক্ষের ছাত্র সমাজ আমাদের উপরে আস্থা রেখেছে। অকাতরে ভোট দিয়ে দিয়েছে। জীবন দিয়ে হলেও তাদের আস্থার, তাদের ভোটের মর্যাদা রক্ষা করবই করব ইনশাল্লাহ।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৯ সকাল ৮:২০

চাঁদগাজী বলেছেন:


মুক্তিযোদ্ধারা এই দেশের দরিদ্র মানুষদের সবল সন্তানেরা; ওঁদের কোন কোটার দরকার ছিলো না, বেকুবরা ওঁদেরকে কোটা দিয়ে অপমান করেছে; তারপরও, যারা মুক্তিযোদ্ধা কোটার বিরোধীতার নামে, মুক্তিযোদ্ধাদের প্রতি বিদ্বেষ দেখায়েছে, ওরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার অধিকার রাখে না।

২৫ শে মার্চ, ২০১৯ সকাল ৮:৩০

আখ্যাত বলেছেন: আজই বের করে দেয়া উচিত ওই নুর আর ওর সাঙ্গ পাঙ্গ জঙ্গীদের কে
প্রধানমন্ত্রী আকাশের মত বিশাল মন আছে বলেই বেঁচে গেলো ওরা
তবে ধৈর্যের একটা সীমা আছে
দেখা যাক কত বাড় বাড়তে পরে ওরা

২| ২৫ শে মার্চ, ২০১৯ সকাল ৮:৩০

ঢাবিয়ান বলেছেন: পোস্টে ++ । নুরকে নিয়ে অনলাইনে প্রচুর ট্রল হচ্ছে। অনেকেই তাকে পচানোর চেষ্টা করছে।অনেক খ্যাতনামা ব্যক্তি পর্যন্ত তাকে নিয়ে বাজে বক্তব্য দিচ্ছে।নুর যখন রোদে বৃষ্টিতে ভিজে কোটা সংস্কার আন্দোলন করেছে, ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়েছে, দিনের পর দিনে পুলিশ কাস্টডিতে নিখোজ অবস্থায় ছিল তখন কিন্ত আজকের ট্রলকারীরা স্রেফ দুঃখপ্রকাশ করে ফেসবুকে স্ট্যটাস দিয়েছিল।সেদিন মাঠে কিন্ত নুর তাদেরকে পাশে পায়নি। এখন এই এরাই নির্ধারন করতে চায় নুরের কি করা উচিৎ, না করা উচিৎ।

নুর তার দুর্দিনে যাদের পাশে পেয়েছিল সেই রাশেদরা আজো তার পাশে আছে । সিস্টেমের ভেতর থেকেই সে লড়াই করার যে সিদ্ধান্ত নিয়েছে , এটাই সঠিক সিদ্ধান্ত। অনেক অনেক শুভকামনা তার জন্য।

২৫ শে মার্চ, ২০১৯ সকাল ১১:২৭

আখ্যাত বলেছেন:
অভিধানে আছে, “নুর” মানে আলো
“নুরুল হক” মানে সত্যের আলো
সত্যের জয় হোক, মিথ্যার ক্ষয় হোক!!

৩| ২৫ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৫৩

পলাশবাবা বলেছেন: চান্দু, মুক্তিযোদ্ধা কোটা কে জমিদারি প্রথা বানায়ে ফেললে .. তুমি দেখি শুতে দিলে চু*তে চাও।

২৫ শে মার্চ, ২০১৯ সকাল ১১:৩০

আখ্যাত বলেছেন:
তিনি তার কমেন্টাধিকার প্রয়োগ করেছেন
আপনি আপনার বলার অধিকার প্রেয়োগ করলেন
এরই নাম গণতন্ত্র

৪| ২৫ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৪১

মা.হাসান বলেছেন: কোলাবরেটর অ্যাক্ট , ঘাতক দালাল নির্মূল অ্যাক্ট এবং এরকম যত অ্যাক্ট আছে, সব কিছু অনুযায়ি নূরু আবং তাকে ভোট দেয়া ছাত্র-ছাত্রিদের ফাঁসি চাই।

২৫ শে মার্চ, ২০১৯ সকাল ১১:৩৬

আখ্যাত বলেছেন:
মাথায়ই আসেনা, নুরকে কীভাবে ভিপি ঘোষণা করা হলো
চেতনাহীন আবুল ছাত্রছা্ত্রীরা ভোট দিলো, আর অমনি হয়ে গেলো ভিপি
১০ বছরে সরকার করলটা কী তাইই মাথায় আসেনা।
ঢাবির সকল ছাত্রের চেতনাকে রিপিয়ারিং প্রক্রিয়াকে আরো জোরদার করতে হবে।

৫| ২৫ শে মার্চ, ২০১৯ সকাল ১১:৩৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: নূরু'র এই দাবীগুলোতেও সাধারণ ছাত্রছাত্রীদের সমর্থন থাকবে। আছে।

সন্ত্রাস, জঙ্গি, ডাকাতদের জন্য মানুষ সত্য বলতে, সত্যের পক্ষে দাড়াতে ভয় পায়। কখনো কখনো বাধ্য হয়েই মিথ্যে বলে। তবে মন, বিবেক সবসময়ই সত্য ও ন্যায়ের পক্ষে থাকে।

২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৫৭

আখ্যাত বলেছেন:
নুর সাধারণ ছাত্রদের জন্য রক্ত দিয়েছেন
সাধারণ ছাত্ররা তার রক্তকে মূল্যায়ন করার সুযোগের জন্য উদ্গ্রীব হয়ে ছিলো

৬| ২৫ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:০১

রাজীব নুর বলেছেন: এতদিন যে ডাকসু ছিল না তাতে কি ঢাবি বন্ধ ছিল? ক্লাশ হয়নি? পরীক্ষা হয়নি? হলে থাকেনি? মারামারি কাটাকাটি হয়নি?

২৫ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:১৬

আখ্যাত বলেছেন:
ঢাবি খোলা ছিল, থাকবে
ক্লাস পরীক্ষা চলেছে, চলবে
মারামারি কাটাকাটি হয়েছে, হবে
ছাত্রলীগকে বলতে চাই, প্রত্যেক হলে হলে দুর্গ গড়ে তোলো
রক্ত যখন নিয়েছিস, রক্ত আরো নিবি
তবুও এই ঢাবির মাটিকে রাজাকারমুক্ত করে ছাড়বি ইনশাল্লাহ

৭| ২৫ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:১৭

আরোগ্য বলেছেন: বাঘের বাচ্চা নুরু। ছাগুরা এবার শায়েস্তা হবে।

২৫ শে মার্চ, ২০১৯ রাত ৮:৩১

আখ্যাত বলেছেন:
নুরের মুখের বুলি
যেন মেশিনগানের গুলি

৮| ২৫ শে মার্চ, ২০১৯ রাত ৮:৫৯

মাহমুদুর রহমান বলেছেন: আমি নুরুর পক্ষে আছি।

২৬ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৩৬

আখ্যাত বলেছেন:
সাদা দলের সবাইই নুরের পক্ষে
কালো দলের সবাই তার বিপক্ষে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.