নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আখ্যাত

আমি একজন মন্দ মানুষ বলেই নিজেকে জানি। কারো দ্বিমত থাকলে সেটা তার উদারতা।

আখ্যাত › বিস্তারিত পোস্টঃ

অনাবিল ব্লগ, অমলীন ব্লগ

০১ লা এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৫৫

সবকয়জন ব্লগারকে খুশি করে ব্লগ লেখা যায়না৷ আঙ্গুল টিপে টিপে টাইপ করার সময় চারপাঁচজনের নাম মনে রাখা যায় বড়জোর, যারা কম বেশি, ভাল মন্দ মন্তব্য করে৷ অনেক পোস্টতো শুধু একজনের মুখ মনে রেখে লেখা হয়, বেমালুম ভুলে থাকা হয়, হাজার হাজার মানুষ দেখছেন পড়ছেন। নীরবে৷
.
এও ঠিক, সবার পছন্দকে সমমর্যাদা দিতে গেলে পোস্টটিই আর লেখা হবেনা৷সুপারিশ হলো, তিনচারটি সম্মানিত মুখ মনের মনিটরে wallpaper করে রাখুন, লেখাটি সুন্দর হবে, অন্তত অসুন্দর হবেনা৷ সবার সবকিছু সবসময় যিনি দেখেন, তার কথা মনে থাকলে লেখাটি অনাবিল হবে, অমলীন হবে৷

মন্তব্য ১১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৯ দুপুর ২:১৩

রাজীব নুর বলেছেন: আপনি কি সাউথ ইন্ডিয়ান মুভি দেখেন?

০১ লা এপ্রিল, ২০১৯ রাত ৯:০০

আখ্যাত বলেছেন:
দুঃখিত
সুযোগ হয়না।

২| ০১ লা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

হাবিব বলেছেন: এক্কেবারে ঠিক বলেছেন।

৩| ০১ লা এপ্রিল, ২০১৯ রাত ৮:২৫

ওমেরা বলেছেন: সবার সব কিছু যিনি সব সময় দেখেন তার কথা মাথায় রাখলে লিখাটি অনাবিল হবে, অমলিন হবে । খুব সুন্দর কথা বলেছেন ।

৪| ০১ লা এপ্রিল, ২০১৯ রাত ৯:০২

নজসু বলেছেন:



ব্লগ একটি পরিবার।

০২ রা এপ্রিল, ২০১৯ সকাল ৭:৪৩

আখ্যাত বলেছেন:
ঠিক
এখানে আছে মায়া ভালবাসা
এখানে আছে অভিমান ঝগড়া
এখানে আছে সব অভিমান ভুলে আবার কাছে আসা
পরিবারের মতই

৫| ০১ লা এপ্রিল, ২০১৯ রাত ৯:২২

আহমেদ জী এস বলেছেন: আখ্যাত,




লেখাটি অনাবিল আর অমলিন হবে তখনই লেখক যখন একটি অমলিন মন নিয়ে অনাবিল ভাবে লিখে যাবেন, একাধিক মুখকে স্মরণ করে লিখলে নয়।

০২ রা এপ্রিল, ২০১৯ সকাল ৭:৪৬

আখ্যাত বলেছেন:
সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ

৬| ০১ লা এপ্রিল, ২০১৯ রাত ১০:১৯

নীলপরি বলেছেন: আহমেদ জী এস স্যর খুব ভালো বলেছেন । আমি একমত ওনার সাথে ।

শুভকামনা

০২ রা এপ্রিল, ২০১৯ সকাল ৭:৪৭

আখ্যাত বলেছেন:
আপনার জন্যও শুভকামনা
শুভ হোক জন্ম-জীবন-মৃত্যু

৭| ০২ রা এপ্রিল, ২০১৯ রাত ১২:২৪

সুমন কর বলেছেন: হুম, ছোট কিন্তু অর্থবহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.