![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের জীবনে আরো বেশি নিয়ন্ত্রণ আনা উচিত। নিজেদের মধ্যে লজ্জাশীলতা বজায়ে রাখা উচিত। নির্লজ্জতার চর্চা পর্যায়ক্রমে শূন্যের দিকে নিয়ে আসার চেষ্টা করতে হবে।
ব্যক্তিগত পর্যায়ে আমরা নানা ভাবে দোষী। (দুর্বলতাগুলো যেন কাটিয়ে উঠতে পারি!) কিন্তু সম্মিলিতভাবে নির্লজ্জতার চর্চা করা হলে তা দুর্ভাগ্যের, হতাশার, ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত হওয়ার মত বিষয়।
আমরা না বিশ্ব মানবতার মুখ থেকে দুঃখ দুর্দশার কালিমা মুছে ফেলতে প্রত্যয়ী? আমরা না অসহায় মানবতার পাশে দাঁড়ানোর কথা বলি? পৃথিবীর দিকে দিকে মানুষগুলো প্রতিদিন কেমন নির্লজ্জ হয়ে চলেছে। বিনোদনের বেদীমূলে লজ্জা- সম্ভ্রম অকাতরে বিলিয়ে দিচ্ছে। মানবতার জন্য এর চেয়ে বড় দারিদ্র্য আর কী ?
দুর্ভিক্ষ কবলিত জনপদের দিকে তাবিয়ে আমাদের মনে যে করুণার উদ্রেক হয়, আমাদের চারপাশের অনেককেই শরম শালীনতা ভুলে গিয়ে প্রাণ সর্বস্ব প্রাণী হয়ে যেতে দেখে সেই করুণার উদ্রেক হয়না। এর করণও আছে। বিকৃত পরিবেশে বেড়ে উঠতে উঠতে এই সব বিকৃতির প্রতি আমাদের মনেও শ্রদ্ধা এসে গেছে।
১০ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:১৩
আখ্যাত বলেছেন:
তাতো ঠিকই।
২| ০৯ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:৪০
পবিত্র হোসাইন বলেছেন: লজ্জার,সম্ভ্রম কথা বলছেন?
টিকটক অথবা ফেসবুকের ভিডিও গুলো দেখেন।
আল্লাহ সবাইকে মাফ করুক।
৩| ০৯ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:১৩
নাসির ইয়ামান বলেছেন: সংস্কৃতি এখন কুকীর্তিতে রূপান্তরিত হচ্ছে!
১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:০৩
আখ্যাত বলেছেন:
ঠিক বলেছেন ইয়ামান
৪| ০৯ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:২৮
করুণাধারা বলেছেন: ঠিক বলেছেন। বিনোদনটাই এখন মুখ্য- কারণ এই জীবন একমাত্র জীবন বলে আমরা মনে করছি এখন
৫| ০৯ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:৫২
চাঁদগাজী বলেছেন:
মানুষ নিজের জীবনকে পরিপাটী করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।
১০ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:১৬
আখ্যাত বলেছেন:
মানুষ যে যাত্রাকে বিলাশবহুল করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, তার নাম জীবনযাত্রা
লক্ষহীন গন্তব্যহীন এক মহাযাত্রা
৬| ০৯ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৫১
ঢাবিয়ান বলেছেন: ভাল লিখেছেন ফেসবুক মানুষকে বিনোদন প্রিয় করে অমানুষ বানিয়ে দিচ্ছে ।
১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:০৪
আখ্যাত বলেছেন:
সহমত
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৩২
রাজীব নুর বলেছেন: পৃথিবী তথা মহাবিশ্বে কোনো বস্তগত বা অবস্তুগতের ধ্বংস হয় না, শুধুমাত্র পরিবর্তন হয়, রুপান্তর হয়....