নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আখ্যাত

আমি একজন মন্দ মানুষ বলেই নিজেকে জানি। কারো দ্বিমত থাকলে সেটা তার উদারতা।

আখ্যাত › বিস্তারিত পোস্টঃ

সোশাল ফিকশন-১

১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৪০

স্কুলপড়ুয়া এক কিশোরীর অবৈধ প্রেম(!) বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে তাকে কুপ্রস্তাব দেওয়ায় প্রেমিককে নগদ এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুভ ইন্ডিয়ান পহেলা বৈশাখ সোমবার সন্ধ্যায় চক্ষুরকোণা পৌরশহরে এ ঘটনা ঘটে।
.
এলাকার বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীর সঙ্গে জেলার কেন্দুয়া কলেজের এক ছাত্রের প্রেমের(!) প্রস্তুতি চলছিল। এ সময় বাংলাদেশ মহিলা পরিষদ চক্ষুরকোনা শাখা খবর পেয়ে উপজেলা প্রশাসনকে জানায়। সন্ধ্যা ছয়টার দিকে প্রশাসনের লোকজন শহরের মোখলেসগার্ডেনের নির্জন কোণে অভিযান চালিয়ে প্রেমিকযুগলকে হাতেনাতে ধরে ফেলেন৷ এসয় তাদের কাছ থেকে ১টি চিঠি, ২টি তাজা গোলাপফুল, ৩টি রজনীগন্ধার স্টিক সহ বেশ কিছু বেআইনি জিনিসপত্র উদ্ধার করা হয়৷
.
মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক তাহিরা বেগম বলেন, উপজেলা প্রশাসনের হস্তক্ষপে অবৈধপ্রেম তথা অবৈধযৌনতার অভিসপ্ত হাত থেকে ছাত্রীটিকে রক্ষা করা সম্ভব হয়েছে।

চক্ষুরকোনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসলেমা আলী প্রথম আলোককে বলেন, অবৈধ যৌনাচার নিরোধ আইন ২০৭১ এর ৬ ধারায় উভয় পক্ষের বাবাকে নগদ এক হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ ঘটনার সত্যতা স্বীকার করে চক্ষুরকোনা সদর থানার ওসি ফজলুর রব বলেন, "জীবনে আর কোনদিন এমন অসমাজিক কাজে লিপ্ত হবেনা” এই মর্মে মুচলেকা দেয়ার পর তথাকথিত প্রেমিকযুগলকে ছেড়ে দেয়া হয়েছে।

গল্পটি কাল্পনিক
কোন স্থান, কাল বা ব্যাক্তির সাথে এর মিল পাওয়া গেলে তা কাকতাল


আপনিয়ে চলে আসুন এই আঙিনায়

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:০৭

রাজীব নুর বলেছেন: এটা মোটেও কাল্পনিক নয়।

১৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:২৩

আখ্যাত বলেছেন:
শুভ সকাল

২| ১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৬

মাহমুদুর রহমান বলেছেন: এসব ঘটনা অহঃঅহ ঘটছে।

১৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:২২

আখ্যাত বলেছেন:
ঠিকই বলেছেন ভাই

৩| ১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:০৩

অজ্ঞ বালক বলেছেন: প্রেম জিনিসটা অবৈধ ঘোষণা দিয়া আইন পাশ কইরা লাইলেই দেশের মান-ইজ্জত রক্ষা পায়।

১৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:২১

আখ্যাত বলেছেন:
এটি অজ্ঞ অখ্যাত বালকদের কথা
এটি বিজ্ঞ বিখ্যাত লোকেরা মানেন না।

৪| ১৬ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫৮

পবিত্র হোসাইন বলেছেন: এক হাজার একটু কম হয়ে গেল না।
দাদাদের তো আবার কমে পোষায় না !!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.