![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাজুগুজু করে বসে থাকা বাবুটি, আর নিরাভরণ সাদামাটা একটি বাবু দেখতে এক রকম নয়। ক্লাসের সব স্যারের কথা শুনতে আমাদের কানে একই রকম ভাল লাগেনা। সব লেখকের (আবুল মকসুদ, আনিসুল হক, কাদের সিদ্দিকী) লেখা পড়ে সমান স্বাদ পাইনা আমরা। এর অন্যতম এক কারণ অলঙ্কার।
শরীরে ব্যাবহার করার জন্য যেমন অলঙ্কার থাকে, মানুষের কথায় আর লেখনীর ভাষায়ও তেমন অলঙ্কার ছড়িয়ে থাকে। পার্সোনিফিকেশন খুব চমৎকার একটি অলঙ্কার। ভাষাকে রসালো করার জন্য আমরা প্রায়ই কোন বস্তু, বিষয় বা প্রাণী নিয়ে এমন ভাবে কথা বলি, যেন সেগুলোর মানুষের মত বুদ্ধি আছে। যেন সেগুলোর মানুষের মত সক্ষমতা ও অনুভূতি আছে। উদাহরণটা দেখা যাকঃ
“সকাল থেকে কেঁদেই চলেছে আকাশটা।”
সহজ কথা, অমানব কোন কিছুর প্রতি মানবীয় গুণ-বৈশিষ্ট্যকে আরোপ করাই পার্সোনিফিকেশন।
আমাদের দলে যোগ দিন
২০ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:১৬
আখ্যাত বলেছেন:
ধন্যবাদ
সকাল থেকে কেঁদেই চলেছে আকাশটা বাক্যে পার্সোনিফিকেশন আছে
সকাল থেকে আকাশ থেকে বৃষ্টি পড়েই চলেছে বাক্যে পার্সোনিফিকেশন নেই।
এবার পরিষ্কার হয়েছে?
২| ২০ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৪৯
আর্কিওপটেরিক্স বলেছেন: অসম্পূর্ণ কথামালা.....
২০ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:১৭
আখ্যাত বলেছেন:
দেখি কোন সুহৃদ সতীর্থ সহযোগিতার হাত বাড়ায় কিনা
৩| ২১ শে এপ্রিল, ২০১৯ রাত ২:০১
মাহমুদুর রহমান বলেছেন: ওয়াও!
২১ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৩০
আখ্যাত বলেছেন:
কোয়াও??
৪| ২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:২৩
পবিত্র হোসাইন বলেছেন: ভাল বিষয় নিয়ে লিখেছেন এটা নিয়ে আরো লিখুন
২১ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:১৪
আখ্যাত বলেছেন:
চেষ্ট করবো ইনশাল্লাহ
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:২৭
রাজীব নুর বলেছেন: বিষয়টা পুরো পরিস্কার হয়নি।