![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বইয়ের নাম “এসো কলম মেরামত করি” লিখেছে মৌলবাদী এক কলমজঙ্গী৷ একটি বাস্তব ব্যাপার অনুভব করা গেল এখান থেকে৷ মানুষের মত কলমেরও শৈশব, কৈশর, যৌবন আছে৷ শিশুদের যুবক হতে চেষ্টা করতে হয়না৷ কিন্তু কলমের যুবক হতে হলে তার বাহকের চর্চাটা দরকার৷ চর্চা না করলে কলম শিশুই থেকে যায়, তার বাহক যুবকই হোক আর বৃদ্ধই হন৷ লেখাটা শুরু করলেই আমাদের কলম কৈশরের দিকে এগিয়ে যায়৷ চর্চাটা চালু রাখলেই কিশোর কলমগুলি যুবক হতে শুরু করবে৷
প্রিয় ভাইবোনদের সাথে ইচ্ছাটা ভাগাভাগি করে নিতে চাই৷ নিয়ত করেছি, নিয়োমিতই লিখব৷ প্রতিদিন না পারি, প্রায়ই লিখব৷ সাধ্যে যা কুলায় তাইই লিখব৷ দেখি এই কিশোর কলমটি যুবক হয়ে ওঠে কিনা৷ দেখি স্বজাতির শক্তিমান অলস কলমগুলি সুখনিদ্রা ছেড়ে জেগে ওঠে কিনা৷
আমাদের দলে যোগ দিন
২৬ শে এপ্রিল, ২০১৯ সকাল ৮:২৪
আখ্যাত বলেছেন:
আপনিতো দলে আছেনই আমাদের
২| ২৬ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:০১
মাহমুদুর রহমান বলেছেন: একসময় যখন লিখতাম না, তখন হঠাত মনে আসা কথাগুলো হঠাত করেই ভুলে যেতাম, এখনও হঠাত মনে আসা কথাগুলো ভুলে যাই তবে পার্থক্য কেবল এখন আমি লিখে রাখি।
২৬ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮
আখ্যাত বলেছেন:
সঠিক পদক্ষেপ
ভুলে যাওয়ার আগেই লিখে ফেলতে হবে
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:০৫
রাজীব নুর বলেছেন: আমি কোনো দলে যোগ দিব না। নো নেভার।