![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভরা যৌবন
বার্ধক্য
শেষ নিঃশাস
চিরনিদ্রায় শায়িত
পুনরুত্থান
মানুষ আমরা বড়ই জালিম৷ মুষ্টি মজবুত করে পেশি শক্ত করি, তারপর ঘাড় ঘুরিয়ে পেশির শক্তি দেখি, খুশি হই, পেশিতে উল্কি আকি, দেখিয়ে বেড়াই, গর্বে বুক ফুলাই, বড়াই করি, আহা! যেন বুলেটপ্রুফ কিছুএকটা৷
.
মানুষ আমরা বড়ই জাহিল৷ এই তরুণতাজা শরীর দেখে আহ্লাদে গদ গদ হই৷ বেমালুম ভুলে থাকি, এইতো সেদিনের কথা, ক্ষুদ্র কীটটিও ছিলামনা৷
.
মানুষ বড়ই অযৌক্তিক৷ প্রশ্ন করে, "এই হাড়গোড় পচেগলে মিশে গেলে কে আবার জীবিত করবে?"
আচ্ছা, অস্তিত্বহীনতা থেকে যিনি আম বের করে আনতে পারেন, আমের বিচি থেকে তিনি আমগাছ বের করতে পারবেন না?!
.
প্রকৃতি, না? আচ্ছা, যে প্রকৃতি ওই বিশাল আকাশ আর এই বিস্তৃত যমিন বানালো, যে প্রকৃতি প্রথমবার মানুষ সৃষ্টি করলো, সে প্রকৃতি কি দ্বিতীয়বার তাকে সৃষ্টি করতে পারবেন না?!
এই অন্তহীন মহাবিশ্ব পরিচালনার কাজ বেশি কঠিন, নাকি মানুষকে দ্বিতীয়বার জীবন দেয়া বেশি কঠিন?
আমাদের দলে যোগ দিন
১৪ ই মে, ২০১৯ সকাল ৯:৫৮
আখ্যাত বলেছেন:
চিন্তার বিষয়
২| ১৩ ই মে, ২০১৯ বিকাল ৪:১৬
সাহিনুর বলেছেন: একটি জীবনচক্র
৩| ১৩ ই মে, ২০১৯ বিকাল ৪:২০
চাঁদগাজী বলেছেন:
আমের ছবিটা সুন্দর, লেখাটা (লাইন কয়টি) অর্থহীন পর্যবেক্ষণের ফলাফল
১৪ ই মে, ২০১৯ সকাল ১০:০০
আখ্যাত বলেছেন:
মন্তব্যের প্রথম অংশটি সুন্দর
অর্থপূর্ণ মন্তব্য (লাইন)টির জন্য ধন্যবাদ
৪| ১৩ ই মে, ২০১৯ বিকাল ৫:১২
পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা....
গুরুগম্ভীর লেখার মধ্যে এমনো লেখা মাঝে মাঝে খোরাক যোগায় আর কি।
পোস্টে প্রথম লাইক ।
শুভকামনা জানবেন।
১৪ ই মে, ২০১৯ সকাল ১০:০১
আখ্যাত বলেছেন:
অনেক ধন্যবাদ পদাতিক
৫| ১৩ ই মে, ২০১৯ বিকাল ৫:১৮
নীল আকাশ বলেছেন: সব আমের আটি থেকে গাছ বের হয় না কারন কিছু আম পঁচা আর নষ্ট থাকে। যতই সার দিন না কেন কোনই লাভ হয় না। মন্তব্যগুলি পড়ার পর মনে হলো!
আমের ছবি সহ উদাহরণ ভালো লেগেছে।
ধন্যবাদ।
১৪ ই মে, ২০১৯ সকাল ১০:০৪
আখ্যাত বলেছেন:
আশা হারাতে নেই
৬| ১৩ ই মে, ২০১৯ বিকাল ৫:২৪
চাঁদগাজী বলেছেন:
আম-দার্শনিক?
১৪ ই মে, ২০১৯ সকাল ১০:০৪
আখ্যাত বলেছেন:
বিরল বিখ্যাতি
৭| ১৩ ই মে, ২০১৯ বিকাল ৫:৩৩
সাহিনুর বলেছেন: হাহ্হাহা ....
মাঝে মাঝে সাহিত্যিকের ফাঁকে এমন নিরব দন্ড যেন একটু আলাদা রকম ফুর্তি দিয়ে যাই ।
চাঁদগাজী এবং নীল আকাশ শুভ কামনা রইলো আপনাদের জন্য ।
১৪ ই মে, ২০১৯ সকাল ১০:০৫
আখ্যাত বলেছেন:
৩জনের জন্যই শুভ কামনা রলো
৮| ১৩ ই মে, ২০১৯ রাত ৯:১৪
রাজীব নুর বলেছেন: হা হা হা----
৯| ১৪ ই মে, ২০১৯ রাত ২:৫১
ওমেরা বলেছেন: সুন্দর উপমা ভাল লাগল ।
১০| ১৪ ই মে, ২০১৯ সকাল ৯:২৮
পবিত্র হোসাইন বলেছেন: অনেক সুন্দর পোস্ট
১১| ১৪ ই মে, ২০১৯ দুপুর ২:২৬
আর্কিওপটেরিক্স বলেছেন: উপমাময় লেখা....
১২| ১৪ ই মে, ২০১৯ দুপুর ২:৩৬
কানিজ রিনা বলেছেন: অনেক অর্থবহ পোষ্ট আন্তরিক ধন্যবাদ।
১৩| ১৪ ই মে, ২০১৯ রাত ৯:৫৫
মাহমুদুর রহমান বলেছেন: সূরা আল কিয়ামাহে মহান আল্লাহ্ বলেন,
মানুষ কি মনে করে যে আমরা কখনো তার হাড়গোড় একত্রিত করব না? হাঁ, আমরা তার আঙ্গুলগুলো পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম।
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৯ বিকাল ৪:০৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: গুরুতর চিন্তার বিষয়।