নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আখ্যাত

আমি একজন মন্দ মানুষ বলেই নিজেকে জানি। কারো দ্বিমত থাকলে সেটা তার উদারতা।

আখ্যাত › বিস্তারিত পোস্টঃ

অসমাপ্ত আত্মজীবনী

১৪ ই মে, ২০১৯ সকাল ১০:৩১


নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরি আমরা। এও এক ধরণের “আত্মজীবনী”। আত্মজীবনীর ক্ষুদ্র সংস্করণ। মানুষ আমাদের আত্মজীবনীগুলো সব অসমাপ্ত আত্মজীবনী। অসমাপ্ত (অপূর্ণাঙ্গ) হতে বাধ্য। কারণ আমাদের স্মৃতির সামর্থ্য সুসীমিত। আমরা দেখি আর ভুলি, শুনি আর ভুলি, পড়ি আর ভুলি, বলি আবার ভুলে যাই। জানতেও পারিনা, কী ভুলে গেলাম। বুঝতেও পারিনা কী হারালো স্মরণ থেকে।

আবার যা ভুলিনা, মনে থাকে, তাও সব লেখিনা। লজ্জায়, ভয়ে। সবকিছু লেখা উচিতও নয়। প্রজন্মের জন্য কল্যাণকর নয়, ক্ষতিকর, এমন কথা না লেখাই উচিৎ। কিন্তু আমরা লেখি। লোভে । ক্ষোভে। আবেগের বশে । হাততালি পাওয়ার নেশায়।

ভুলে যাওয়ার বিপরীত মনে থাকা। মন থাকে কোথায়? বুকে নাকি মাথায় ? বিজ্ঞানী আর কবি বুঝুক গিয়ে। মনের সব স্মৃতিই ভোলার মত। যারা বলে, “কোনদিন ভুলবনা.......চিরদিন মনে রাখব” ইত্যাদি, তারা ভুল বলে। মাথা আর বুকইতো চিরদিন থাকেনা।

মনের সব স্মৃতিই ভোলার মত। বিলীন হওয়ার মত। লিখে রাখা স্মৃতি একটু দেরিতে বিলীন হয়, এই আরকি। যে স্মৃতিচারণে কল্যাণ নেই, ক্ষতি আছে, তাকে অযথা দীর্ঘায়ু দেয়ার কী দরকার? উপকারী স্মৃতিগুলোই লেখা উচিত শুধু। আর ওই আপদগুলি স্মৃতি থেকে হারিয়ে গেলেই মঙ্গল।



আমাদের দলে যোগ দিন

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৯ সকাল ১০:৩৮

চাঁদগাজী বলেছেন:


পাইপের বিজ্ঞাপন দিলেন নাকি?

১৫ ই মে, ২০১৯ বিকাল ৫:২১

আখ্যাত বলেছেন:
আপনার বাবার আত্মজীবনীর পাণ্ডুলীপি আপনার হাতে এলে কী করবেন?
প্রত্যেকটি লাইনই কি নির্বিচারে ছেপে দেবেন? বাজারে ছেড়ে দেবেন?
প্রজন্মকে ধ্বংসের দিকে টেনে নেয়ার মত কোন অনুচ্ছেদ থাকলে সেগুলিও ছেপে দেবেন?

২| ১৪ ই মে, ২০১৯ দুপুর ১:৫৯

রাজীব নুর বলেছেন: ও আচ্ছা আচ্ছা।

৩| ১৪ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

মাহমুদুর রহমান বলেছেন: আমি কোন কিছু মনে রাখতে পারি না।হঠাত মনে আসা কথা হঠাতই ভুলে যাই।

১৫ ই মে, ২০১৯ বিকাল ৫:২৩

আখ্যাত বলেছেন:
আমরা সবাইই এমন
মানুষের আমাদের মগজ ক্ষুদ্রই হয়ে থাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.