নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আখ্যাত

আমি একজন মন্দ মানুষ বলেই নিজেকে জানি। কারো দ্বিমত থাকলে সেটা তার উদারতা।

আখ্যাত › বিস্তারিত পোস্টঃ

সতালো ছেলে মার খেয়েছে, এতো খুশির খবর

২৭ শে মে, ২০১৯ বিকাল ৩:০৯

প্রাসঙ্গিক বিবেচনায় পুরোনো লেখাটি আবার পোস্ট করা হচ্ছে।

সতালো ছেলে নুরুল হক


মাগো ভাবনা কেন
আমারা তোমার শক্তিশালী সোনার ছেলে
তুমি অস্ত্র দিলেই শত্রু খতম করতে জানি
তোমার ভয় নেই মা আমরা
চাপাতি ধরতে জানি

আমরা হারবোনা হারবোনা
দখল করা একটা সিটও ছাড়বোনা
আমরা হলে হলে অস্ত্রের আগার গড়তে জানি
তোমার ভয় নেই মা আমরা
রাজাকার মারতে জানি

আমরা মানবোনা মানবোনা
ভিপি নুরের একটা কথাও শুনবোনা
আমরা নুরুল হকের পাছায় লাথি মারতে জানি
তোমার ভয় নেই মা আমরা
ডিমাঘাত করতে জানি

আমরা বিরোধিতা সইবোনা
ছাত্রী হলের ভিপি হলেও ছাড়বোনা
তোমার আশীর্বাদে চুলের গোছা ধরতে জানি
তোমার ভয় নেই মা আমরা
কিনখা বলতে জানি

আমরা ছাড়বোনা ছাড়বোনা
লীগবিরোধী লোক এদেশে রাখবোনা
তোমার হুকুম পেলেই বৈঠা লগী ধরতে জানি
তোমার ভয় নেই মা আমরা
পিটিয়ে মারতে জানি

আমরা প্রতিবাদ সইবোনা
শাড়ি চুড়ি গয়না পরে রইবোনা
তোমার এক হুকুমেই রাজপথে লাশ ফেলতে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিরোধ করতে জানি

আমাদের দলে যোগ দিন

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৯ বিকাল ৪:০৬

চাঁদগাজী বলেছেন:



ডাকসুর কাজ হলো ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের সাহায্য করার জন্য, তাদের অধিকার রক্ষার জন্য কত্তৃপক্ষের সাথে কাজ করা; এটাকে অতীতে রাজনৈতিক প্লাটফর্ম হিসেবে ব্যবহার করে অন্যায় করেছে ছাত্ররা; এখন ২০/৩০ বছর পর, আবার উহাকে যারা রাজৈতিক প্লাটফর্ম হিসেবে ব্যবহার করছে, তাদেকে পিটায়ে পংগু করার দরকার।

নুরুকে বগুড়ায় পংগু করার দরকার ছিলো।

২| ২৭ শে মে, ২০১৯ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:



আপনার মতে, ডাকসুর কাজ কি? নুরুর দা্যিত্ব কি হওয়া উচিত?

৩| ২৭ শে মে, ২০১৯ বিকাল ৫:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মারামারি আমার একদম পছন্দ না। সবাই কেন ভদ্র হয়না।

৪| ২৭ শে মে, ২০১৯ বিকাল ৫:১৪

অক্পটে বলেছেন: হাসিনাও চেয়েছিল নূরুকে পঙ্গু করা হোক। কিন্তু নূরু এবারো বেঁচে গেল। অবশ্য অদূর ভবিষ্যতে এই একলা নূরুর রক্ষা নেই। কারণ ছাত্রলীগকে ঠেকায় এমন বুকের পাঠা আছে কার। যাদের সন্ত্রাস করার সমস্ত রকম লাইসেন্স দেয়া আছে। সমস্ত প্রশাসন ছাত্রলীগের পায়ের তলার ময়লারও যোগ্যতা রাখেনা। এটার প্রমাণ অলরেডি প্রশাসন দিয়ে দিয়েছে বহু বহুবার। এখন আমরা বুঝতে শিখেছি আমাদের তথাকথিত প্রশাসন কি ধরণের উদ্বেগ নিয়ে কাজ করে যাচ্ছে। বাঘের থাবায় নখ নেই, মুখে দাঁত নেই। মরা অস্ফুট গর্জন, এখন শুধু চো চো করলেই লেজ নামিয়ে বাঘ পিছে পিছে ঘুড়ে। বাঙ্গালী জাতি মাথা নোয়াবার নয় জেনেছিলাম এতদিন। কিন্তু হাসিনার নব গণতন্ত্রের এই উপচেপড়া যৌবনে সবাইকে যখন পাপ্পু বানিয়ে রাখা হয়েছে তখন একজন নূরু দিয়ে আমরা কতদূর এগুতে পারব। আমাদের ত অনেক নূরু দরকার। এত্ব কীট পরিস্কার করার দায়িত্বতো একা নূরুর নয়, আমাদেরও।

সেই গোত্রের চাঁদগাজী তার স্ব গোত্রের সমর্থনে শেষের কবিতাটি (লাইনটি) বলে রেখেছেন।

৫| ২৭ শে মে, ২০১৯ বিকাল ৫:১৯

অক্পটে বলেছেন: উজ্জিবনী গানের সাথে কবিতাটির ছন্দমিল করে আপনার প্রতিবাদকে সালাম। খুব ভালো লিখেেছেন।

৬| ২৭ শে মে, ২০১৯ বিকাল ৫:২৬

চাঁদগাজী বলেছেন:


@অক্পটে,

আপনার মতে, ডাকসুর কাজ কি? নুরুর দা্যিত্ব কি হওয়া উচিত?

আমেরিকার সব ইউনিভার্সিটিতে "স্টুডেন্ট বডি" বা এই ধরণের নাম নিয়ে, ডাকসুর মতো প্রতিষ্ঠান আছে; তারা কি করছে দেখেন গিয়ে; আপনার শিবির মাথার মগজ তখন কাজ করবে।

৭| ২৭ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

অক্পটে বলেছেন: @চাঁদগাজী,
নর্দমার কীটগুলো কি নূরুকে তার কাজ করতে দিচ্ছে। আর ভার্সিটিতে যে সেবাদাস গুলো সরকারের গু খায় ওদের সাথে হাত মেলালে কী হবে। চোখ থেকে চশমা খুলেন। ছাত্র রাজনীতির চরম বিরোধীকেও শিবির বলতে ছাড়লেননা। আপনাদের মতো দলান্ধরাই তা দিয়ে দিয়ে ছাত্রদের ছাত্রত্ব এখন সন্ত্রাসে পরিণত করেছে। যে কোন কিছুর সাথে রাজাকার-শিবির বলা এটা হলো গলাবাজ আ.লীগের জাতের দোষ। রাজাকার-শিবির নিষিদ্ধ করেননা কেনো। ব্যবসা বন্ধ হয়ে যাবে সেই ভয়?

৮| ২৭ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: উস্কানিমূলক পোস্ট!!!


এই লেখককে ব্যান করা হোক

৯| ২৭ শে মে, ২০১৯ রাত ৮:৫৫

চাঁদগাজী বলেছেন:


@অক্পটে ,

নুরু মুক্তিযোদ্ধাদের কোটার কথা বলে, মুক্তিযোদ্ধাদের অপমান করেছে; ঐ পিগমী আবার কিসের কাজ করবে? ওকে পিটানো সঠিক হয়েছে, আরো পিটানোর দরকার।

১০| ২৭ শে মে, ২০১৯ রাত ৯:২১

রাজীব নুর বলেছেন: চরম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.