নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আখ্যাত

আমি একজন মন্দ মানুষ বলেই নিজেকে জানি। কারো দ্বিমত থাকলে সেটা তার উদারতা।

আখ্যাত › বিস্তারিত পোস্টঃ

মাতালে মাতালে সয়লাব দেশ

১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:১৩



খুন্ধর্ষণ শিল্পের বৈপ্লবিক উন্নয়নে পূর্ববাংলা রোল মডেল। “সারা বিশ্বের বিশ্বয় তুমি তাher অহঙ্কার” । কিন্তু ঐতিহাসিক এই শিল্পবিপ্লবে তেমন কোন অবদানই রাখতে পারেনি ধর্মান্ধ পরাজিত শক্তি। ওরা চরম গোঁড়ামী ও রক্ষণশীলতার সাথে ধর্মীয় কুসংস্কারগুলোকে আঁকড়ে ধরে পড়ে থাকে। নারী ধর্ষণ দূরে থাক, নারী দর্শনের প্রতিও সীমাহীন অনাগ্রহ ওদের । ওরা মাটির দিকে চেয়ে চেয়ে পথ চলার নীতিতে বিশ্বাসী। অদম্য তারুন্যকে পেছনের দিক থেকে টেনে ধরাই ওদের কাজ।

অতি রক্ষণশীলতায় মুড়িয়ে রাখা গয়না


স্বাধীনচেতা, উদারচেতা, আবেদনময়ী ডালিম


বিনোদনসচেতন আমোদিত দর্ষক


নারীদেহের ভাঁজে ভাঁজে বিদ্যমান অফুরন্ত প্রতিভার প্রতি যার অনুরাগ নেই, সেতো অযোগ্য অসভ্য, মৌলবাদী জঙ্গী। সমাজবিচ্যুত রুচিহীন রসবোধহীন নিরস নিরামিশ ধর্মান্ধ। আমাদের সংস্কৃতির শত্রু। মূলধারা থেকে ছিটকে পড়া সামাজিক সংখ্যালঘু। নারীদেহ দর্শনের আগ্রহ উদ্দীপনা যার নেই, নারী ধর্ষণের যোগ্যতাও তার নেই।
.
ধর্ষণ কে এক মহাভারত অন্যায় কাজ মনে করা হত অজ্ঞতার যুগে। সেই অন্ধকার যুগ শেষ। এখন বেশ্যায়নের যুগ। আলোকিত এ যুগের বিনোদনপ্রিয় সচেতন ধর্ষকসমাজ সাহসিকতার সাথে সম্পাদন করে যাচ্ছেন সৃজনশীল এই মহা কাজ।
.
ধর্ষিতা হওয়ার সাহসতো দূরের কথা, দর্শিতা-প্রদর্শিতা হওয়ার সামান্য আগ্রহটুকুও রাখতনা অজ্ঞতার যুগের সেকেলে নারীরা। পরপুরুষের স্পর্শ থেকে দূরে থাকতে পারাটাকেই জীবনের মহাসাফল্য মনে করত ওরা। “কোথাও কেউ ধর্ষিতা হয়েছে” শুনলে “জাত গেল, জাত গেল” বলে হাহাকার শুরু করত পুরো সমাজ। কিন্তু সময় বদলে গেছে।
.
এযুগের সাহসী নারীরা স্বাধীনতাবিরোধী ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে করে আজ সুস্বাধীন অপরাজিতা। নিত্ব নতুন ভঙ্গিতে দর্শকসাধারণ্যে নিজেকে মেলে ধরছেন তারা। লাস্যময়ী হাস্যময়ী, আনন্দময়ী আবেদনময়ী রূপে নিজেকে তুলে ধরছেন, খুলে ধরছেন তারা। নিত্ব নতুন কৌশলে দর্শনপ্রিয় ধর্ষকমণ্ডলির অকাতর করতালি অর্জন করছেন, কাড়ি কাড়ি টাকা উপার্জন করছেন তারা। নিত্ব নতুন উপলক্ষ তৈরি করে দর্শিতা-প্রদর্শিতা হওয়ার প্রাণপাত প্রতিযোগিতায় মেতে উঠেছেন তারা।
.
তারা নিজেরা মাতেন, মঞ্চ মাতান। দর্শক মাতান, ধর্ষক মাতান। মাতাল দর্শক, মাতাল ধর্ষক। মাতালে মাতালে সয়লাব দেশ। সড়কে মাতাল, অফিসে মাতাল। বাড়িতে মাতাল, গাড়িতে মাতাল। থানায় মাতাল, খানায় মাতাল। মাতালে মাতালে ভরপুর চারিদিক।
.
এরই স্বাভাবিক সুফল নিত্ব নতুন সুখপাঠ্য সংবাদ। রেকর্ড ভেঙে রেকর্ড গড়ছে হাজারো নিত্ব নতুন হতভাগিনীর নাম।

আমাদের দলে যোগ দিন

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:২৬

হাসান কালবৈশাখী বলেছেন:
জঘন্য ব্লগিং ..

১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৪২

আখ্যাত বলেছেন:
আপনার ব্লগিং শুভ হোক!

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪০

চাঁদগাজী বলেছেন:



মোল্লা শফি সাহেবের দুর্বল ভক্ত? নারীর পেট হয়ে বিশ্ব এসেছেন, নাকি মাটি থেকে সোজাসুজী তৈরি?

সমাজ যেদিকে যাচ্ছে, নারীকে সেটার সাথে যেতে হচ্ছে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:২৯

আখ্যাত বলেছেন:
মোলা শফি আর এই ভদ্র মহিলা মুসলিম সম্প্রদায়ের লোক।
মুসলিমরা মনে করে কুরআনই সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য গ্রন্থ।
কুরআনের ভাষ্যমতে, আল্লাহ মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন।
তবে সোজাসুজি নয়, অনেকগুলি ধাপ অতিক্রম করে।
আমরা জানি কাঁচ তৈরি হয় বালু থেকে।
কিন্তু বালুর স্তুপের ভেতরে কেউ কাঁচের টুকরা খোঁজে নাকি?
//
আমিও একমত, নারীকে সেটার সাথেই যেতে হচ্ছে।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:০৩

রাজীব নুর বলেছেন: ইঁদুর খাচ্ছে ধান, ইঁদুরকে খাচ্ছে সাপ, সাপকে খাচ্ছে ময়ূর, মারছে বেজি, বেজিকে শেষ করে দিচ্ছে ঈগল। ঘাস পাতা খাচ্ছে খরগোশ, তাদের খাচ্ছে চিতা বাঘ। বাঘ-সিংহ'র মারা পশুর অবশিষ্টাংশ খাচ্ছে শকুন, হায়েনা সহ নানা রকম পাখি।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:১৮

আখ্যাত বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.