![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের প্রতিটি শব্দ যেন রুচিশীলতার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। আমাদের বাক্যগুলো যেন বাছাইকৃত হয়। আমাদের Status গুলো যেন সুচিন্তিত হয়। কারণ, এর মাধ্যমে আমাদের ব্যক্তিত্বের Status প্রতিদিন পুনঃনির্ধারিত হয়।
মানুষ আমাদের মনে নানা জাতের চিন্তার ঘোরা ফেরা থাকতেই পারে। আমরা যত্ন নেব শুধু সুচিন্তাদের। কুচিন্তাদেরকে মোটেই শক্তিশালী হতে দেব না। কারারুদ্ধ করে রাখব মনের দুর্গম নির্জন কোণে। অনাহারে অনাদরে ওখানেই মরে যাক তিল তিল করে।
চিন্তার বীজ থেকেই অঙ্কুরিত হয় কাজের চারা গাছ। অনেক ফুলগাছ দিয়ে সাজানো বাগানটি ফুলবাগান।
অনেক অনেক কুল গাছ লাগানো বাগানটি কুলবাগান। আমাদের কাজই আসলে আমাদেরকে বড়-ছোট করে।
স্রোতের গতিপথ পালটে দেয়ার অবিচল প্রত্যয়ে একদিন যাদের চোয়াল বার বার শক্ত হয়ে উঠতো, আজকাল তাদেরকেও হেসে হেসে ভেসে বেড়াতে দেখি। একবার যোয়ারের চাপে উত্তরে, একবার ভাটিকার টানে দক্ষিণে।
প্রতিটি মুহূর্তই জীবনের একাংশ। জীবন খরচ করে যা কিছু করা হবে, তার মূল্য থাকতেই হবে।
জীবনটা খুবই ছোট। ক্ষুদ্র রীতিমত। জীবনের দ্বিতীয়ার্ধে যে আমাদের অবস্থান, তাওতো নিশ্চিত। অতীতের যে কোন সময়ের তুলনায় বেশি কাছে আমাদের মৃত্যুর তারিখ। কাউন্টডাউনের সচল ঘড়িটি অদৃশ্য পড়ে আছে কাছেই কোথাও।
আমাদের দলে যোগ দিন
২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:০৭
আখ্যাত বলেছেন: চমৎকার মন আপনার
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:১৬
চাঁদগাজী বলেছেন:
বাক্য রচনা লেখা শিখছেন; সামনে পরীক্ষা?
২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:০৮
আখ্যাত বলেছেন:
বাক্যবহুল মন আপনার
আপনকে অনেক অনেক সালাম
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:৪৯
হাফিজ বিন শামসী বলেছেন: ভাল কল্পনা।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:০৯
আখ্যাত বলেছেন:
ভাল মনের মানুষ আপনি
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:২৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাহ্
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:০৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর একটি পোষ্ট।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:১০
আখ্যাত বলেছেন:
আপনার মনটি সহজ সরল
আগামী দিনগুলো আপনার শুভ হোক
৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৪০
বিজন রয় বলেছেন: তৈরী হলাম।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:১০
আখ্যাত বলেছেন:
হ্যান্ডশেক
৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪১
শুভ্রনীল শুভ্রা বলেছেন: সুন্দর ভাবনা !
৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৫৮
করুণাধারা বলেছেন: গভীর ভাবনার খোরাক।
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:৫৭
ইসিয়াক বলেছেন: দারুণ । এককথায় চমৎকার।
প্রিয়তে রাখলাম । পড়বো মাঝেমাঝে আর নিজের ভুলগুলো শুধরে নেব।