![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্মমতেঃ
১. স্ত্রীকে স্বামী দেনমোহর দিতে বাধ্য৷ তবে স্ত্রীর কাছ থেকে যৌতুক আদায় নিষিদ্ধ৷
২. স্বামী স্ত্রীর অভিভাবক৷
৩. স্বামী শ্রদ্ধেয় বন্ধু আর স্ত্রী স্নেহাষ্পদ বন্ধু৷
৪. স্ত্রী এবং আগত অনাগত সকল সন্তানের সকল ব্যয়ভার বহন করতে স্বামী বাধ্য৷ স্ত্রী বাধ্য নয়৷
:
:
আইনমতেঃ
১. স্ত্রীকে স্বামী দেনমোহর দিতে বাধ্য৷ তবে স্ত্রীর কাছ থেকে যৌতুক গ্রহণ নিন্দনীয়৷ নিষিদ্ধ৷
২. স্ত্রী এবং স্বামীর মর্যাদা সমান৷ কেউ কারো অভিভাবক নন৷ দু’জন দু’জনের বন্ধু।
৩. স্বামী শ্রদ্ধেয় নন, ভালবাসার পাত্র৷ স্ত্রীও ভালবাসার পাত্র, স্নেহের পাত্র নন৷
৪. স্ত্রী এবং আগত অনাগত সকল সন্তানের সকল ব্যয়ভার বহন করতে স্বামী বাধ্য৷ স্ত্রী বাধ্য নন৷
ধর্ম পুরুষকে যে নেতৃত্ব কর্তৃত্ব দিতে চায়, আইন তা কেড়ে নিতে চায়৷ তবে ধর্ম পুরুষের মাথায় যে দায়িত্ব কর্তব্য অর্পণ করেছে, আইন তা ঠিকই বহাল রেখেছে৷
পুরুষের নেতৃত্বকর্তৃত্ব এবং দায়িত্বকর্তব্যের মাঝে ধর্ম যে ভারসাম্যটি প্রতিষ্ঠিত করতে চায়, আইন তাকে ভেঙে দিয়েছে৷
ধর্ম নারীর উপর যে দায়িত্ব কর্তব্য আর্পণ করতে চায়, আইন তা তুলে দিতে চায়৷ তবে ধর্ম নারীকে যে অধিকার ও সুযোগসুবিধা দিয়েছে, আইন তা শুধু বহালই রাখেনি, তার সাথে আরো অনেক কিছু যোগ করেছে৷
নারীর সুযোগসুবিধা এবং দায়িত্বকর্তব্যের মাঝে ধর্ম যে ভারসাম্যটি নিশ্চিত করতে চায়, আইন তাকে ক্ষতিগ্রস্ত করেছে৷
সুবিবেচক, সুবিচারক এবং যুক্তিবাদী আইনসাহেব ২টি নীতির যেকোন ১টি নীতি অবলম্বন না করা "কেন অবৈধ হবেনা"?
এক. মৌলবাদী নীতি:
ধর্মের দেয়া দায়িত্বকর্তব্য, নেতৃত্বকর্তৃত্ব এবং সুযোগসুবিধাকে ভালো মনে মেনে নেয়া৷ ধর্মের সুবিচারপূর্ণ ভারসাম্যকে প্রতিষ্ঠিত করা এবং সুপ্রতিষ্ঠিত রাখা৷
দুই. যুক্তিবাদী নীতিঃ
অধিকার ও সুযোগসুবিধার ব্যাপারে আইন যেমন নারীপুরুষের শতভাগ সমতার কথা বলে, জবাবদিহিতা ও দায়িত্বকর্তব্যের ব্যাপারেও তেমন নারীপুরুষের শতভাগ সমতা প্রতিষ্ঠা করা।
আমাদের দলে যোগ দিন
২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৩
আখ্যাত বলেছেন:
আছেতো অবশ্যই।
আপনি আর আমি তো একই দলের সদস্য।
আপনার সদস্য পদের বয়স ৯ বছর ৯ মাস।
আর আমার ১০ মাস ২ সপ্তাহ।
আপনি অনেক সিনিঅর।
আমি জুনিয়র।
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৫
জটিল ভাই বলেছেন: আমাদের নেই দল,
আছে শুধু কোন্দল
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪০
জগতারন বলেছেন:
ভালো পোষ্ট।
ব্লগার আখ্যাত -এর সুভেচ্চছা জানাইতেছি।
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:২১
মানতাশা বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++
আপনি কোন দলে ?
++++++++++++++++++++++++++++++++++++++++
৫| ০১ লা অক্টোবর, ২০১৯ ভোর ৪:০২
কবি হাফেজ আহমেদ বলেছেন: কোন্দলে নাই। কবিতার দলে। শ্বাশত সত্যের দলে।
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:২২
রাজীব নুর বলেছেন: আমার কোনো দল নেই।