![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাতীয় সংসদ নির্যাতন সম্পূর্ণ সুষ্ঠু ও সফল হয়েছে। জনগণ সম্পূর্ণ স্বাধীন ভাবে ভোট দিয়েছে। ফলে মুক্তিযুদ্ধের পক্ষশক্তি বিপুলভাবে জিতে গেছে। ভোটচুরি বা ভোড্ডাকাতির মত কিছু যদি হতই, তাহলে স্বাধীনতাবিরধীদের ডাকে জনগণ রাস্তায় নেমে আসতো এবং আমরা ক্ষমতায় থাকতে পারতাম না।
পাকিস্তানের সেনারা তথা সরকার সে দেশের পূর্বাংশের নিরীহ মানুষের উপর অন্যায় আচরণ করেছিল। ফলে তাদের পতন হয়েছিল। আমাদের সেনারা তথা সরকার কাশ্মীরে অন্যায় কোন কিছু করেনি। যদি করত, তাহলে বিচ্ছিন্নতাবাদীদের ডাকে জনগণ নেমে আসত এবং আমরা সেখানে টিকতে পারতাম না।
মিশরের মৌলবাদীগোষ্ঠী (ব্রাদারহুড)খারাপ খারাপ কাজ শুরু করেছিল। ফলে ক্ষমতায় থাকতে পারেনি। মিয়ানমারের সেনারা তথা সরকার তাদের রোহিঙ্গাদের সাথে খারাপ কোন কিছুই করেনি। যদি করত, বিচ্ছিন্ততাবাদীগুলো পালিয়ে না এসে গণআন্দলন গড়ে তুলত এবং দেশরত্ন সূচী ক্ষমতায় থাকতে পারত না।
পূর্ববাংলার গরুচোরদেকে পাখির মত শিকার করা BSF এর রুটিনওয়ার্কেরই অংশ। এতে অন্যায়ের কিছু নেই। যদি থাকত, তাহলে সে রাজ্যের বিচ্ছিন্ততাবাদীদের ডাকে গণআন্দলন শুরু হত এবং BSF এই কাজ যুগ যুগ ধরে চালিয়ে আসতে পারত না।
ফারাক্কা, তিস্তা, টিপাইমুখ প্রভৃতি আমাদের অভ্যন্তরীন বিষয়। এ নিয়ে কোন কথা বলার এখতিয়ার আর কারো নেই। ফারাক্কা যদি অন্যায় কিছুই হত, তাহলে স্বাধীনতাবিরধীদের ডাকে জনতা ঐক্যবদ্ধ হত। গণআন্দলন গড়ে উঠত এবং ফারাক্কা বাঁধ নিজের জায়গায় যুগ যুগ ধরে টিকে থাকতে পারত না।
আমাদের দলে যোগ দিন
২| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৫
চাঁদগাজী বলেছেন:
গত নির্বাচনে, বিএনপি'র প্রার্থীরা কোনভাবে আওয়ামী লীগের প্রার্থী থেকে আলাদা ছিলেন না, বা দক্ষও ছিলেন না; ফলে, তারা আসলে কিছু বদলাতো না; অকারণে, হরতাল মরতাল দিতো, এর থেকে বেশী কিছু না।
৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৭
রাজীব নুর বলেছেন: হাসি দিতে মন চায়। কিন্তু বুকের ভেতর থেকে হাসি আসে না। আলগা হাসি হাতে ইচ্ছা করে না।
৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৬
সুপারডুপার বলেছেন: জোর যার মুল্লুক তার। জেতা পার্টি হচ্ছে 'বীর', হারা পার্টি হচ্ছে 'সন্ত্রাসী'। এই ভাবেই তো ইতিহাস লেখা হয়ে আসছে।
হাসুন, প্রাণ খুলে হাসুন !!! হাসিখুশি থাকা দেহমনের জন্যে উপকারী।
৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ৮:০২
পদাতিক চৌধুরি বলেছেন: প্রথম লাইনটা,
জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু ও সফল হয়েছে। লিখতে চেয়েছিলাম কিনা মনে হল। খুব সিরিয়াস লাগলো আপনার পোস্টটি।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ১০:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: শাস্ত্র বলে চোরের মায়ের গলা বড়ই হয়

হাসু স্বাস্থ্যের জন্য ভাল
তাই হাসুন!
কমেডিতে হাসুন
রাজনৈতিক অর্বচীনতায় হাসুন
মিথ্যাচারিতার প্রতিবাদহীনতায় হাসুন
নূন্যতম প্রতিবাদ হেসেবও হাসুন
কারণ হাসি এখনো ট্যাক্স মুক্ত