নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আখ্যাত

আমি একজন মন্দ মানুষ বলেই নিজেকে জানি। কারো দ্বিমত থাকলে সেটা তার উদারতা।

আখ্যাত › বিস্তারিত পোস্টঃ

খবর দুই প্রকারের হয়

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫৩


আজকের দুর্বল শিশুটিই আগামী দিনের শক্তিধর মহাপরিচালক। আজকের ঘটনাগুলির অংশবিশেষ আগামী দিনের ইতিহাসগ্রন্থের পৃষ্ঠা। আজকের খবরগুলির অংশবিশেষ আগামী দিনের ইতিহাসের অংশ।

খবর বা সংবাদ দুই প্রকার-
এক. অপখবর বা অপসংবাদ
সংবাদ রটানোর কোন অধিকার রাখেনা পরাজিত শক্তি। তবুও ওরা খবর ছড়ায়।

• নির্বাচন শুষ্ঠু হয়নি, কারচুপি হয়েছে,
• সরকার সামু সহ সকল গণমাধ্যমের গলা টিপে ধরেছে,
• জনগণের সাভাবিক শ্বাস-প্রশ্বাসের উপরও কঠোর নিযন্ত্রণ আরোপ করেছে,
• শাপলা চত্তরে বহু মুসলমানকে নির্মমভাবে শহীদ করা হয়েছে,
• মুসলমানদের কলিজায় আঘাত করে ফেসবুকে পোস্ট দেয়া হয়েছে,
• প্রতিবাদকারী মুসলমানদেরকে আহত-নিহত করা হয়েছে ইত্যাদি ইত্যাদি।।
গণতন্ত্রের পরিভাষায় এগুলিকে অপখবর বলা হয়। অপপ্রচার বা গুজবও বলা হয়।


দুই. সঠিক্ষবর বা সত্যসংবাদ
সংবাদ পরিবেশনের অধিকার রাখে শুধু বিজয়ী শক্তি। বিজয়ী শক্তিই বলবে যা বলার। তাঁদের বলা কথাগুলোই গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য। মুদ্রনযোগ্য ও প্রকাশযোগ্য।

• নির্বাচন স্বাধীনভাবে হয়েছে, উৎসবমুখর হয়েছে, সুষ্ঠু ও সুন্দর হয়েছে,
• সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাসী। তা না হলে সামুর মত অপপ্রচারকারীদের নাম নিশানাও নিশ্চিহ্ন হয়ে যেত।
• শাপলা চত্তরে কোন হতাহতের ঘটনা ঘটেনি, মোল্লারা গায়ে রঙ মেখে মরার অভিনয় করেছিল, পুলিশের ভয়ে পরে লেঙ্গুর গুটিয়ে পালিয়েছিল।
• হিন্দু ছেলের আইডি হ্যাক করে মুসলমানরা অপপ্রচার চালিয়েছে।
• প্রতিবাদের নামে তারা সরকার পতনের সড়যন্ত্র করছে ইত্যাদি।
গণতান্ত্রিক পরিভাষায় এগুলিকে বলা হয় সত্যসংবাদ বা সঠিক্ষবর।


গায়ে রং মেখে অভিনয়রত পরাজিত অপশক্তি

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:০০

রাজীব নুর বলেছেন: আমি একটা তাজা খবর দেই, সমস্ত বাংলাদেশে সামু ওপেন হয়ে গেছে।

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:০২

আখ্যাত বলেছেন:
খুশির খবর ব্রাদার
আপনাকে ধন্যবাদ খবরটি দেয়ার জন্য

২| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:০১

মনির হোসেন মমি বলেছেন: দারুণ উপস্থাপণা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.