![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাস্তার পাশে বসে এক লোক কাঁদছে৷ কেঁদে কেঁদে দুঃখের কত কথা বলছে! কখনো বিলাপ, কখনো অভিসাপ৷ কখনো পথিকের নজর কেড়ে মনের কথা বলছে, আবেদন পেশ করছে৷
থমকে দাঁড়ায় পথিক৷ সব কথা শুনে বলে, "আপনার কান্নার সুরটা বড় মায়াবি৷ কথার উচ্চারণ, ভাষার মান অনেক উচু ৷"
সহসা কান্না ছেড়ে হেসে ওঠে সেই লোক৷ প্রশংসার প্রশান্তিতে ভুলে যায় সব দুখ্৷ আরো বেশি প্রশংসার আশায় আরো সুমধুর সুরে কাদাঁ শুরু করে সে৷
.
ভুয়া ভিত্তিহীন বানোয়াট উদ্দেশ্যপ্রণদিত গল্পটি শেষ৷ এবার সত্যি গল্প৷
.
জ্বালাময়ী এক পোস্ট দেয় এক লোক৷ লিখনীর বাঁকে বাঁকে অশ্রুর ছাপ৷ কোথাও তীব্র প্রতিবাদ, কোথাও পাঠকের প্রতি আবেদনময় আবেদন৷
পোস্টের পাঠক পোস্টটি পড়েন৷ সবটুকু পড়ার পর কমেন্ট করেন, “লেখাটি চমৎকার, উপভোগ্য, খুব উচু মানের হয়েছে।”
বিজ্ঞ পোস্টকর্তার মনের কান্না, প্রতিবাদ, আবেদন নিমেষেই নেই৷ আছে লাইক্কমেন্ট পাওয়ার পরম আনন্দ৷ কমেন্টকর্তাকে "অনেক অনেক থ্যাংস" দিয়ে আরো চমৎকার স্ট্যাটাস লেখা শুরু করে সে৷
২| ২৫ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫২
রাজীব নুর বলেছেন: প্রচন্ড অভিমানের পর তীব্র ভালোবাসাটুকু ক'জন পায় বল?
যে পায় সে ভাগ্যবান বটে!!
৩| ২৫ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:২৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: চপেটাঘাত!
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:১৪
মা.হাসান বলেছেন: যে থাপ্পড় মারিলেন, ব্যথা অনেক ক্ষণ রইয়া যাইবে।