![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলা একাডেমির অভিধানে শহীদ এবং জিহাদ এর সঠিক সংজ্ঞা পাওয়া গেলেও জিহাদী বই এর প্রতিশব্দ পাওয়া যায়না৷ জিহাদীবইয়ের আভিধানিক অর্থটি যতদিন পাওয়া না যায়, ততদিনের জন্য এর ব্যবহারিক অর্থটি জেনে রাখুন, জিহাদীবই = ইসলামীবই৷ তাতে জিহাদ এর কোন আলোচনা থাকুক, না থাকুক৷
“প্রধানমন্ত্রী” সহ সকল মুসলমানের নিত্বপাঠ্য বইটিতে জিহাদ নিয়ে অনেক কথাবার্তা লেখা আছে৷ তাদের বিশ্বাস পৃথিবীর সেরা বই এটি৷
কারণ, বইটির রচয়িতা চ্যালেঞ্জ করে বলেছেন, এতে কোন ভুল নেই, কোন মিথ্যা নেই৷ কেউ যদি কোন ভুল বের করতে পারে, সে যেন বের করে দেখায়৷ এটিই সবচাইতে নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য ইসলামীবই (জিহাদীবই)৷
“প্রধানমন্ত্রী”র মত আপনাদেরকেও ইসলামী বই পড়তে হবে৷ প্রচুর৷ প্রতিদিন৷ নিজেদের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য৷
পাশাপাশি শীবনাথ, দেবনাথ, ধীরেন্দ্রনাথ, সুরেন্দ্রনাথদেরকে বুঝাতে হবে, "ভাই, জিহাদী বইয়ে ভয়ের কিছু নেই৷ তোমরাও পড়ে দেখতে পারো৷ দেখো তোমাদেরও অধিকারের কথা কত সুন্দর করে লেখা আছে জিহাদী (ইসলামী) বইতে৷
২| ২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩২
আখ্যাত বলেছেন:
শুভ সকাল ব্রাদার
ঠিক, একটা বই পড়লে হবেনা
প্রচুর বই পড়তে হবে।
৩| ২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫৫
জুনায়েদ বি রাহমান বলেছেন:
জিহাদ সম্পর্কে অন্যান্য ধর্মের মানুষ ভুল জানে, আমরাও অনেকে (মুসলমান) সঠিক জানি না বা বুঝি না।
২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪২
আখ্যাত বলেছেন:
ঠিক বলেছের জুনয়েদ ভাই
বাঁচতে হলে জানতে হবে
৪| ২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪৫
নির্ঝর রাজু বলেছেন: এটা বাংলাদেশ প্রশাসনের স্টুপিডমার্কা কর্মকাণ্ড। কাউকে ফাসাতে চাইলেই ইসলামি বই সমুহকে জিহাদি বই আর মানুষটাকে জংগি ট্যাগ দিয়ে দ্যায়। কিন্তু কখনোই প্রকাশ করেনা জিহাদি বই বলতে তারা কি বুঝায় বা কি উদ্ধার করে। যতসব অসভ্য আর অথর্বের দল।
২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৬
আখ্যাত বলেছেন:
বাংলা একাডেমির উচিত জীহাদীবইয়ের সংজ্ঞা দাঁড় করানো
৫| ২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০১
সাইন বোর্ড বলেছেন: জ্ঞান চর্চায় বই পড়ার কোন তুলনা নাই, তবে পড়ার সময় ক্যামেরা অফ রাখতে হবে ।
২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৭
আখ্যাত বলেছেন:
পড়ার বিকল্প নেই ভাই/বোন সাইনবোর্ড
৬| ২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৫
জাহিদ হাসান বলেছেন: কুরআনে যে জিহাদের কথা বলা আছে তার অর্থ ধর্মযুদ্ধ নয়। এর অর্থ কোন কিছুর জন্য চেষ্টা করা।
কুরআনের একেক জায়গায় জিহাদ শব্দটি একেক অর্থে এসেছে। কোথাও এর অর্থ চেষ্টা করা, কোথাও আত্নরক্ষা আবার কোথাও শাস্তিস্বরুপ এসেছে। কুরআন কখনও বলেনি জোর করে ইসলাম প্রচার কর। ব্যাপারটা ভালো করে বুঝতে হবে।
২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৮
আখ্যাত বলেছেন:
ধন্যবাদ জাহিদ ভাই
অনেক কিছু জানলাম
৭| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৪১
নাহিদ০৯ বলেছেন: প্রচুর পড়তে হবে। পড়ার কোন শর্টকাট নাই। আমি তো সবরকমের বই ই পড়ি। ঠোঙা পড়ার ও অভ্যেস আছে।
২৯ শে অক্টোবর, ২০১৯ ভোর ৬:৩৫
আখ্যাত বলেছেন:
ভাই নাহিদ নাইনের অভ্যেসের সাথে আমার অভ্যেসের মিল আছে
খুব ভাল লাগল
৮| ২৯ শে অক্টোবর, ২০১৯ ভোর ৬:৩৫
হাসান কালবৈশাখী বলেছেন:
ধরাপড়া একজন যেহাদি জংগীর কাছে সাধারণ ছাগল কাটা,মুরগী ছোলা ছুরি থাকলে ইহা মারাত্নক প্রানঘাতি অস্ত্র হিসেবে গন্য হয়। সাধারণ ইসলামি বই থাকলেও ইহা যেহাদি বই হিসেবে গন্য হয়।
এসব জিনিস অন্যান্নদের বাসায় প্রচুর থাকলেও কোন সমস্যা হয় না।
২৯ শে অক্টোবর, ২০১৯ ভোর ৬:৪৭
আখ্যাত বলেছেন: হাসান ভাইয়ের সাথে একমত
তবে কোন লোককে, দলকে বা এলাকাকে মাতাল মুক্ত করতে হলে জিহাদী বইয়ের বিকল্প নেই।
ক্যাসিনোমুক্ত, চাদাবাজমুক্ত, সন্ত্রাসীমুক্ত দলের জন্য জিহাদী বই ইজ মাস্ট
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৩
রাজীব নুর বলেছেন: একটা বই পড়লেই মানুষ খারাপ হয়ে যাবে, বা ভালো হয়ে যাবে এটা ভুল ধারনা।