নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আখ্যাত

আমি একজন মন্দ মানুষ বলেই নিজেকে জানি। কারো দ্বিমত থাকলে সেটা তার উদারতা।

আখ্যাত › বিস্তারিত পোস্টঃ

জিহাদী বই পরিহার করি, জঙ্গীমুক্ত স্বদেশ(ভারত) গড়ি

২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:১৪



জিহাদের সংজ্ঞাঃ
জিহাদী বই কাকে বলে? বাংলা একাডেমির ব্যবহারিক বাংলা অভিধান (৪৭৮পৃ.) এর মতে, জিহাদ হল-

1. ধর্মযুদ্ধ
2. ধর্ম রক্ষার জন্য লড়াই
3. বিধর্মীদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ
4. অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম; সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠার জন্য ধনপ্রাণ দিয়ে সকল প্রকার সংগ্রাম..... ইত্যাদি ইত্যাদি। সুতরাং জিহাদী বইয়ের সংজ্ঞা দাঁড়ায়-
o যে বইয়ে ধর্মযুদ্ধের কাহিনী থাকে
o যে বইয়ে ধর্ম রক্ষার প্রেরণা থাকে
o যে বইয়ে অন্যায়, অসত্য ও অধর্মের বিরুদ্ধে সংগ্রাম করার শিক্ষা থাকে
o যে বইয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য জীবন ও সম্পদ দিয়ে আপ্রাণ চেষ্টা করার জন্য আহ্বান জনানো হয়


উপরের যে কোন একটি সংজ্ঞাকে আমলে নিয়ে জিহাদী বইয়ের তালিকা করা হলে, তালিকার শুরুতে থাকবে মৌলবাদীদের পছন্দের বই “কুরআন”।



বাংলা একাডেমির কাছে আবেদন
সদা পরিবর্তনশীল পৃথিবীতে নতুন নতুন শব্দের জন্ম হয় প্রতিদিন। সেই শব্দগুলিকে সংজ্ঞায়িত করার দায়িত্ব ভাষা একাডেমির। জিহাদীবই আমাদের দৈনন্দিন ব্যবহার্য একটি পরিভাষা। এর সঠিক সংজ্ঞাটি কে দেবে? অভিধানের আগামী সংস্করণে জিহাদীবই এর সঠিক সংজ্ঞাটি চাই।

“প্রধানমন্ত্রী”র কাছে আবেদন
জিহাদী বইয়ের আপডেট তালিকাটি সরকারের হাতে অবশ্যই থাকার কথা। জিহাদী বইয়ের তালিকাটি আমাদের সামনে প্রকাশ করুন। বইমেলার বটতলায় টাঙিয়েও দেয়া যায় তালিকাটি।

উপসংহারঃ
বই পড়া ভাল, তবে জিহাদী বই নয়। আবেদন দু’টিকে আমলে না নিলে তরুণ প্রজন্মকে জিহাদী বইয়ের গ্রাস থেকে রক্ষা করা যাবে না। জিহাদী বইয়ের যাদুস্পর্শ পেলে জঙ্গীবাদের অন্ধকারে হারিয়ে যাবে আমাদের সোনার ছেলেরা। আবরার ফাহাদের মত বিপথগামী পথ বেছে নেবে অসংখ্য তরুণ। দেশ(ভারত)দ্রহী হয়ে উঠবে এই নতুন প্রজন্ম।

বিপথগামী তরুণকে ‍সুপথের সন্ধান দিচ্ছেন জনতা

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.