![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফজলি আম থেকে তার গাছ হয়, নাকি ফজলি আমগাছ থেকে তার ফল হয়?
দুটোই সত্যি কথা৷
স্ট্যাটাসে আমরা যাকিছু লেখি, তা মূলত একটি প্রশ্নের উত্তর, "What's on your mind?"
বিভিন্ন সময়ে আমাদের মনে বিভিন্ন জিনিস থাকে, তাই আমাদের স্ট্যাটাসও বিভিন্ন রকম হয়৷
কখনো পূর্ণিমার মত, কখনো বৃষ্টিভেজা৷
কখনো হাসনাহেনার মত, কখনো গন্ধে ভরা৷
কখনো গুরুজের মত তিক্তস্বাদ, অথচ উপকারী৷
কখনো সিগারেটের চেয়েও জনপ্রিয়, অথচ ক্ষতিকর৷
মন সুন্দর হলে কথাকাজ সুন্দরই হয়৷
কথাকাজ সুন্দর যার, সেই সুন্দর মানুষ৷
বলতে পারেন, জাম থেকে জামগাছ, নাকি গাছ থেকে জামফল? দুটোই ঠিক৷
সুন্দর মনে আসে সুন্দর কথাকাজ৷
আবার সুন্দর সুন্দর কথাকাজে অভ্যস্ত হতে পারলে মন সুন্দর হয় রাতারাতি৷
©somewhere in net ltd.