![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন। অনেক দিন পর একটা ভালো (আমার ভাষায় অসাধারণ) নাটক দেখলাম। টিভি বিজ্ঞাপণ,ব্যাস্ততা বা বিভিন্ন কারনে এখন আর পরিবার এর সবাই কে নিয়ে নাটক দেখা হয় না :/ অনেক সময় ঐ সময় গুলি কে খুব মিস করি। যাই হোক আসল কথায় আসি—
অনেক তো দেখেছি ইংলিশ,স্পেনিস সহ বিভিন্ন ভাষার সাই-ফাই মুভি বা টিভি সিরিজ। আজ আপনাদের পরিচয় করিয়ে দেবো বাংলাদেশে এ তৈরি টাইম ট্রাভল নিয়ে একটা নাটকের সাথে।
আফতাব আর অরনি দুইজন খুব ভালো বন্ধু এক সময় আফতাব তাদের সম্পর্ক টা কে আরো একটু কাছের করে নিতে মনের মধ্যে থাকা কথা গুলি বলে ফেলতে চায় অরনি কে। মুখে বলতে পারবে না ভেবে কাগজে লিখে ফেলে মনের কথা গুলি। কিন্তু ভাগ্যের কি নির্মন পরিহাস ঐ দিন ই রোড এক্সিডেন্টে মারা যায় অরনি।
ভালোবাসার কথা গুলি আর বলা হয়ে উঠে না আফতাব এর। ভালোবাসার মানুষ টাকে হারিয়ে সে একেবারে ভেঙ্গে পরে, ঠিক সে সময়েই তার মনে হয় তার দাদু আফতাব কে বলেছিলো তাদের বাসায় বড় যে একটা আয়না আছে, সে ইচ্ছে করলেই পারে কাছের বা ভালোবাসার মানুষ টাকে ফিরিয়ে দিতে।
শুরু হয় আফতাব আর আয়নার মধ্যকার রহস্য, কিছু অদ্ভুত আর ভয়ংকর নিয়ম ছুড়ে দেয় আফতাব এর দিকে। কেবল মাত্র এই নিময় গুলি মেনেই আফতাব কে অরিনের কাছে যেতে হবে!!!
কি ছিলো সেই ভয়ংকর শর্ত ? আর কি ভাবেই টাইম ট্রাভল করে আফতাব তার ভালোবাসার মানুষ টা কে উদ্ধার করবে ???
জানতে হলে এখন ই দেখতে বসে যান। কথা দিচ্ছি আমার মতোই দেখে অবাক হবেন, এতো দারুন একটা কন্সেপ্ট নিয়ে বাংলাদেশে নাটক তৈরি হয়েছে। অবশ্যই ধন্যবাদ জানাই #মানী ভাইকে এই রকম একটা নাটিক দেখার সুযোগ করে দেয়ার জন্য।
কিছু কথা- আমার আসলেই খুব কষ্ট হয়, যখন দেখি এই রকম মেধাবী পরিচালক বা রাইটার থাকার পরে ও আমরা তাদের সঠিক মূল্য বা সুযোগ করে দিতে পারি না :/ তবে হ্যা আমি আশাবাদী আমাদের জন্য ভালো কিছু অবশ্যই অপেক্ষা করেছে।
আর কথা বাড়াবো না, নাটিক টি দেখার পর জানাতে ভুলবেন না কেমন লেগেছে, আপনাদের অনুভূতু জানার অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকবেন, অনেক বেশী শুভেচ্ছা আপনাদের জন্য।
নাটকের নামঃ Ayna Rohoshyo (আয়না রহস্য)
অভিনয়ঃ নিশো, নাদিয়া।
পরিচালনায়ঃ ময়ূখ বারী।
ডাওনলোড লিংকঃ https://www.youtube.com/watch?v=Hsh1WVGH8Cg
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১৬ সকাল ১১:৩৩
মোজাদ্দেদ অলি বলেছেন: আমি একেবারেই নতুন আপনাদের মাঝে। অনেক শুনেছি এই বল্গ সম্পর্কে মনে সাহস যুগিয়ে আপনাদের বিরক্ত করতে চলে আসলাম।