![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব সময়ের মতো আমি চলে এসেছি আপনাদের বিরিক্ত করতে আশা করি সবাই ভালো আছেন। আমাদের মধ্যে অনেকের ই ধারনা বলিউড এ ভালো বা মান সম্মত মুভি তৈরি হয়না, আমি ও আপনাদের সাথে সহমত প্রকাশ করছি।
তবে হ্যা আমার এই খানে একটু দ্বিমত আছে সেটা হচ্ছে, একেবারেই যে ভালো মুভি তৈরি হয়না তা বলা যাবে না তবে ভালো মুভির প্রচার হয়না এটা সত্য। তা নাহলে এই রকম ভালো মুভি নিয়ে আমাদের মধ্যে আলোচনা সমলোচনা হচ্ছে না কেন :/
বরাবরের মতোই কিছু বস্তা পচা মুভির আরালে এই রকম ভালো মুভি গুলি হারিয়ে যায় অনেক কথা হয়ে গিয়েছে, আসল কথায় আসি-
আদি একজন মহিলা বক্সার কোচ তার রগ চটা এবং সে স্টেইট ধরণের মানুষ, যে কোন ধরনের অন্যায় এর প্রতিবাদ করে বসে, এতে অনেকের চক্ষুশূল এর পরিনত হয়ে যায় আদি। এবং মিথ্যা অপবাদ দিয়ে বোর্ড তাকে দিল্লি থেকে চেন্নাই এ বদলী করে দেয়। আদি সব সময় চাইতো এমন একজন ভালো বক্সার তৈরি করতে যে কিনা ভারত কে রিপ্রেজেন্ট করবে সারা পৃথিবীতে।
কাজে লেগে পরে আদি কিন্তু দুঃখের বিষয় চেন্নাইতে থাকা কোন বক্সার (স্টুডেন্ট) আদির মন জয় করতে পারে নি। হঠাৎ করেই আদির চোখ যাই এক মাছ বিক্রেতা (মাদী) দিকে, যার বোন লাক্সমী অনেক দিন ধরেই বক্সিং শিখছে কিন্তু আশানুরুপ কিছু করতে পারেনি।
অনেক কিছু বলার পর মাদী আদির কথায় রাজী হয় যে সে টাকার বিনিময়ে বক্সিং শিখবে, এবং অল্প কিছু দিনেই সে ভালো সুখ্যাতি অর্জন করে ফেলে, এতে লাক্সমীর হিংসে শুরু হয়, নানা প্রতিকূলতার মধ্যে অদি,মহিলা বক্সিং বোর্ড,লাক্সমী, মাদীর মধ্যে শুরু হয়ে যায় এক ভয়ংকর জটলা।
একের পর এক প্রতিকূলতার শিকার হতে থাকে মাদী কে ঘিরে থাকা আদির স্বপ্ন গুলি, কি হবে আদির? সে কি পারবে মাদী কে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন শিরোপা এনে দিতে ??? পারবে কি বক্সিং বোর্ড কে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজের উপরে থাকা মিথ্যা আপবাদ কে প্রমাণ করতে??
এই প্রশ্নের জবাব গুলি পেতে হলে আপনাকে দেখতে হবে সত্য ঘটানার উপর বেইস করে তৈরি ২ঘন্টার এই মুভি টি। কথা দিচ্ছি কোন ভাবেই বোরিং হবেন না বরঞ্চ প্রেমে পরে যাবেন মাদীর দুরন্তপনা, পাগলামী, আর সুন্দর নিষ্পাপ মুখখানা দেখে।
তো আর দেড়ি করছেন কেনো, দেখতে বসে যান অপূর্ব এই মুভি টি। দেখার পর অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে।
মুভির নামঃ Saala Khadoos
টরেন্ট ডাওনলোড লিংকঃ Click This Link
©somewhere in net ltd.