নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ হুসাইন অলি

স্বপ্ন দেখি পরিবর্তনের

সাজ্জাদ হুসাইন অলি › বিস্তারিত পোস্টঃ

চুদুর বুদুর কি চলতেই থাকবে ????

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৯

যুদ্ধাপরাধীদের বিচার কোনো শক্তি বন্ধ করতে পারবে না- সৈয়দ আশরাফ। ( প্রথম আলো- ২৪ই ফেব্রুয়ারি, পেজ -২ ।



বাহ বাহ কাগু তো ভাল মশলা দিতে জানে। কাগু আমরা তরুণ প্রজম্ম ও চাই ওই রাজাকার গুলার ফাঁসি দেওয়া হক। কিন্তু আফনেরা তো চুদুর বুদুর শুরু কইরা দিতাছেন। যুদ্ধাপরাধী যুদ্ধাপরাধী কইয়া তো ৪ বছর দিব্বি কাটাই দিলেন। মাগার ফাঁসির তো নাম গন্ধ পাইলাম না। যারে কিনা চিপা দিয়া বাইর কইরা দিলেন সেই বাচ্চু মিয়ারে ফাঁসি দিলেন, আর কাদের মোল্লারে জেলের ভিতরে জামাই আদর করবার লাগছেন। এই গুলা দেখলে আর মিরাক্কেল প্রোগ্রাম দেখেন লাগে না এম্নিতেই প্রান খুইলা হাসি পাই :P :P :P :D



কাগু আমনেরা ও বুবুজান মিইল্লা আর কত জোকস উপহার দিবেন এই নিরীহ জাতিডারে ? নাকি আগামী নির্বাচনরে টার্গেট করছেন। কিং কোবরারে বিশ্বাস করা যাই কিন্তু আফনাগো না। একটু খেয়াল রাখবেন আমরা তরুণ প্রজম্ম আমরা অন্যায়ের বিরুদ্ধে । যুদ্ধাপরাধী কথা টা রে ইস্যু কইরা কি তরুণ প্রজম্মের মুখের সামনে ললি পপ ধরবেন ? তবে জানাই দিতাছি ললি পপ ছডু কালে খাইতাম, এহন আর খাই না।

ভাল থাকবেন জানি আমার এই কথা গুলা আপনাগো কর্ণ কুহরে ডুকিবে না। তারপর লিখলাম !!!!

প্লিজ, কাইন্ডলি অনুরোধ চুদুর বুদুর বন্ধ করেন।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৩ রাত ১০:৫৮

হাম্বা বলেছেন: হাম্বা হাম্বা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.