নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ হুসাইন অলি

স্বপ্ন দেখি পরিবর্তনের

সাজ্জাদ হুসাইন অলি › বিস্তারিত পোস্টঃ

যে বাড়িতে সামান্য খাবার জন্য আলু, পটল, লাউ পাওয়া যাই না, সে বাড়িতে আবার পাতাবাহারের চাষ ????

২৪ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

আজ কমার্শিয়াল সেপ্সের জন্য একটা টু-লেট দেখে ফোন দেয়। ফোন টা ধরল এক উচ্চ মানের পাতাবাহার।



উচ্চ মানের পাতাবাহার: হ্যালো আমি উচ্চ পাতাবাহার বলছি,

আমি: জি আমি, সাজ্জাদ হুসাইন অলি বলছি, একটা টু-লেট দেখে ফোন দিয়েছি।



উচ্চ মানের পাতাবাহার: আমার ফোনের চার্জ নাই, আমি একটু পরে আপনাকে ব্যাক করছি,

আমি: সিউর ধন্যবাদ।



১মিনিট ২৩ সেকেন্ড পর পাতাবাহারের টবের নাম্বের থেকে ফোন।



আমি: হ্যালো,

উচ্চ মানের পাতাবাহার: জি কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি,

আমি: হ্যাঁ সিউর, আমি একটু আপনার স্পেস সম্পর্কে জানতে আগ্রহী,

উচ্চ মানের পাতাবাহার: আমার তো ৫ টা বাড়ি আছে, আপনি কোনটার কথা বলছেন?

আমি: জি আমি অমুক কমার্শিয়াল সেপ্সের ব্যাপারে জানতে চাই,

উচ্চ মানের পাতাবাহার: জি আপনি আমার স্পটে যান, ওইখানে ১০০ টাকা দিয়ে একটা লিফলেট নিবেন, লিফলেটে সব বর্ণনা আছে, সব বর্ণনা পরে তারপর আমাকে কল দিয়েন, ধন্যবাদ

আমি: জি আপনাকেও ধন্যবাদ।



ও উচ্চ মানের পাতাবাহার তুমি কই টাহা বেতন পাও ???? যে ঢাকাতে ৫ টা বাড়ি করে ফেলছো ? আবার তোমার স্পেস সম্পর্কে জানতে আমার ১০০ টাকা দিয়ে লিফলেট কিনতে হবে ???? তুমি নাই দুর্নীতি করে টাকা কামায় কর, আর আমি ঘুম বিক্রি করে টাকা কামায় করি।



যে বাড়িতে সামান্য খাবার জন্য আলু, পটল, লাউ পাওয়া যাই না, সে বাড়িতে আবার পাতাবাহারের চাষ ????

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:৪৫

আধখানা চাঁদ বলেছেন: খুব ভাল লিখেছ। প্রথম ভাল লাগা।

+++++++++++++++++++++

২| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩৩

সাজ্জাদ হুসাইন অলি বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.