![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলা নিউজ ২৪ এ একটা নিউজ দেখে চোখ আটকিয়ে গেল। শিরোনাম টি হচ্ছে "কলুষিত হচ্ছে ভাষা ও সাংবাদিকতা" এইখানে বাংলাদেশী বিভিন্ন টিভি চ্যানেলের বাংলা বানান এবং ভাষা-গত ভুল তুলে ধরেছে।
কিন্তু অবাক লাগলো যখন যখন খবরটি প্রকাশিত হল বাংলা নিউজ ২৪ এ আর এইটা লিখলো মোহনা টিভির যুগ্ম বার্তা সম্পাদক।
বাংলা নিউজ২৪ঃ যার প্রকাশিত সংবাদের অধিকাংশ থাকে চটকদার নিউজ, আর বাংলা বানান এবং ভাষা-গত ভুলের কথা নাই বা বললাম।
মোহনা টিভি ঃ যার অনুষ্ঠানের মান এত নিম্ন যে বলে বুঝানো যাবে না। মোহনার প্রোগ্রামের মাঝে ২ টা থাকে বাংলা ছবি তাতে কেটে যাই ৪-৪ ৮ ঘণ্টা, এর মাঝে থাকে হাবিজাবি হারবার ঔষধের বিজ্ঞাপন। আর সন্ধি সুধার বিজ্ঞাপন তো আছেই, থাকে কিছু গানের প্রোগ্রাম যার শিল্পীরা মনে হয় মোহনাকে টাকা দিয়ে গান গায়। আর টক শোর উপস্থাপক তো স্ক্রিপ্ট চোখের সামনে নিয়ে দেখে দেখে ভুল-ভাল বকে। আর ওর খবরের মান বিটিভি থেকে অনেক নিচে। আর ভাষার মান বাংলাদেশে যত গুলো টিভি চ্যানেল আছে সবার থেকে নিম্ন মানের। অনেকটা চালুন হয়ে সূচের ছিদ্র খোঁজার মত।
এইখানে খবরের লিঙ্ক সহ স্ক্রিন শট দিচ্ছি, কারণ বাংলা নিউজ যেখনো সময় চেঞ্জ করে ফেলে।
পরিশেষে বলতে চাই "তেলাপোকাও একটা পাখি মোহনাও একটা টিভি চ্যানেল"
Click This Link
©somewhere in net ltd.