নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ হুসাইন অলি

স্বপ্ন দেখি পরিবর্তনের

সাজ্জাদ হুসাইন অলি › বিস্তারিত পোস্টঃ

২ টা বিষয় নিয়ে এই মূর্খের কিছু কথা ছিল,

১২ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩০

২ টা বিষয় নিয়ে এই মূর্খের কিছু কথা ছিল,





"নিঃস্বার্থ ভালবাসা what is Love?" নিয়ে কিছু মানুষের চুল ছেড়া বিশ্লেষণ দেখলাম। বাউ রে বাউ উনারা কত কিছু খুইজা বাহির করছে, আমার মনে আইনস্টাইন সাহেবও এত কিছু Discover করতে পারে নাই।

জলিল ভাইয়ের ইংরেজি, বর্ষা কিতা করল সব। জানাব আপনাদের বলছি, আপনার কিছু করতে না পারলেও মানুষের সমালোচনা করতে ভালই পারেন। একটু চিন্তা করে দেখুন তো আজ থেকে ৫ বছর আগে কি আপনারা হলে গিয়ে ছবি দেখতে পারতেন? ছবির মান কি খুব ভাল ছিল? একটু চিন্তা করে দেখেন তো আজ জলিল ভাই আপনাদেরকে হলে আনতে পেরেছে। আমি মানলাম তার অনেক ভুল আছে। কিন্তু আর যাই হোক তার ছবিতে কিন্তু অনেক ভাল দিক আছে। আপনারা কি রজনীকান্তের ছবি দেখেছেন? কি করে নাই উনি? রোবট ছবিতে মশারে দিয়ে পর্যন্ত সরি বলিয়েছে। কই তখন তো আপনারা কিছু বলেন নাই। আর আমাদের জলিল ভাই কিছু করলেই দোষ।



একটা গল্প বলি, ধরার পর কাঁকড়া কিভাবে রাখে জানেন? শুধু মাত্র পাত্রে রাখলেই হয়। কারণ কাঁকড়া যেই পাত্র বেয়ে বের হতে চাই তখনি আর একটা কাঁকড়া পা টান দিয়ে ধরে নামিয়ে দেয়, তার ফলে কোন কাঁকড়াও বের হতে পারে না। আমাদের অবস্থা অনেকটা এই রকম। আমরা কাউকে ভাল কাজে উৎসাহিত করতে না পারলেও তার সমালোচনা করতে ওস্তাদ।





বাঙ্গালী নিয়ে মিতা হোক পুরা ভন্ড দরবেশের মত কিছু কথা কইয়া ফালাইলো। তাইলে মিতাজি আপনাকে কিছু কথা কই। বাংলা সাল কিন্তু সম্রাট আকবর সূচনা করছিল। আর আপনি যার গান গেয়ে এতো নাম কামাইলেন ওই রবীন্দ্রনাথ ঠাকুরেরও কিন্তু মেলা লম্বা দাড়ি ছিল। আমি শুধু একটা কথায় কইতে চাই শফি মিয়া আর মিতা হোক এই দুই পাবলিকের মাঝে কোন ফারাক পাইলাম না।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ২:৪২

ভাইটামিন বদি বলেছেন: পসন্দ হৈছে :) :)

২| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ২:৫৭

সাজ্জাদ হুসাইন অলি বলেছেন: তাই নাকি? :D :-B B:-/

৩| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫১

দূর আকাশের নীল তারা বলেছেন: অনন্ত জলিলের ছবির মান নিয়ে কেউ কোন প্রশ্ন তোলে নি, তুলবেও না। তার ছবির মান বাংলাদেশের যে কোন ছবির মানের চেয়ে ভাল। কিন্তু অনন্ত জলিলের ইংরেজীতে কথা বলার কি খুবই দরকার? ইংরেজীতে কথা বলতে গিয়ে সে যা বলছে, তার বেশীর ভাগটাই ভুল। এখানে দেখুন: http://www.youtube.com/watch?v=oNOGkk9X8kA
সে কি ভাবে, দেশে সে ছাড়া আর কেউ ইংরেজী জানে না? বাংলা ছবির নায়ক হতে গেলে ইংরেজী জানতেই হবে, এমন কোন কথা নেই।

৪| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৬

সাজ্জাদ হুসাইন অলি বলেছেন: হুম বুঝলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.