![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
না হয় কয়েকটা ছেলে একটু আনন্দ করেছে, মনের কিছু ইচ্ছা পুরুন করেছে, নারী পুরুষ তাদের আদিম নেশা মিটিয়েছে, সবার ইতো আগ্রহ , আশা আছে , তাই না, আমাদের জীবনে আনন্দ বিনোদন খুব জরুরী, তাইতু নাট্য, নাটিকা, গল্প, কত কি করতেছি, আর করব,
ঠিক তেমনি কয়েকটা ছেলে একটু উপভোগ করার জন্য একটি নারীকে ভোগ করেছে, আমরা তাঁকে ধর্ষন বলতেছি, আমরা তা গ্রহণ করতে পারিনি কারণ মেয়ের ইচ্ছায় তা হয়নি, যদি মেয়ের ইচ্চায় তা হত তাহলে তা আমরা প্রেম ভালবাসা বলে চালিয়ে দিতে পারতাম,
ভাগ্য খারাফ ঐ ছেলেদের, :প
শেষ পর্যন্ত নিজেদের বৈদশিক মুদ্রার ভাটা না পড়ার জন্য বাধ্য হয়ে বিচারক গুণ এটা কে বিচারের আওতাও নিয়ে আসেন, আজ তার রায় দিয়েছে, ৪ জনের ফাসির রায় দেয়া হয়েছে,
বুজলাম না এরা কি আধুনিকতা ছেড়ে অন্ধকার যুগে গেল নাকি, এই ছেলেদের কেন ফাঁসি দেবে আধুনিক বিচারক আর বিচার ব্যবস্থা, এটা তো সেই পূরাতন ১৫শ বছর আগের ইসলাম দিলে কথা ছিল, না এটা মেনে নেয়া যায় না, এটা বর্বর,
নিজের প্রয়োজনে যখন ইসলাম বিচার ব্যবস্থা গ্রহন করা হয় তখন সব ঠিক আছে, আর যখন তা নিজের বিপক্ষে যায় তখন ই তা বর্বর হয়ে যায়, ইসলাম ১৫শ বছর আগে ই ধর্ষনের শাস্তি ঠিক করে দিয়েছে, যারা ই এই গর্হিত কাজ করবে তাদের কে পাথর মেরে হত্যা করবে হবে, আহারে কত কষ্টের, কিন্তু ফাঁসি দিয়ে হত্যা করলে তা কষ্টের হয়না,
যেমন গর্হিত কাজ হল ধর্ষন তেমনি শক্তিশালী বিচার ও দাবী রাখে, যাতে সমাজে এই গর্হিত কাজের চিন্তা ও কেউ না করে, তাহলে ই সমাজ থেকে এই ধর্ষন পালাবে,
এখন প্রগতিশল নামের মানুহসদের কাছে জানতে চাই, ভারত কি তাহলে ইসলামের সেই হত্যা/ ফাসির দিতে গেল না,? এখন আপনারা কি বলবেন ???
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৬
স্বাধীন কিবোর্ড বলেছেন: সহ মত।