![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাহ'যুয
লাশ কাটা ঘরে, ডুমের চুরির তলে
কি জানি কি এক অজানা কারনে
রক্ত অথবা জল অথবা রক্তজলে
হয়তবা ভালবেসে ছিলাম নিয়মে।
মানবী, মননে আমিই কেন আমাকে
নতুন করে বিক্রি করলাম আবার?
আমার কবিতা আর আমি পাগলার
রক্ত যেখানে বিশুদ্ধ হয়, সে থলি কে।
আমার রক্তধার তাঁর জন্য ক্লান্ত বহু,
মাঠে, এক রাখাল স্বপ্ন চড়ায় ভয়ে
রসালো পেঁপের মত,ঊরু, বুক, বাহু
কখন যে চায়ের কাপ নিয়ে সে মেয়ে!
বিকেলে, সকালে, রাত আর মধ্য রাতে।
তাঁর চুল আচড়ে দেব প্রতি প্রভাতে ।
২| ০৯ ই জুলাই, ২০১৬ ভোর ৫:৩৯
ওলিউস তিরআশি বলেছেন: ্ধন্যবাদ আল-আমিন হুসাইন
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১৬ ভোর ৪:৪৮
আল-আমিন হুসাইন বলেছেন: সুন্দর কথা মালা।