১০ ই জুলাই, ২০১৬ ভোর ৫:১৩
আমার মত এত ভালবাসবে তকে কোন জনে
তুই মরলে ধাপন হতাম এক কাপনে দুই জনে।
০৯ ই জুলাই, ২০১৬ ভোর ৫:৩৬
আমার প্রথম প্রেম, কালো
এক কালো সন্ধায়, কালোকে, আমার ভাল লাগেনি।
কখন ও হয়নি এমন, প্রথম ও শিহরন
জনমে, এমন ও নিষ্পলক অপলক চাহনি
নয়নে লেগে গেছে তারে ভাল,...
০৬ ই জুন, ২০১৬ ভোর ৪:০৮
কোন এক বিকালে তুই, আমার, আমারই হলে আমি তোকে ডাকব আমলকি
০১ লা জুন, ২০১৬ বিকাল ৩:৩৫
লাল টিপ
লাল, আজকে তোমাকে সবাই নিলামে তুলছে
কি নিয়ে হাকব আমি, আমার কি দাম আছে।
২৭ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
আমলকি
এই ভাদ্রের ভ্রমে শংকা ছিল কলঙ্কের, ভয় ছিল তোকে হারানোর।
আমার কলঙ্ক ও লাগল, তোকে ও পেলাম না।
তবে কি অংকের সব সূত্র আমার বেলায়, নিয়ম মানে না?
২৫ শে মে, ২০১৬ রাত ৮:৫৯
মাহ\'যুয
লাশ কাটা ঘরে, ডুমের চুরির তলে
কি জানি কি এক অজানা কারনে
রক্ত অথবা জল অথবা রক্তজলে
হয়তবা ভালবেসে ছিলাম নিয়মে।
মানবী, মননে আমিই কেন আমাকে
নতুন করে বিক্রি...