![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রথম প্রেম, কালো
এক কালো সন্ধায়, কালোকে, আমার ভাল লাগেনি।
কখন ও হয়নি এমন, প্রথম ও শিহরন
জনমে, এমন ও নিষ্পলক অপলক চাহনি
নয়নে লেগে গেছে তারে ভাল, কালোরে বরণ।
লাগল তারে এমন ভালো, দু চোখে কেবলি কালো
কি ক্ষতি হত প্রথম দেখায় যদি লাগত ভালো ?
রইল না কিছু বুকে সব লিখে দিলাম তাঁকে
হঠাৎ দুজনে যে আঠালো প্রেম, রাত-সন্ধ্যা থেকে।
মানুষ বলে, তুমি নাকি অনুভুতিহীন অথচ!
নরম গাঁয়ে তাঁর আঙুল আমার ছোঁয়েছে কত
আমার প্রিয় যা তাঁর হৃদয়ে লিখেছিলাম সব
কালোকে আজকে এতোই যে ভাললাগে আমার।
আমার লেখা গল্প কবিতা নিয়ে আজ সে নিরব
মিনতি করি প্রিয়তা,ফিরে আস জীবনে আবার .
২| ২৭ শে জুলাই, ২০১৬ ভোর ৫:২০
ওলিউস তিরআশি বলেছেন: A very big thank Kalnee Nadee.
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৩৯
কালনী নদী বলেছেন: মিনতি করি প্রিয়তা,ফিরে আস জীবনে আবার .
বাকিটা অসাধারণ।