![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা যারা ঢাকা শহরে থাকি , যারা কোন রাজনীতি করিনা, যাদের কোন হারাম রোজগার নেই , দলীয় ভিক্ষা নাই তাদের উপর রীতিমতো অত্যাচার ও জুলুম করা হচ্ছে। ক্ষমতার মনসবে যারা বসে আছেন তারাই বিভিন্ন অজুহাতে আজ এই আন্দোলন কাল সেই আন্দোলনের বাহানায় জ্যামের শহর ঢাকার জ্যামকে আরও ৩ গুণ বাড়িয়ে দিয়েছে। পুরা পৃথিবী জুড়ে যখন এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা চলছে তখন আন্দোলনকারীরা আর্থ সামাজিক উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। কেউ প্রতিবাদ করলে মব সৃষ্টি করে তার প্রাণ নাশ করছে।
দেশের আপামর জনসাধারণ এক বুক আশা নিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। কত স্বপ্ন আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশটা তরুণদের হাতে তুলে দিয়েছে। ভাগ্যের কি নির্মম পরিহাস সরকার বদল হলেও পাল্টায় নি চরিত্র। এইতো গেলো বছর ফেনীর বনায় মাধ্যমে শুরু হয় অনুদানের নামে লুটপাট। সম্প্রতি শেয়ার বাজার লুটপাট করে হাজার কোটি টাকা লুটপাট করেছে ।
নিজ দলীয় অপরাধীদের ছেড়ে দিয়ে অন্য দলের অপরাধীদের গ্রেপ্তার , টাকায় ছবি পরিবর্তন , বিগত সরকারের উন্নয়ন মূলক কাজ গুলো স্থগিত , ব্যক্তিগত শত্রুকে আওয়ামীলীগ বানিয়ে অত্যাচার, ডাকাতি , চাঁদাবাজি , প্রতিপক্ষের সম্পত্তি দখল থেকে শুরু করে সব অপরাধ রয়ে গেছে । পূর্বে একদল করছে এখন অন্যদল। কেউ প্রতিবাদ করলে বা সমালোচনা করলে তাকে বানিয়ে দেয়া হচ্ছে "র" এজেন্ট অথবা ফ্যাসিবাদের দোষর।
মামা বাড়ির আবদার পূরণে ঢাকা অচল করে রাখা, মব সন্ত্রাস ও নারীদের অসম্মান করার ফলেই আরও একটি বিদ্রোহ হতে বেশী দিন বাকি নেই।
ছবি সূত্র- বিডি টুডে।
২৭ শে মে, ২০২৫ বিকাল ৫:১৩
অল্প বিদ্যা ভয়ংকর বলেছেন: সবাই শিবির ছিলোনা। শিবির বিজয়টাকে লুট করেছে।
২| ২৭ শে মে, ২০২৫ বিকাল ৫:৩২
ফেনিক্স বলেছেন:
শিবিরের সংখ্যা জাতির মাঝে শতকরা ৫/৬ ভাগ; ওরা কি করে দেশ দখল করলো? এখনো কিভাবে দখলে রেখেছে?
২৮ শে মে, ২০২৫ সকাল ১০:১৬
অল্প বিদ্যা ভয়ংকর বলেছেন: গণহত্যাকারী ইয়াহিয়া স্বাধীনতা যুদ্ধের সময় বলেছিল , যত পার বাংলাদেশী নারীদের ধর্ষণ কর , যেন আগামী ২০০ বছর পরেও বাংলাদশে পাকি বীজ থেকে যায়।
৩| ২৭ শে মে, ২০২৫ সন্ধ্যা ৬:১০
সৈয়দ কুতুব বলেছেন: এই আন্দোলনের আস্কারা পেয়েছে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের কারণে। মাত্র ৪০০ শিক্ষার্থী শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও দিয়ে অটোপাশ নিয়ে আসে। তৎকালীন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ কিছুই না বুঝে তাদের কথা মেনে নিয়েছিলেন। সেখান থেকেই শুরু.........
২৮ শে মে, ২০২৫ সকাল ১০:১৭
অল্প বিদ্যা ভয়ংকর বলেছেন: সঠিক। ইউনুছ সরকার এই ক্ষেত্রে অদূরদর্শীতার পরিচয় দিয়েছে।
৪| ২৭ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:৪৮
কামাল১৮ বলেছেন: যাওবা টুটা ফাটা গনতন্ত্র ছিল সেটাকে কবর দিয়েছে এই জল্লাদরা।গনতন্ত্রের জন্য সব দলকে গনতান্ত্রিক আচরন করতে হয়।এখন দরকার একটা নির্বাচন।সব দলের অংশগ্রহনে।
২৮ শে মে, ২০২৫ সকাল ১০:২০
অল্প বিদ্যা ভয়ংকর বলেছেন: আমার মনে হয় ইউনুছ সাহেবের আরও কিছুদিন থাকা উচিত । নতুন সরকার এসে লুটপাট খুন ধর্ষণ চুরি ডাকাতি জুলুম অত্যাচার শুরু করবে।
৫| ২৮ শে মে, ২০২৫ সকাল ৯:৫৮
রাজীব নুর বলেছেন: জামাত শিবির যেভাবে মাথাচারা দিয়ে উঠেছে, সেভাবেই ওদের পতন হবে।
২৮ শে মে, ২০২৫ সকাল ১০:২১
অল্প বিদ্যা ভয়ংকর বলেছেন: জাশির উপর দেশের সাধারণ মানুষ অত্যন্ত ত্যক্ত বিরক্ত।
৬| ২৮ শে মে, ২০২৫ সকাল ১১:১৩
কিরকুট বলেছেন: লেখক বলেছেন: সবাই শিবির ছিলোনা। শিবির বিজয়টাকে লুট করেছে।
ভুল । গোড়া থেকেই জামাত শিবিরের প্রপাগন্ডা ছিলো । বাকুব বাংগালী হুতাশে প্যান্ট খুইলা দিছে ।
২৮ শে মে, ২০২৫ সকাল ১১:৪৬
অল্প বিদ্যা ভয়ংকর বলেছেন: এটা কতটুকুন ঠিক জানিনা, তবে দেশের মানুষরে বেকুব বানানো হয়ে বাংলাদেশকে পূর্বপাকিস্তান ও আfঘানি-স্থান বানানোর মিশন সাকসেস।
৭| ২৮ শে মে, ২০২৫ সকাল ১১:৪৯
কিরকুট বলেছেন: লেখক বলেছেন: এটা কতটুকুন ঠিক জানিনা, তবে দেশের মানুষরে বেকুব বানানো হয়ে বাংলাদেশকে পূর্বপাকিস্তান ও আfঘানি-স্থান বানানোর মিশন সাকসেস।
আর আমরা বো******চো জনগন মোজো খেয়ে ঢেকুর তুলে ভাবছি যাক কিছু সাহায্য করা গেলো গাজাবাসিদের ।
৮| ২৮ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:১৪
অক্পটে বলেছেন: সকলেরই মন্তব্য মহা পন্ডিতের মতো লাগছে। এর মানে এরা সবাই আম্লীগের প্রেতাত্বা এবং পোষ্য।
৯| ২৮ শে মে, ২০২৫ রাত ৮:৩০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আম্লীগ পুরো একটা জাতিকে ধ্বংশ করে দিয়েছি, মেরুডন্ড ভেঙ্গে ভারতীয়দের দালালে পরিনত করেছে তাতেই দেশপ্রেমিকদের অনেক খুশি, এমন ভাবে থাকতে চাওয়া জাতির জন্য এর চেয়ে ভালো পথ আর কি থাকতে পারে!
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০২৫ বিকাল ৫:১১
ফেনিক্স বলেছেন:
শিবিরের জল্লাদদের বিপ্লবের সুফল কেমন লাগছে?