নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিন গুলি মোর সোনার খাচায়

অল্পকথা

অল্পকথা › বিস্তারিত পোস্টঃ

কোন খানে বিয়া কইরা কোন দেশে গিয়ে ঝামেলা করে

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৩১


একজন বাংলাদেশী আমেরিকায় গিয়ে নাগরিকত্ব নিলেন। তারপর জাপানে গিয়ে একজন জাপানী নাগরিকের সাথে জাপানী আইন অনুযায়ী বিবাহ করেন। তাদের মধ্যে তিনটি বাচ্চা হবার পর কোন কারনে সমস্যা সৃষ্টি হলে সেই বাংলাদেশী আমেরিকান জাপানের আদালতে ডিভোর্স এর আবেদন করার পর মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্ট তৈরি করে দুই বাচ্চা নিয়ে বাংলাদেশে চলে আসেন। তারপর দুই মেয়ের অভিভাবকত্বের মামলা করেন। মামলা এখনো চলছে।
সেই বাংলাদেশী আমেরিকান এখনো বলছেন, তাদের মধ্যে এখনও বিবাহ বিচ্ছেদ হয় নাই। বিবাহ বিচ্ছেদ এর আগে সন্তানের অভিভাবকত্ব বা জিম্মা দাবি করা যায় কি?
আবার যে বিবাহ বাংলাদেশের বাইরে নিবন্ধিত সেই বিবাহ বা ডিভোর্স এর সিদ্ধান্ত বাংলাদেশের আদালত দিতে পারে কি?
সেই বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান নাগরিক বিবাহের পরোও নিজেকে ভারতীয় বংশোদ্ভূত বলে পরিচয় দিয়ে স্ত্রীর ছোট বোনের বিবাহ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। ভদ্রলোক যে জাপানী নাগরিককে বিয়ে করেছেন তার ছোট জাপানের একটি বেসরকারি টেলিভিশন এর সাবেক উপস্হাপিকা। তাঁর নাম লিখে অনলাইনে সার্চ করলে পারিবারিক তথ্য অনলাইনে পাওয়া যায়।
জাপানের আইন অনুযায়ী বিবাহ বিচ্ছেদ এর পরও সন্তানদের সাথে দেখা করার সুযোগ থাকে। বাংলাদেশী বংশোদ্ভূত একজন জাপানী মডেল আছেন, যার নাম "Rola"। বাবা বাংলাদেশী, মা জাপানীজ। বাবা মা র বিচ্ছেদ এর পরও রোলা এবং তার ভাই এর দায়িত্ব বাবার কাছে ছিল, জাপানী আইন সম্পর্কে বাংলাদেশী আমেরিকান যা বলেছেন তা ঠিক নয়।
মোরাল অব দ্যা পোস্ট
স্বামী স্ত্রীর বিবাহ বিচ্ছেদ এর আগে সন্তানের অভিভাবকত্ব বা জিম্মা দাবি করা যায় কি? কোনটা আগে?

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৩৫

সোনাগাজী বলেছেন:



আপনি কি বলতে চেয়েছেন, তা পরিস্কার হয়নি।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২৭

জিকোব্লগ বলেছেন:



আপনি নিচের ভিডিও পুরাটা দেখে তারপরে মন্তব্য করেন যে ইমরান শরীফ কি কি
ও কোথায় কোথায় ভুল বলছেন। নিরেপেক্ষ দৃষ্টিতে বলবেন, জাপানের গোলামি দৃষ্টিতে না।


৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৪৮

জ্যাক স্মিথ বলেছেন: এই ঝামেলা কবে শেষ হবে? বহুদিন ধরেই দেখতেছি বিষয়টা। পারিবারিক একটা বিষয় অথচ এটা এখন জাতীয় নিউজ।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৫৮

অনল চৌধুরী বলেছেন: তোরা যতো ইচ্ছা বিয়া-লুচ্চামি কর কিন্ত বাচ্চা নেয়ার দরকার কি !!!
নিজেদের পাপে তো এখন শিশুদের জান যায় !!!

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:১২

সাড়ে চুয়াত্তর বলেছেন: বিয়ে জাপানে করে অ্যামেরিকা চলে গেলে অ্যামেরিকাতেই বিচ্ছেদ হতে পারে। বিচ্ছেদের জন্য জাপান যাওয়ার কোন প্রয়োজন নাই।

অনেক দেশের আইনে জাহাজের ক্যাপ্টেন জাহাজেই বিয়ে দিয়ে দিতে পারেন। সেই কাগজ পরে অন্য ভূখণ্ডে নিবন্ধন করে নিতে হয়।

আইনের ক্ষেত্রে যে জুরিসডিকশনে মানুষ থাকে সেই দেশের আইন প্রয়োগ হয় সাধারণত।

বাংলাদেশের আইনে পিতা বিচ্ছেদের আগে এবং পরেও সন্তানের অভিভাবক আর মা হল তত্ত্বাবধায়ক। জাপানের নিয়ম জানি না। তবে জাপানে সাধারণত বিচ্ছেদের পরে মায়ের কাছে বাচ্চা থাকে (সব দেশেই বলতে গেলে এই নিয়ম)। কিন্তু খারাপ নিয়ম হল বাবা সন্তানকে দেখার অধিকার পর্যন্ত হারায় এবং দেখতে গেলে তাকে জেলে যেতে হতে পারে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২৭

অল্পকথা বলেছেন: 第二十七条 第二十五条の規定は、離婚について準用する。ただし、夫婦の一方が日本に常居所を有する日本人であるときは、離婚は、日本法による。
Article 27 Article 25 shall apply mutatis mutandis to divorce; provided, however, that if either husband or wife is a Japanese national who has a habitual residence in Japan, their divorce shall be governed by Japanese law.

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৯

শিশির খান ১৪ বলেছেন: এই বাংলাদেশী বেটা মনে হয় তিন দেশের নাগরিক আমেরিকা জাপান বাংলাদেশ প্রশ্ন হচ্ছে সব বাদ দিয়া এই
বেটা বাংলাদেশে আসছে কেনো? স্বামী স্ত্রী নোংরা নাটক শুরু করছে আর আমাদের বিব্রতকর অবস্থায় ফেলছে। এটা খুব স্বাভাবিক মেয়ের দায়িত্ব মায়ের কাছেই থাকার কথা ১৮ বছরের নিচে মেয়েরা মার দিয়িত্বেই থাকে। বেটা মানুষ কি ভাবে মেয়েদের মায়ের অভাব পূরণ করবে। আরব দেশ গুলোতে পাছায় দোররা বা বেত দিয়া মারে না এদের ও তাই করা উচিত এতোই যদি ছেলে মেয়েকে ভালোবাসো তে হইলে ডিভোর্স দিছিলা কে ?

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪০

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৮

রানার ব্লগ বলেছেন:

সাড়ে চুয়াত্তর বলেছেন: জাপানে সাধারণত বিচ্ছেদের পরে মায়ের কাছে বাচ্চা থাকে (সব দেশেই বলতে গেলে এই নিয়ম)। কিন্তু খারাপ নিয়ম হল বাবা সন্তানকে দেখার অধিকার পর্যন্ত হারায় এবং দেখতে গেলে তাকে জেলে যেতে হতে পারে।

ওই লোক এই কারনেই মেয়েদের নিয়ে পালিয়ে বাংলাদেশে এসেছে । জাপানে থাকলে সে জীবনেও মেয়েদের সাথে দেখা করতে পারতো না ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২২

অল্পকথা বলেছেন: জাপানে থাকলে দেখা করতে পারতো না, জেলে যেতে হতো এই কথাগুলো ঠিক নয়। যতক্ষন না পর্যন্ত তিনি সন্তান বা স্ত্রীর বিপদের কারন না হোন তো আইন তাঁকে সন্তানের সাথে দেখা করতে বাঁধা দেয় না।

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৩৩

জিকোব্লগ বলেছেন:



লেখক বলেছেন: জাপানে থাকলে দেখা করতে পারতো না, জেলে যেতে হতো এই কথাগুলো ঠিক নয়। যতক্ষন না পর্যন্ত তিনি সন্তান বা স্ত্রীর বিপদের কারন না হোন তো আইন তাঁকে সন্তানের সাথে দেখা করতে বাঁধা দেয় না।

-
বিদেশে আমি দেখেছি ৩০-৪০ বছর ধরে থাকা কিছু স্বল্প শিক্ষিত বাংলাদেশি
তথ্য সূত্র দিতে পারে না। তারা শুধু শোনা কথার উপরেই চলতে থাকে।

আপনি যা বলছেন তার প্রামাণিক তথ্যর লিংক দেন।
নাকি এইগুলো শুধুই আপনার শোনা কথা!

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩৩

অল্পকথা বলেছেন: এখানে একটা বিদেশী নাগরিকের সাথে ডিভোর্স সম্পর্কে বিস্তারিত লেখা আছে । লেখাটি খুবই সাম্প্রতিক সময় করে পড়ে দেখুন।
Divorce process in Japan

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২৪

অল্পকথা বলেছেন: Divorce process in Japan

১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩৮

ঢাবিয়ান বলেছেন: যে সব খবর পত্রিকায় এসেছে এরপরেও এই লোকের মাঝে পিতৃ্ত্বের আদর স্নেহের সন্ধান কোথায় পেল কিছু মানুষ কে জানে !! নাবালিকা মেয়েদের আমেরিকায় নিয়ে যাওয়ার কথা বলে ভুয়া পাসপোর্ট বানিয়ে দেশে নিয়ে আসা এবং জাপানী মাকে চোখ বেধে বাচ্চাদের কাছে নিয়ে যাওয়ার কাহিনী পত্রিকায় পড়ে পুরাই অপহরন কেসের মত মনে হয়েছে। একজন পাষন্ড পিতার পক্ষেই এরকম করা সম্ভব।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪২

অল্পকথা বলেছেন: সবচেয়ে দুঃখের বিষয় হলো ,সেই বাবাকে ভালো পরামর্শ দেয়ার জন্য কেউ নেই।

১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫০

জিকোব্লগ বলেছেন:




@অল্পকথা ,

জাপানে যৌথ রক্ষণাবেক্ষণ আইনত স্বীকৃত নয়।



https://en.wikipedia.org/wiki/Joint_custody

১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৩

জিকোব্লগ বলেছেন: @অল্পকথা

বিদেশী পিতামাতারা শিশুদের ফেরত পাওয়ার ক্ষেত্রে জাপানের আদালতে ব্যাপকভাবে অসুবিধায় পড়েন।



https://en.wikipedia.org/wiki/International_child_abduction_in_Japan

১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৪০

এস এম মামুন অর রশীদ বলেছেন: আপনি যেসব আইনের কথা বলছেন, এগুলো কাজীর গরুর মতো, কেতাবে আছে, গোয়ালে নেই। বিদেশীদের জন্য তো আরও নেই। এজন্যই জাপানের বিচার-ব্যবস্থার বিরুদ্ধে Class Action হয় এবং অভিভাবকত্ব আইন পরিবর্তন করতে অবশেষে সরকার সম্মত হচ্ছে

১৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৫২

সাড়ে চুয়াত্তর বলেছেন: বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে জাপানী নাগরিক যারা মুলত জাপানে থাকে তাদের জন্য জাপানি আইন কার্যকর হবে। এদের ক্ষেত্রে বিদেশে বেড়াতে গেলেও বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে জাপানি আইন কাজ করবে। কিন্তু জাপানি নাগরিক বিদেশে চাকরী করে বা দীর্ঘদিন থাকে তার ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের জন্য জাপানি আইন কাজ করবে না।

জাপানে এখনও জয়েন্ট কাসটডি চালু হয়নি। এই লিঙ্কটা দেখতে পারেন।
https://www.japantimes.co.jp/news/2022/11/15/national/joint-custody-interim-panel-report/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.