![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগ ও ব্লগারদের নিয়ে লিখতে শুরু করার ধৃষ্টতা করেই ফেললাম! ব্লগে আমার বেশিদিন হয়নি। দিকভ্রান্ত*পথিক ব্লগ লিখেছেন: ২ মাস ২ সপ্তাহ ...দিন...ঘণ্টা... মিনিট...সেকেন্ড...মিলিসেকেন্ড......মাত্র(কখন পোস্ট দেখছেন সেই হিসেবে পরেরগুলো বসিয়ে নিয়েন)।
পোস্টটি করা হয়েছে সামুর কিছু অসঙ্গতি(যা আমার মনে হয়েছে) ও আমার সবথেকে প্রিয় ব্লগারদের সম্মান জানাতে।
লিখতে ভাল লাগত সবসময়ই, তবে জুকারবার্গ ভাইয়ের ওখানে চ্যাট করে আর খুদে খুদে স্ট্যাটাস দিয়ে মন ভরেনি কোনদিনই। বছর দুয়েক আগে জানাপুর ব্লগ ব্যবহার করতে দেখছিলাম এক বড় ভাইকে, তখনি ভেবেছিলাম, হয়ত আমিও একদিন...... একা থাকার কয়েকদিনে সিদ্ধান্ত নিয়ে যোগ দিয়েই দিলাম আপনাদের সাথে!
বিদেশীগুলোকে কখনই আপন হয়নি, না মানুষ, না ফেবু, টুইটার, হোয়াটএভার! তবে বাংলার এই ব্লগ অনেক আপন লাগে। শত প্রতিকুলতা সত্ত্বেও কিছু মানুষের জন্যে ব্লগে আসতে অনেক ভালো লাগে। কিছু কারণে এই অল্প দিনেই সামু অনেক আপন ও ভালো লাগার জায়গা হয়ে গেছে। অন্যায়ের প্রতিবাদ করতে না পারার সাফোকেশন কেটেছে, মনের ভাব প্রকাশ করতে না পারার পরাধীনতা কেটেছে, সামু সহ আমার প্রিয় ব্লগারদের জানাই অন্তর থেকে ধন্যবাদ তাই।।
অনেক জ্ঞানী মানুষের আধার এই ব্লগ, নিজেকে অনেক ক্ষুদ্র মনে হয়, যখন দেখি আপনাদের মাঝে এত জ্ঞান। আপনাদের লেখনি, প্রজ্ঞা নিজের ক্ষুদ্রতা আর অজ্ঞানতার সাথে বারবার পরিচয় করিয়ে দেয়।
আগে দুটো কথা বলতে চাই:
ব্লগে সাহিত্য চর্চার সুযোগ যথেষ্টই, আমরাই কিন্তু গলাটিপে হত্যা করছি সেটিকে। একজন লেখকের একটি কবিতা লিখতে হয়ত সপ্তাহ, মাস লেগে যায়, গল্প লিখতে আরো বেশি!! অথচ আমরা পড়ে দেখবার ইচ্ছাও পোষণ করিনা। এটি ঠিক নয়, আপনারা সাহিত্যকে যত উত্সাহ দিবেন, ততই বেশি উন্নত মানের লেখা পাবেন, সবার থেকেই।
১৮+ পোস্টে পাগলের মত হুমড়ি খেয়ে না পড়ে, গঠনমূলক পোস্ট দেখবার আহবান জানাই আমার বিজ্ঞ ব্লগারদের।
রাজনৈতিক ক্যচাল বা জাময়াত শিবির তর্ক চলবে, কিন্তু ব্লগ মানেই মনে করিনা যে ওসবই সবকিছু! তাই এমন না শুধু ক্যাচাল পোস্টে আগ্রহ রাখবেন।
প্রথম পাতা বেজায় ছোট, হয় পাতা বড় করুন, নাহয় কিছু একটা ভাবুন!! মিনিটের মধ্যে দ্বিতীয় পাতায় পোস্ট চলে গেলে গিয়ে দেখার ধৈর্য অনেকেরই নাই!! সময় নির্দিষ্ট করে দিতে পারেন, প্রথম পাতায় ৫ মিনিট, দ্বিতীয় পাতায় ৭ মিনিট তারপরে থেকে স্বাভাবিক ভাবে চলতে দেওয়া যায়! শুধু বলতে চাইছি, কর্তৃপক্ষ, এই বিষয়ে কিছু একটা ভাবুন। অনেকে শুধুই ব্লগে লিখেন, একটি গল্বেসনামূলক পোস্ট লিখতে কয়েক দিনও লেগে থাকতে পারে, সেটি যদি কেউ নাইই পড়ল, কি লাভ? পোস্টের গুরুত্ব হিসেবেও মডারেশন করে উপর নিচ করে দেয়া যায়!! যেটি নির্বাচিত পাতার থেকেও বেশি কার্যকর হবে বলে মনে করি।
ব্লগে দলীয় না, দেশের স্বার্থটি সবসময় দেখার চেষ্টা করুন। আপনি যাকে সমর্থন করেন, সে খারাপ করলেও সমালোচনা করুন, আপনার বিরোধী দল ভালো করলেও প্রসংসা করুন। এটি হচ্ছে সুস্থ রাজনৈতিক চিন্তাধারা। শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করার ফলাফল কিন্তু আমাদের বাংলাদেশ।
সর্বোচ্চ পোস্টদাতা সেরা ব্লগার, এই মানদন্ড কে নির্ধারণ করেছেন? আপনার প্রজ্ঞাকে নতজানু সালাম জানাতে চাই।
আর কিছু বলবনা, অনেক আঁতলামি করলাম, তবে যা অনুভব করেছি তাই বললাম।
মন থেকে বিশেষ সম্মান আমার সবথেকে প্রিয় ব্লগারদের প্রতি:
সবার প্রিয় ইমন জুবায়ের ভাইয়ের সাথে কখনো কথা বা দেখা হয়নি, তবে পরিবারের এত প্রিয় মানুষটিকে হারিয়ে ব্যথা পেয়েছি, ওনার আত্নার শান্তি কামনা করছি।
নিয়েল (হিমু) ভাই(ওনাকে সত্যিকার হিমু মনে হওয়াতেই এই ঘটনা, ভাই হলুদ পাঞ্জাবি ট্রাই করবেন। আর মাঝে মাঝে পোস্ট করলে জনগণ কিছু শিখতে পারে।),
দায়িত্ববান নাগরিক ভাই(আপনার নিক ও Iron Man দুইটাই আমার খুব পছন্দের! কারণ ওগুলোর সার্থকতা আপনার কাজেই।) ,
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা আপু(আপু আপনার কোনো কোনো মন্তব্যের গভীরতা ধরতে না পেরে অনেক সময় আবার একটি পোস্ট লিখতে ইচ্ছে করে, মন্তব্যটির উপরে),
একজন আরমান ও ঘুড্ডির পাইলট(সমাজের প্রতি নিবেদনের ইচ্ছে মুগ্ধ করেছে),
অপূর্ণ ভাই(সামাজিক দায়িত্বশীলতার জন্যে নিন শ্রদ্ধা),
আমিনুর রহমান ভাই(সামাজিক দায়িত্বশীলতার জন্যে নিন শ্রদ্ধা),
লোনলিফাইটার, আলতামাশ, লিঙ্কনহুসাইন, চলতি নিয়ম ও হিমু ভাই সহ আরও যাদের সাথে একই যুদ্ধে আমিও সহযোদ্ধা, তাদের সালাম জানাই।
ইখতামিন ভাইয়া(লজ্জা পাইছি ভাই, আমার শ্রদ্ধা নিবেন),
শের শায়েরী ভাই(আপনিও লজ্জা দিছেন, তবে একটা প্রশ্ন, তেলের দাম বাড়ে কেন ভাই?),
আরজু পনি আপু(আপনি যে কত বেশি উদ্যমী ও সম্মানের দাবিদার তা না হয় নাই বললাম),
চেয়ারম্যান০০৭(আপনের কমেন্ট বাঁধাই করে রাখা যায় ব্রো),
জনৈক গণ্ডমূর্খ (লেখা ও মন্তব্য দুটি ভালো লাগে আপনার)
সিডির দোকান আর তার ভালা অইসে রে বিষয়ে আর কি বলব(দশ মাসের পোস্টটা দিয়া ভালই ভ্যাবা ও চ্যাকা খাইয়েছিলেন, আফামনি ভেবেছিলাম আপনাকে)
মাক্স, বিকারগ্রস্থ মস্তিস্ক, পরিবেশ বন্ধু ভাই, গিয়াসলিটন ভাই, শূন্য পথিক ভাইয়ের সবসময় সাথে থাকা ভালো লাগে। প্রথম থেকেই সাথে পেয়েছি।
S R Jony ভাই, রীতিমত লিয়া ও সাকিন উল আলম ইভান ভাইয়ের সমাজের প্রতি নিবেদন দেখে মুগ্ধ হয়েছি।
সামুর ইতিহাসে সবথেকে সেরা ব্লগার, যার ব্লগিং এর সুখ্যাতির সুবাস এমনকি বছর আগেই ফেবুতে ম ম করছিল, তার কথা আর না বললেই নয়, ঔপন্যাসিক সাঃ উঃ জাঃ মোহাম্মদ মোর্শেদুল কুতুব চৌধুরী মজনু !! সময় করে উনার ব্লগে একবার ঘুরে না আসলে জীবনটাই বৃথা, দেশের সবথেকে প্রতিভাবান মানুষটিকে শ্রদ্ধা জানাই।
একজনের নাম বলতে ভুলেই গেছিলাম। আসলে ভাইটি কখনো সেভাবে মন্তব্য করেন নাই তো তাই লিখিনি। আর ওনাকে ভাই ডাকি তাই স্বজন প্রীতিও বর্জন করার চেষ্টা করছিলাম। পরে, উনি কান্নাকাটি করতে থাকলে অনার নাম যুক্ত করে দেয়া হল, প্রিন্স হেক্টর ভাই, আপনাকে ভালা পাই, প্রতিবেশিকে পর্দাটা কিনে নিতে বলবেন........
ছোট্ট নিথীকে আন্তরিক ধন্যবাদ সবসময় সাথে থাকার জন্যে।
আরজু পনি, আশরাফুল ইসলাম দূর্জয়, প্রিয়তমেষূ, স্বপনবাজ ও আরও যারা কবিতা লিখতে উত্সাহ দিয়েছেন(ব্লগে এই বিষয়ে উত্সাহ খুব কম মানুষই দেন) তাদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাই।
শাকিল খাঁন একজন সেরা ব্লগার, কপি পেস্ট আমার ভালো লাগেনা, উনি জবাব ও দেন না, ভাই কি আমাকে পছন্দ করেন না?
TO MY BLOG FAMILY!!!
ইমন ভাইকে যেভাবে সবাই স্মরণ করলেন, আমাকে হয়ত কেউই করবেন না, আমি তার যোগ্যও নই, তবে বিশ্বাস করুন, আমি চেষ্টা করব!! আপনাদেরকে তো আমি সবসময়ই মনে করতে পারব, এটাও বিশাল পাওয়া!!
আমি জানতাম না যে আমার চিন্তার সাথে এত মানুসের একাত্ততা আছে!! আমি দিকভ্রান্ত পথিক আমার ফেবুতে নিকনেম হিসেবে সেই ক'বছর আগে দিয়েছি !! তাই এখানেও দিলাম! কিন্তু একি!?? অনেকেই আমার মতই পথিক, অনেকেই দিকভ্রান্ত!! খাইছে!! যেনারা আমার মিতা, তেনাদের কিছু কিছু উদাহরণ:
দিকভ্রান্ত কমুনিটি:-
দিকভ্রান্ত একা ,দিকভ্রান্ত উন্নাসিক, দিকভ্রান্ত, দিকভ্রান্ত পথিক, দিকভ্রান্ত পথিক, দিকভ্রান্ত পথিক, দিকভ্রান্ত একা, দিকভ্রান্ত পথিক ১, দিকভ্রান্ত পথক্লান্ত, দিকভ্রান্ত পথিক ২, দিকভ্রান্ত আধুলী, দিকভ্রান্ত উন্মাদ!
পথিক কমুনিটি:
পথিক, পথিক, পথিক, অচেনা পথিক, উদভ্রান্ত পথিক, মাহবুব পথিক, আহত পথিক, রক্তাক্ত, পথিক, সুরঙ্গ পথিক, পথিক কবি, পথিক!!!!!!!, অচেনা পথিক, নিঃসঙ্গ পথিক, ক্লান্ত পথিক, পথিক০, পথিক পরিবার, অভ্র পথিক, উদাসী পথিক, ভ্রান্ত পথিক, অচেনা পথিক, মহাজাগতিক বৃষ্টিতে অনন্তকালের পথিক, উদাসীপথিক, পথিক, ভ্রাণ্ত পথিক, অতীতের পথিক, আসিফ আনোয়ার (পথিক), পথহারা পথিক, অশান্ত পথিক, অচেনা পথিক, দাড়াও পথিক বর, পথভোলা, এক পথিক, বিভ্রান্ত পথিক, পথিক০০৭, পথিক বন্ধু, রাতেরপথিক, দুরন্ত পথিক,পান্হ পথিক, মনপথিক, পথের শেষ পথিক ,পথিক ছেলে, মেঘলা পথিক, ফেরারী পথিক, নিসর্গ পথিক, পথিকবর, পথিক৪১৭, দুরন্ত পথিক ঢাবি, পথিক মানিক, চেনা পথিক, |জনারন্যে নিসংঙগ পথিক|, পথ হারা পথিক, অজানা পথিক, একাকী পথিক, অতিথি_পথিক_মানুষ, পান্থ পথিক, পথিক তুমি, দিকভ্রান্ত পথিক, উদাস্ পথিক, পথিকরাজপুত্র, পথেরপথিক, বিভ্রান্ত পথিক০০৭, পথহীন পথিক, রফিকুল ইসলাম পথিক, অচিন পথিক, পথিক আতিক, খেয়ালী_পথিক, নিঃসঙ্গ পথিক.., পথ ও পথিক, বিদেশী পথিক, অন্ধকারের পথিক, পথিকের চিঠি ,অন্ধ পথিক, অজানার পথের পথিক, ছদ্মবেশী পথিক, নিশি রাতের পথিক !,সত্যের পথিক,পথিক মানুষ ১৯৮০,চেনা পথের অচেনা পথিক,চেনা পথের অচেনা পথিক,চেনা পথের অচেনা পথিক, ,চেনা পথের অচেনা পথিক ,নির্বাসিত পথিক ,নির্বাসিত পথিক সহ আরো প্রায় এক কোটি পথিক আছেন।
সমস্ত পথিক ও দিকভ্রান্তদের আমার লাল সালাম! আমি ভাই আপনাদের মিতা মানুষ ও গর্বিত!!
আজ আমি জানতে পারলাম পথে ঘাটে চলতে ধাক্কা কেন খাইতাম!! পথিকের সংখ্যা যদি এত হয় তাইলে কেমনে কি?
তবে আশার কথা হলো, আমিই একমাত্র তারকাখচিত, দিকভ্রান্ত এবং সর্বোপরি পথিক!! "দিকভ্রান্ত*পথিক"--- তারপরেও চিনতে না পারলে কিন্তু কষ্ট পাব, আর আমি কষ্ট পাইলে কষ্টের কবিতা দিয়া প্রথম পাতার বারোটা বাজাব শিউর! তাই সাবধান সবে!!
শেষে আমার ও সবার বিষয়েই একটি গুরুত্বপূর্ণ বিষয়: আসুন ট্যাগ দেয়া বন্ধ করি, বিশেষ করে ভারতীয় দলাল বা পাকিস্তানি দালাল কাউকে না বলি, কারণ অন্যকে এই পা.দা. বললে সেও আপনাকে উল্টাটা বলবে, যেটি কিনা খুবই অনুচিত ও অপমান জনক! আমাকে কেউ কোনো ট্যাগ দিতে চাইলে বা.দা বলবে, আমি বাংলাদেশের দালাল। আমার রাজনীতি হলো দেশপ্রেম আর আমার দলের নাম বাংলাদেশ।।
ন্যায় এর জয় হোক, অন্যায় এর হোক পরাজয়, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বলা যাবেনা তো আপু, আমার বুঝি বকা খাবার ভয় নেই?
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২১
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
আপনার কিছু জবাব আশা করি, সামুর বিষয় নিয়ে!!
২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৬
সাইফ বরকত বলেছেন: ভাল লাগল
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ভাইয়া !!!
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৮
নিশ্চুপ শরিফ বলেছেন: লেখক ছাটাই করা দরকার। বিশেষ করে আমার মত গুলানরে
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হা হা হা হা ... না বড় ভাই, আপনে শিন্দর লিখেন... ঘটনা হলো, লেখা অনেকেই লিখতে থাকে, হয় জনপ্রিয় অথবা রাজনৈতিক অথবা ১৮+ না হলে আপনার লেখা যে কোথায় হারিয়ে যায়!! খুজেও পাওয়া ভার!!
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৮
আব্দুর রহ্মান বলেছেন: ভালা অইছে+++
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ আপনাকে!!!!
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৩
মৌন ভাষা বলেছেন: অনেক চিন্তার ফসল মনে হচ্ছে। চালিয়ে যান, ভাল করবেন আশা করি।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে!! সাথে থাকবেন!!!
৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫২
ঘুড্ডির পাইলট বলেছেন: লেখা হাড়িয়ে যাওয়ার বেপারে সামু টেকনিক্যাল টিমের দৃষ্টি আকর্শনের সাথে ব্লগার দেরও দৃষ্টি আকর্ষন করছি।
একটা পোষ্ট একজন লেখক এর সন্তান সমতুল্য , প্রতিদিন সন্তান প্রসব থেকে বিরত থাকি আর যারা সন্তান অনেক দিন পর পর প্রসব করেন তাদের নিয়মিত পোষ্ট দেয়ার অনুরোধ করি ।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হা হা হা হা !! এইডা কি হৈল ভাই? কিছুই তো মাথায় ঢুকলো না!! যারা লিখে লিখা কমাতে বললেন, যারা লিখেনা লেখা বাড়াইতে বললেন!! তবে পোস্ট হারায় যায় ভাই, খুবই দুক্ষের কথা.....
৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০০
নিয়েল ( হিমু ) বলেছেন: পথিকের দেখি মেলা জমায়া দিছেন !!
ন্যায়ের জয় হোক ।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হিমু ভাইকে অর্নার দিলাম! স্যালুট মারলাম! দাওয়াত থাকলো ভাই!!
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পথিক এর মেলা, ঠিক কৈছেন!!
৮| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৬
মাক্স বলেছেন: অনেক ভালো ভালো কথা লিখে পোস্ট দিয়েছেন। আর অনেক পোস্ট খুব কম পড়া হয় এও সত্য।
দোষ কিন্তু আমার নিজের। আমি চাই আমার লেখা সবাই পড়ুক। আমি মাক্স, আমি বিরাট লেখক আমার নাম সব ব্লগাররা জানতে হবে।
নাম ফুটানোর জন্য পোস্টে ১৮+ সিম্বল এড করি, আমি পোস্ট করি আমার নিষিদ্ধ পল্লী ভ্রমণের অভিজ্ঞতা, আমি করি রিপোস্ট, প্রথম পাতা থেকে পোস্ট সরে যাওয়া মাত্রই রিপোস্ট, শুধুমাত্র নামটা প্রথম পাতায় শো করতেই দেই কপি পেস্ট পোস্ট, যে যতই বিরক্ত হোক না কেন, দেই ভারতীয় বস্তা পঁচা কোন মুভির ডাউনলোড লিংক,
আমাকে শো করতেই হবে যে আমার একটা নিক আছে ।
যারা বুঝেও বুঝেনা তাদের জন্য আমাদের কিছুই করার নেই। প্রত্যেকেই দায়িত্বশীল আচরণ করতে হবে এছাড়া কোন ধরণের সমস্যার সমাধানই সম্ভব না।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই কথাগুলো একদম সত্য!!! সবারই ভালো চর্চার মাধ্যম্যে বিষয়টা অনেক সুন্দর করা যায়!! তবে বুদ্ধিদীপ্ত ও নিয়মতান্ত্রিক মডারেশনের খুব অভাব দেখতেছি...
৯| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৮
মাক্স বলেছেন: ভয়ে আছি বেশী কৈয়া ফালাইলাম না তো? বেশী কথা বইলাই কিন্তু দুইবার জেনারেল আরেকবার ব্লকড হৈছিলাম।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনি আমার শ্রদ্ধাঞ্জলির অংশ!! আপনারে কে ব্লক দেয় ভাই!? এমুন মানুষ আছেনি!?
১০| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৯
একজনা বলেছেন: ভালো লাগল। অন্যকে সম্মান জানাতে পারাটাও সম্মানেরই ব্যাপার। পোষ্টে ভালোলাগা রইল।
ভালো থাকবেন।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: একজনা কে ধন্যবাদ!!! যাদের ভালো লাগে তাদের জানাওর প্রয়োজন বোধ করেছি!!! ভালো থাকবেন অনেক শুভকামনা!!
১১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৬
লোনলিফাইটার বলেছেন: ব্রো তুমি আমার আসল নিক জানো?তুমি নাহোল হামা রুদ্রপ্রতাপ কে চিনো?
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ব্লগার রুদ্রপ্রতাপকে চিনিনা, শুধু পরেছি লেখা!! হামা একজন জনপ্রিয় ব্লগারের সংক্ষিপ্ত বলে শুনেছি!!! ছাগুদের শত্রু হিসেবে আপনি আর আমি ভাই ভাই!!!! আপনি তো পুরাণ ফাইটার, তাইনা? আগের নিকটা আর নাই!! এগুলোই জানতে পারছি..
কিছু ভুল হলে বলেন, আর ডিটেইল একটু জানাবেন আমাকে......
১২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৮
জাহাজী পোলা বলেছেন:
ভাল লিখচেন ভাইয়া
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া!!
১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২০
মাক্স বলেছেন: ভাইজান থাক না@লোনলিফাইটার
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাইয়া, আমি নতুন, তাই জানার কমতি থাকতে পারে... যদি কোনকিছু ভোল বলি তো শুধরে দিবেন প্লিজ....
১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৮
মাথানষ্ট০০৭ বলেছেন: লোনলি ফাইটার হইল বেঈমান আমি। ছাগুদের যম। ছাগু ফাইটারদের আইকন। এখনো সক্রিয়। তবে নাহোল হামা রুদ্রপ্রতাপ , কালিদাস এরাও তাই, ছাগুদের একসময়ের যম। এখন একটু নিষ্ক্রিয়। তাইনা ভাই?
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমি আছি ওদের সাথে, ঘোষণা দেই নাই কি হয়েছে? আমি আমার নীতি দিয়েই ফাইট চালিয়ে যাচ্ছি!! সম্পূর্ণ না জানলেও জানতাম ওনার ভুমিকা!! তাই তো আমার সম্মান ওনার প্রতি!
আপনাকে ধন্যবাদ!!
১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩১
*কুনোব্যাঙ* বলেছেন: পলিটিক্যাল পোষ্ট বা ক্যাচাল পোষ্টে অনেক হৈচৈ হয় বিধায় সেগুলো একটু চোখে পড়ে কিন্তু যারা সাহিত্য কবিতা বা তথ্যভিত্তিক বা অন্যান্য বিষয় ভিত্তিক পোষ্টে আগ্রহী তারা কিন্তু নিয়মিতই ঐসব পোষ্টে যায় বা প্রথম পাতায় যত ভীড়ই হোক সেগুলো তারা ঠিকই খুঁজে পায় বা সেসব নিয়ে আলোচনা করে। যেমন, এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা। ব্লগে যতক্ষণ থাকে সবার ব্লগ ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যেও স্বর্ণা অনেক পোষ্ট মিস করে বিশেষ করে ভৌগোলিক অবস্থানগত কারণে ব্লগের পিক টাইমে থাকতে না পারার কারণে। বাট কবিতার পোষ্ট তাকে আমি মিস করতে দেখেছি বলে মনে পড়েনা। আসলে এখানে বিষয় ভিত্তিক ব্যাক্তি আগ্রহটাই হচ্ছে আসল কথা।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হুম, তবে অপ্রয়োজনীয় পোস্টে প্রথম পাতা ভরে থাকে, ওগুলোকে মডারেশনের মাধ্যমে দ্বিতীয়তে পাঠিয়ে দেওয়ার মত কিছু একটা করা গেলে দারুন হত!! কাজের কাজ পোস্ট গুলা চোখে বেশি পরত.... রাজনৈতিক পোস্ট আমিও দেই, কিন্তু কাজের পোস্ট বা কবিতা দিলে সবার কম আগ্রহ দেখে হতাশা আসে..... তবে আপনার কথা সমর্থন করলাম!!!
একটি সাহিত্য পাতা কি হতে পারে না!????????????????????????????
১৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৯
মাক্স বলেছেন: ভুল শুদ্ধের ব্যাপার না। না জেনে থাকলে আস্তে আস্তে জেনেই যাবেন। বাদ দিতে বলসি এই কারণে, যেই পোস্টে আমার নাম নেওয়া হবে সেই একই পোস্টে হামা ভাইয়ের মত ব্লগারের নামও যদি নেয়া হয় তাহলে শুধুমাত্র উনাদেরকে হেয় করা ছাড়া আর কিছুই হবে না। এটা কোন ধরণের তৈল প্রদর্শনের চেষ্টা না। শুধুমাত্র ব্যক্তিগত মতামত।
ভালো থাকুন দিকভ্রান্ত*পথিক।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনার মতামতে খুশি হলাম.... আচ্ছা ভাইয়া... জানিয়েছেন এতে খুশি হলাম...সাথে থাকবেন....
১৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৪
অন্যনায়ক বলেছেন: কথা সত্য..
০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হুমমমম
১৮| ০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০২
রাফা বলেছেন: ছাগু ফাইটারদের কোনঠাসা করার একটা প্রচেস্টা লক্ষ করা যাচ্ছে।ছাগিয়তাবাদ আর ছাগুরা আজ একাকার হোয়ে গেছে।তাই খুব সাবধান।বৃক্ষ তোর নাম কি ফলে পরিচয়।সবাইকে এক কাতারে না আনার চেস্টা করাই ভালো।
ছাগিয়তাবাদিদের, ছাগুদের সাথে এক মঞ্চে দেখা যেতেই পারে।তাই বলে ছাগু ফাইটারদের সেই মঞ্চে আসতে হবে এমন কোন নিয়ম নেই ।এবং থাকতে পারেনা।
ধন্যবাদ
০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ আপনাকেও.।
১৯| ০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৫
সুপান্থ সুরাহী বলেছেন:
বেশ ভাল লিখছেন.........
বাট ইহা নিত্য দিনের রেসিপি...
বদলাবে কিনা বলতে পারি না... তবে বদলালে ইতিহাস পাল্টে যাবে......
শুভভোর!
০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বদলালে ইতিহাস পাল্টে যাবে......
২০| ০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৫
*কুনোব্যাঙ* বলেছেন: ব্যাক্তিগত ভাবে আমি মনেকরি চাহিদা দেখে ব্লগ লিখলে নিজের ক্রিয়েটিভিটি নষ্ট হয়। খুব স্বাভাবিক ভাবেই কবিতা বা সাহিত্যের পাঠক তুলনামূলক কম হবে। কিন্তু একটা মৌলিক সাহিত্য একজন লেখকের অনেক মূল্যবান সম্পদ। আমি সাহিত্য কবিতা পারিনা যে কারণে আমাকে তথ্য ভিত্তিক পোষ্ট দিতে হয়। তার মধ্যেও আমি চেষ্টা করি সেখানে নিজের মত করে ভাষাগত বা লেখনির ধরনের মধ্যে কিছুটা মৌলিকত্ব আনার, যদিও ভাষার অজ্ঞতায় সেটা খুব একটা ভালো হয়না। যদি সাহিত্য বা কবিতায় আমার কনফিডেন্স থাকত তাহলে ৫ জন পাঠক পেলেও আমি তাই করতাম। কারণ সেটাতে আমার স্যাটিসফেকশন থাকত যে এখানে যা কিছু আছে তার সবই আমার।"জেলখানার ডায়েরী' নামে একটা ছোট গল্প লিখার চেষ্টা করেছিলাম কিন্তু লিখতে লিখতে তালগোল পাকিয়ে ফেলি। তার পরও সেই গল্পটাই আমার সবচাইতে প্রিয় পোষ্ট।
আপনার সাথে একমত। প্রথম পাতা, নির্বাচিত পাতার পাশাপাশি ব্লগে কিছু বিষয় ভিত্তিক ট্যাব হলে মন্দ হয়না। এদিকে সব এরকমই থাকল শুধু একটা বিষয় ভিত্তিক অপশন বেশী থাকল যাতে একই সাথে সেগুলো সেইসব ট্যাবে চলে যায়।
০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমারও সাহিত্য নিয়ে যা পারি লিখতে ভালো লাগে.. তিনটা গল্প লিখসি..দিতে ইচ্ছা করেনা.... সবার অনীহা দেখে...
অন্তত একটি সাহিত্য পাতার খুব দরকার বলে মনে করছি!!!!!!!!!!!! প্রকাশের সময় অপশন দিলেই হবে, যারা সাহিত্য পাতায় যেতে চান সব একসাথে পাবেন...
২১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৫
আমিনুর রহমান বলেছেন: post a +++
০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ভাইয়া..... শুভকামনা... খারাপ খবর ও আছে.. আমার লাস্ট পোস্ট একটু দেখেবেন...
২২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৪
সময়একাত্তর বলেছেন: "লেখক বেশি পাঠক কম" সহমত।
দলীয় পোস্ট, ১৮+ পোস্ট, কপি-পেস্ট পোস্টের ভীড়ে ভালো লিখার ঠাঁই পাওয়া ও খুঁজে পাওয়া দুষ্কর।
আপনার পোস্ট গঠণমূলক। ভালো লাগা।
০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুঅভ্যাস, বুদ্ধিদীপ্ত ও সিস্টেমেটিক মডারেশন ও সাহিত্য পাতার ট্যাব চাই!!!!!!!
ভালো থাকবেন !
২৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১২
লোনলিফাইটার বলেছেন: ব্রো ডোন্ট টেক ইট আদারওয়াজ।আমি জাস্ট বলছি রিয়েল হান্টাদের চিনে নিও কেনো তারা চুপ জানার চেস্টা কইরো।কিপ ইট আপ
০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: যেমনে পারি, সবসময় সাথে আছি!!! দেশের শত্রুদের বিরুদ্ধে সবসময় পাবেন!!
২৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৬
একজন আরমান বলেছেন:
আসুন ট্যাগ দেয়া বন্ধ করি, বিশেষ করে ভারতীয় দলাল বা
পাকিস্তানি দালাল কাউকে না বলি, কারণ অন্যকে এই পা.দা. বললে সেও আপনাকে উল্টাটা বলবে, যেটি কিনা খুবই অনুচিত ও অপমান জনক! আমাকে কেউ কোনো ট্যাগ দিতে চাইলে বা.দা বলবে, আমি বাংলাদেশের দালাল। আমার রাজনীতি হলো দেশপ্রেম আর আমার দলের নাম বাংলাদেশ।।
সহমত।
০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ভাইয়া!!! আসার জন্যে কৃতজ্ঞতা....
২৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৬
শের শায়রী বলেছেন: ভাই নিজেকে সন্মানিত বোধ করছি, এত চমকার সব ব্লগারদের সাথে আমার নাম দেখে, তবে সত্যি কি জানেন আপনি যাদের নাম বললেন আমি তাদেরকে আক্ষরিক অর্থেই অনুসরন করি, আর আপনি বোধহয় একজনের নাম বলতে ভূলে গেছেন তার নাম "দিকভ্রান্ত*পথিক" যিনি তার সামাজিক দায়বদ্বতা দিয়ে আর শক্ত লেখনি দিয়ে উপরোক্ত সমস্ত ব্লগারের শ্রদ্বা কেড়ে নিছেন। ভাল থাকুন। আমার শ্রদ্বা নিন
০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমি ব্লগে নিতান্তই সামান্য একজন, আপনাদের ভালো লাগে, সম্মান করি, আদর্শকে এক মনে হয় তাই... ভাই প্রশ্নের জবাব দিলেন না, আপনি নাকি তেল তুলেন? দাম বাড়ে কেন? ঘটনা কইলেন না !?
২৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪১
s r jony বলেছেন:
পোস্টে ++++++++++++++
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ s r jony!!
২৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১০
রীতিমত লিয়া বলেছেন: আপনি অল্প ক'দিনেই ব্লগারদের মনে জায়গা করে নিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে!
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: রীতিমত লিয়া , আপনাকে অনেক অনেক ধন্যবাদ
আপনাদের মত ভালো মানুষদের দেখে শেখার চেষ্টা করছি....... প্রিয় ব্লগার বা প্রিয় মানুষদের অনেক ধন্যবাদ, তাদের সবসময় পাশেই পেয়েছি....
২৮| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ব্যস্ততার জন্য সুন্দর পোস্টটি দেরীতে নজরে এলো ।
পড়ে ভাল লাগলো , ব্লগের দিকপালদের মূল্যবান মতামত জানলাম ।
পোস্টে প্লাস দিয়ে গেলাম ।
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সময় করে দেখছেন তাই কৃতজ্ঞতা... আপনি লিখেছিলেন, আমি পথ ভুল করে চলে এসেছি সামুতে, আজ কার এটাই আমার নিয়মিত পথ হয়ে গেছে ভাইয়া..... আপনাদের সহযোগিতায়......
ভালো থাকবেন....
২৯| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
দলীয় পোস্ট, ১৮+ পোস্ট, কপি-পেস্ট পোস্টের ভীড়ে ভালো লিখার ঠাঁই পাওয়া ও খুঁজে পাওয়া দুষ্কর।
সহমত
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
প্রথম ও দ্বিতীয় পাতা পর্যন্ত হয়ত ঠিক আছে, তার পরে সেটি কালের গর্ভে বিলীন.........
আপনে অনেক ধন্যবাদ....
৩০| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেকে অনেক কিছু বলে ফেলেছে।
যদি সাহিত্য বা কবিতায় আমার কনফিডেন্স থাকত তাহলে ৫ জন পাঠক পেলেও আমি তাই করতাম।
আমিও কবিতা লেখার খুব ইচ্ছা
অনেক অনেক থ্যাংক্স।
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনি খালি লিখেই দেখেন কত্ত প্রসংশা পান... আপনার মন্তব্যেই মানুষ জাদু খুঁজে পায়!! আর লেখালেখি করলে তো ডেভিড কপারফিল্ড কেও হার মানবেন!!! ভালো সাহিত্যের তীর্থের কাক আমি ও অন্যরা অপেক্ষায় থাকলাম!!!
আপু, এই বিষয়ে কিছু করা সম্ভব কি? একটি সাহিত্য পাতা কিন্তু খুব ভালো সিদ্ধান্ত হতে পারে!! একটা আলাদা ট্যাব থাকলে কি ভালো হতনা? বাকি সবকিছু এক পাতায় ঠিক আছে, তবে সাহিত্য আলাদা জিনিস, আলাদা পাতা হলে ভালো লেখাও বেশি আসবে, আর তাদের স্থায়িত্ত্বও দীর্ঘ হবে সেখানে.....
ধন্যবাদ আপনাকে....
৩১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৮
কেতকী বলেছেন: কারো নাম মেনশন করে পোস্ট দেওয়াটা আমার কাছে তেলতেলে মনে হয়। কিন্তু তারপরও কৃতজ্ঞতা প্রকাশেরও একটা মাধ্যম নাম প্রকাশ।
অনেকেই হিট, কমেন্ট, লাইক কমে যাওয়ার ভয়ে অন্যের পোস্টে কোন অসঙ্গতি দেখলেও ভুল ধরে না, সমালোচনা করে না।
এই অভ্যাসটা বাদ দেওয়া দরকার।
আমি ভালো লিখতে পারি না, তারপরও যখন তখন কেন লিখি জানেন? লিখতে লিখতে হাত পাকানোর জন্য, সাহস বাড়ানোর জন্য।
সর্বাধিক পোস্টদাতা সেরা ব্লগার!!!! এটা মানাটা কষ্টকর! কোয়ান্টিটি নয়, কোয়ালিটির বিচার হোক।
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনার সাথে সহমত..........
ব্লগে অবদানটি লক্ষ্য রাখা উচিত... আমাদের সেরা ব্লগারকে রিপোস্ট, লিংক আর কপি পেস্ট দিতে দিতে শেষ করে ফেলতে দেখেছি.... লেখাও তেমন কেউ পরেনা.. তাইলে?
৩২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৩
লক্ষ্যহীন বলেছেন: হ্যা অলি ভাই, অল্প দিনেই আপনি ব্লগারদের মনে জায়গা করে নিয়েছেন। সবসময় থাকুন।
কিন্তু আমার নামটা কই গেল !!!
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কিছু রাজনৈতিক সুবিধাবাদীদের ছাড়া আমি সবাইকেই অনেক ভালবাসি!!!! তার মধ্যে অবশ্যই আপনিও পরবেন..... (গোপনে বলি:বেশি বেশি সাথে থাকুন, আপনার নাম টাও চামে ঢুকিয়ে দেব)
৩৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৫
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: ফালতু ১৮+ অথবা বিসাল হেডিং এর ক্যাচাল লেখায় পাঠকের ভিড় দেখে সৃজনশীল লেখকদের হৃদয়ে বেদনার পাহাড় জন্মে।
আমার দুজন কবি বন্ধু হতাশ হয়ে ব্লগ ছাড়ছে।
তবে আরেকটি কথা লেখা যেত। যেমন কোন কারনে কোন পরিশ্রমী ভাল ব্লগারের নীক ব্যান হলে তা কতদিন ব্যান থাকবে? মানে আমি জানতে চাই ব্যান করে কতদিন রাখা হয়?
আমার কথা হল চলতে গেলে ভুল হতেই পারে তাই বলে কারো নিক কে গলা টিপে হত্যা করা কি উচিৎ?
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হতাশ হবনা!!! লিখেই যাব!! আপনাদের পড়িয়েই ছাড়ব!! কিন্তু অনেকেই ভালবাসেন, তাই আলাদা সাহিত্য ট্যাব না থাকে অনেক লেখায় তাদের সামনে থেকে হারিয়ে যায়.....
নিক ব্যান কর, যতদিন ইচ্ছা রাখো, কিন্তু কেউ ব কোনো দোল শত্রুরা করলে তার প্রতিকার কি? অন্তত মেইলের মাধ্যমে আপিল কি করা যায়? যাতে একটি পিরিয়ডের আলটিমেটাম শেষে নিক খুলে দেওয়া যায়? মাল্টির ঝামেলা কমে যেত তাহলে.
৩৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২
অনীনদিতা বলেছেন: ন্যায় এর জয় হোক, অন্যায় এর হোক পরাজয়
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সব সময়েই কাম্য...
ধন্যবাদ আপনাকে....
৩৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫
রাসেল ভাই বলেছেন: কে কোন দেশের দালার তা পোষ্ট দেখেই বোঝা যায় । তাদের কে ট্যাগিং করা যুক্তিযুক্ত । আর যারা অহেতুক ট্যাগিং করে তারা কোন না কোন দেশের দালাল ।
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
ট্যাগিং এর সংস্কৃতি বা অভ্যাস বন্ধ করতে হবে....... জামায়াত শিবির রা যে পাক থেকে এসেছে এটি আর বলার কি? কিন্তু আওয়ামী পন্থী দের ভারতীয় দালাল কোন যুক্তিতে বলা হয়? ১৯৪৭ এর পরেও মনে হচ্ছেনা আমরা এই দুই দেশের কমল থেকে এতটুকু মুক্তি পেয়েছি... না পেয়েছি ৭১ এর পরে!!! মানসিক মুক্তি টাই হয়নি ...
৩৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০
স্বপনবাজ বলেছেন: কবিতা লিখতে থাকুন !
পোষ্ট ভালো লেগেছে !
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কবিতা লিখেই চলেছি, তবে এখন আর বেশি দিতে ইচ্ছা করেনা.... বাছাই করে করে দিব....
ধন্যবাদ ভাইয়া...
৩৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮
দায়িত্ববান নাগরিক বলেছেন: আমার প্রিয় ব্লগারের তালিকায় সবার আগে রাখি তাদের যারা সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করেছেন। প্রথমেই ফিল্ড অ্যাকটিভিস্টরা- আমিনুর রহমান ভাই খুব অ্যাক্টিভ, উনার কাজের জন্য আমি কৃতজ্ঞ। ঘুড্ডির পাইলট, একজন আরমান উনাদের কাছেও আমি কৃতজ্ঞ।
এরপর অনলাইনে অ্যাক্টিভ সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করা ব্লগাররা। তাদের মধ্যে অপুর্ন, আপনি। আপনাদের সাম্প্রতিক কাজগুলোর জন্য আপনাদের প্রশংসা করে ছোট করতে চাই না।
আর সামুতে জামাত শিবির ও ধর্মান্ধতার বিরুদ্ধে প্রতিবাদী ব্লগাররা। লোনলিফাইটার (বেঈমান আমি) যিনি ফেসবুকেও সমান অ্যাক্টিভ, নিয়েল হিমু, মামুন ভাই, ইভান ভাই, মাননীয় মন্ত্রী মহোদয় সহ সিলেটের বেশ কিছু ব্লগার। পুরাতন কয়েকজন ব্লগারও আছেন আমার প্রিয়র তালিকায়, নাহোল ভাই, কালিদাস, হাসান মাহবুব সহ আরো অনেকে।
ফেসবুকেও কিছু প্রিয় ব্লগার আছেন যারা সামুতে অ্যাক্টিভ নন, কিন্তু সচেতনতা সৃষ্টিতে খুব ভালো ভূমিকা রাখছেন অনলাইনে।
এধরনের ব্লগাররাই আমার প্রিয়। অনেক ধন্যবাদ আপনার পোষ্টের জন্য। ধর্ষন এর বিরুদ্ধে প্রতিবাদী কিছু কাজের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সময় স্বল্পতার কারনে অ্যাক্টিভ হতে পারছি না কিছুদিন থেকে। ভবিষ্যতেও এমন যাবে মনে হয়। তবে আপনাদের সাথে একসাথে ব্লগিং খুব ইনজয় করি।
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: উনারা, আপনি, দিগগজ ব্লগার.... আপনাদেরকে মন থেকে সম্মান ও অনুসরণ করি..আপনারা আছেন বলেই মনে হতে থাকে, না আমাদের সমাজের অনেক কিছু হবে.. আমরাও এগোতে পারব.... সবসময় সাথে থাকবেন ব্রো.... আপনার দায়িত্বশীলতা অনেক পছন্দ করি...
৩৮| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৭
দায়িত্ববান নাগরিক বলেছেন: ও আরো কয়েকজনের কথা বলতে ভুলে গেছি, সায়েদ রিয়াদ ও রাশেদ হাসান নোবেল। সামুতে অ্যাক্টিভ ছিল এখন ফেসবুকে বেশি অ্যাক্টিভ। ফেসবুক সহ সব জায়গায় ছাগুদের খুজে খুজে বের করে গদাম দেয়। বিশেষ করে সায়েদ রিয়াদ এর এনার্জি আমাকে অবাক করে, ভালোই লাগে উনাদের।
আরো বাদ পড়ে গেছে। মনে পড়ছে না।
আর এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্নার কথা না বললেই নয়। আমার কাছে উনি ছাড়া সামু নির্জীব।
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: স্বর্ণা আপু সামুর প্রাণ...... কথা অনুধাবিত পুরাই!
৩৯| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪
লাবনী আক্তার বলেছেন: কি বলব ভাই ! এতো সুন্দর করে গুছিয়ে লিখেছেন শুধু ভালো না অনেক ভালো লাগল।
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ওওওও মাই!!!!!! আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর মন্তব্যের জন্যে.....
৪০| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮
লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাই , এতো সুন্দর করে সব কিছু এক সাথে উপস্থাপন করার জন্য । সচেতনতা সৃষ্টি অন্যায় দুর্নীতি সন্ত্রাসে বিরুদ্ধে প্রতীবাদ করা এবং সাহিত্য চর্চার বা বিনোদনের জন্য ব্লগের তুলনায় হয় না , কিন্তু আমরা ব্লগে কি করি ?+১৮ পোষ্টের নামে অশ্লীল ছবির প্রদর্শনী করি+১৮ নামে অশ্লীল গল্প লিখি , ভবিষ্যৎ প্রজন্ম আমাদের থেকে কি পাচ্ছে বা পাবে , তারা নেট সার্চ করলে কি পাবে তায় কি একটু চিন্তা করি ।
আমরা ব্লগে কি করি একটু দেখবেন !
১ /আমার মতে ব্লগে ৩৫% পোষ্ট আসে মাত্র ২ লাইনের ,এই থেকে জাতি কোন শিক্ষাই নিতে পারবেনা ।
২/ রাজনীতি এবং দলীয় নীতি নিয়ে পোষ্ট আসে ৩০ % এই থেকে আমাদের কিছুই শিখার নাই
৩/+১৮ নামে ছবির ব্লগ এবং কৌতুক আসে ১০ ভাগ , এ থেকে জাতি কোন কিছুই শিখতে পারেনাহ
৪/ বিভিন্ন দেশের দালালী জাতীয় পোষ্ট আসে প্রায় ৫ % দুর্ভাগা জাতি , দালালের দেশে বসবাস
৫/ ধর্ম নিয়েও কম পোষ্ট আসেনা , আমার মতে ধর্ম নিয়ে প্রায় ৫% পোষ্ট আসে , তবে দুঃখের ব্যাপার হলো এই ৫% পোষ্টের বেশির ভাগ পোষ্টই ধর্ম প্রচার করতে গিয়ে মিথ্যা তথ্যে ভরপুর থাকে , আর এ থেকে শুধুই তর্ক নামের আজাইরা প্যাচাল করতে হয় ।
৬/ বিজ্ঞাপন মূলক পোষ্ট আসে পড়ায় ২ % এ থেকে কিছুই পাওয়ার নাই ।
৭/ আর মুভি রিভিউ নামে বলিউড হলিউডের পোষ্ট আসে ৩% কি পাই এ থেকে ?।
৮/ বাকি ১০ % গল্প কবিতা সাহিত্য চর্চা এবং রম্য গল্প সহ বাকি সব , আর এই ১০ ভাগ পোষ্ট এই সব বাজে পোষ্টের ভিড়ে চোখের আড়ালে চলে যায় ।
আর এই ব্লগে এমন কিছু ব্লগার আছে যারা দিনে ৪-১০ টি পোষ্ট দিয়ে থাকে , আর এই সব পোষ্টের কোন আগামাথা নাই , নিউজ পেপার থেকে কপি মারে , আমার দেখা মতে সামু ব্লগে কম করে হলেও ১৫ জন ব্লগারকে দেখি নিয়মিত দৈনিক ৪টির অধিক পোষ্ট দিয়ে থাকে ।
আমি নিজেকে কখনই ব্লগার ভাবিনা , কারণ ব্লগিং করার মতন দক্ষত আমার নাই , কিভাবে কিভাবে যেন ৫০টির মতন পোষ্ট দিয়ে ফেলেছি ২ বছরে তবে এই সব পোষ্টকে পোষ্ট বলা যায় না । প্রায় ২ মাস হয়ে এলো কি নিয়ে পোষ্ট দিবো বিষয় খুজে পাচ্ছিনা
কিন্তু সামু ব্লগে আসার আগে আমি অন্য একটি ব্লগে ১ বছরে প্রায় ৩০০ ও বেশি পোষ্ট করেছিলাম , কিন্তু যখন সামুতে আসলাম তখন মনে হয়েছে এখানে আলতু ফালতু পোষ্ট দেওয়া যাবেনা , কারণ এই ব্লগই বাংলাদেশের সেরা ব্লগে , এখানে হাজার হাজার নামীদামী ব্লগার আছে , আর আমার আলতু ফালতু পোষ্টের কারণে অনেক নামীদামী ব্লগারের কষ্টের পোষ্ট খুব সহজেই প্রথম পাতা থেকে হারিয়ে যাবে , আর এই জন্যই মাঝে মাঝে পোষ্ট দিতে চাইলেও দিতে পারিনাহ , কারণ ব্লগটা যখন দেশের সেরা ব্লগ এই খানে তো ভালো মানের পোষ্ট দিতেই হবে , কিন্তু দুঃখের ব্যাপার হলো এই ব্লগে প্রায় ৯০ % পোষ্টই ফালতু আজাইরা পোষ্ট হিসাবে ধরা যায় ।
নাহ আর কিছুই বলার নাই , স্ট্যাটাস মার্কা পোষ্টের ছড়াছড়ি তাই আমার মতে অন্তত দুই তিন লাইনের পোষ্ট গুলা প্রথম পাতা থেকে মুছে ফেলা উচিৎ মডারেশনের ।
ধন্যবাদ ভাইজান
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বৈচিত্রময় ও বিভিললো ভাবধারার লেখায় সমুর পূর্ণতা, যেটি নিয়ে আমার বিন্দুমাত্র অভিযোগ নেই.. অভিযোগ নেই যদি কোনো গুরুত্বপূর্ণ খবর হয় সেটি শেয়ার দেওয়াতেও..... কিন্তু এক লাইন দু লাইনের পোস্ট বা কপি পেস্ট করে সেরা ব্লগার হওয়াতে আপত্তি আছে অনেক!! তবে আমিও প্রায়ই ৪/৫ টি পোস্ট দিয়ে ফেলি, তবে শুধুই যদি প্রয়োজন পরে তাহলেই, নয়তো না..... যদি পোস্ট কাজের হয় ও ভালো হয়, সংখ্যায় কোনো আপত্তি নেই আমার, সেটি তো পোয়াবারো!! তবে আজেবাজে পোস্ট না দিয়ে আমাদের দায়িত্বশীল হতে হবে.... আপনা র্মন্তব্য দারুন গঠনমূলক... খুবই ভালো লাগলো ব্রো!!!
৪১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০
লিঙ্কনহুসাইন বলেছেন: এতো এতো পোষ্টের ভিড়ে আপনার পোষ্টাও চোখে পড়েনাই আর সেই জন্য দুঃখ প্রকাশ করছি । ধন্যবাদ মত প্রকাশের সুযোগ দেওয়ার জন্য
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ আপনারই প্রাপ্য..... একটা সাহিত্য পারা বা ট্যাব খুবই দরকারী মনে হচ্ছে ভাই....
৪২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭
ইখতামিন বলেছেন: ---------...দিন...ঘণ্টা... মিনিট...সেকেন্ড...মিলিসেকেন্ড......মাত্র(কখন পোস্ট দেখছেন সেই হিসেবে পরেরগুলো বসিয়ে নিয়েন)।---------
আপনার প্রিয়তে ঠাই পেয়ে আসলেই ভালো লেগেছে। কিন্তু এই ভাবে শ্রদ্ধা নিবেদন কি অনেকখানি বেশীই হয়ে গেল না?
ছোট পাত্র তো ভরে গেছে অনেক আগেই। এখন বাকী গুলো কী করবো. কোথায় রাখবো. ভেবে পাচ্ছি না।
তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ- ভালো ব্লগারদের একটা লিস্ট দেয়ার জন্য। ভালো থাকবেন।
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: না ভাই, সম্মান দিলেই সম্মান পাওয়া যায়, আপনার সক্রিয় সামাজিক অংশগ্রহন অনেক ভালো লেগছে..... শ্রদ্ধা নিবেন..
৪৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০
ইখতামিন বলেছেন: @লিঙ্কনহুসাইন, আপনার মন্তব্যটা আমার অনেক মনোপূত হয়েছে।
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
আমারও অনেক ভালো লেগেছে!!
৪৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯
ুঃখবিলাস বলেছেন: অল্প কয়েকদিন হল ব্লগে নিয়মিত আছি। আপনার লেখা এবং কমিটমেনট ভাল লাগে। লিঙ্কনহুসাইন,ম্যক্স,স্বর্ণাপু, রীতিমত লিয়া, হিমু ভাই,দায়িত্ববান নাগরিক এবং আরও কয়েকজনের লেখা আমারও অনেক ভাল লাগে। অনেক সময় উনাদের মন্তব্য পড়ার জন্নই পোস্টগুল পড়ি। ভাল থাকবেন
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনার লেখাও আমার অনেক ভালো লেগছে, যে কয়টি পড়েছি.... আপনি অনেক ভালো লেখক......
৪৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ভালো পোস্ট, শুভ কামনা রইলো
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমার প্রিয় ব্লগারের তালিকায় আপনার নামটিও রয়েছে!! সময় মত মনে করতে পারিনি...
ধন্যবাদ ভাইয়া....
৪৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬
ছোট্ট নিথী বলেছেন: ধন্যবাদ আপনাকেও। এগিয়ে যান। দিক খুঁজে পাবেন!
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বার্থ ডে তে কেউতো একটা কম্প্যাস গিফট করলেন না!!
দিক আর কেমনে পাব!?
কানতেই আছি, এই দুক্ষে কানতেই আছি !!
৪৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০
ছোট্ট নিথী বলেছেন: এই ধরেন আপনার কম্পাস।
এইবারেও দিক খুঁজে না পেলে আমার দোষ নাই!
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: টানাটানি করলাম, এত চেষ্টা করলাম, ল্যাপটপ থেকে বেরুলো না!! কি করা যায় বলেন তো?
অনেক টানটানির পরে Youtube থেকে একজন বেরিয়ে দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে!!
বিশ্বাস না হলে দেখুন!?
৪৮| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫
ছোট্ট নিথী বলেছেন: :-& :-& :-& :-& :-& :-& :-& :-& :-&
হায়রে, বুঝছি আপনি এই জীবনে দিকভ্রান্তই থাকবেন!!!
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: Owo my! Even the navigator failed !!!!
কানতেই আছি, আমি কানতেই আছি.....
পথ আর খুঁজে পেলাম না!!
৪৯| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯
সায়েম মুন বলেছেন: ভাল লিখেছেন কমরেড!
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কমরেড????
৫০| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬
বটের ফল বলেছেন: চমৎকার করে গুছিয়ে লিখেন আপনি।
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে, সাথে থাকবেন, ভালো থাকবেন..... আমার ব্লগে স্বাগতম
৫১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
শ।মসীর বলেছেন:
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই কি আজ ভুরিভজনে হাঁসের উপরেই সারছেন? হাসেন কেন?
৫২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭
শান্তা273 বলেছেন: অনেক ভাল লাগলো আপনার লেখাটা।
একটা কথাই বললো আপনার মতো করেই,
ন্যায় এর জয় হোক, অন্যায় এর হোক পরাজয়।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে !!
ভালো থাকবেন...... শুভকামনা....
৫৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১
দি সুফি বলেছেন: সামুর উচিত কিছু পদক্ষেপ নেয়া। মাঝে মাঝে ইচ্ছে হয় লিখি, কিন্তু প্রথম পাতায় ঝর দেখে আমার চোখে ঘুম চলে আসে তাই আর লেখা হয়ে ওঠে না।
সবচেয়ে বেশি বিরক্ত লাগে কেচাল দেখে। আর কেচালের যে ভাষা! যুদ্ধাপরাধী, সরকারি দল, বিরোধী দল, রাজারবাগী, তাবলীগ, আস্তিক-নাস্তিক নিয়া সারাদিনই কেচাল চলতে থাকে। আর সেই সাথে চলতে থাকে গালাগালি!
মাঝে মাঝে সামুকে মনে হয় ইয়াহু চ্যাটের কিছুটা শালিন ভার্সন।
আশা করি মডারেটর প্যানেল এ ব্যাপারে চিন্তা ভাবনা করবেন।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সবই চলুক, এটা ব্লগ... কিন্তু সঠিকতা যাতে নিশ্চিত হয় সেটার দিকে নজর থাকা চাই.... আপনাকে অনেক ধন্যবাদ!!!আমিও আশা করি মডারেটর প্যানেল এ ব্যাপারে চিন্তা ভাবনা করবেন।
মাঝে মাঝে সামুকে মনে হয় ইয়াহু চ্যাটের কিছুটা শালিন ভার্সন।
৫৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
আমার মতে -
"নির্বাচিত পোষ্ট" সিষ্টেমটি তুলে দিলেই খুবই ভালো হয়। এখানে সুষ্পষ্টতই পক্ষপাতদুষ্টতা দেখা যায়। পরিবর্তে সামু সফটওয়্যারের পরিবর্তন এনে ভিন্ন চেহারা দিলে ভালো হয়। এই "ভিন্ন চেহারা" কিরূপ হবে, তা' আপনার এটি সহ এ ধরণের আরো পোষ্ট অতি সাম্প্রতিককালে সামুতে পোষ্টানো হয়েছে। এটি সহ ঐ সব পোষ্টের বক্তব্য ও কমেন্টারদের সুপারিশ ও দাবী সমূহ বিবেচনায় এনে সামু'র নতুন রূপ/চেহারা দেয়া যেতে পারে।
আর একটি, অফ টপিক,
"সামু" ভিজিটরের সংখ্যার দিক থেকে যতটাই ধনী, ব্লগ লেখক/কনট্রিবিউটারের লেখার মানের দিক থেকে ততটাই গরীব।
এখানে "আমার লেখা ব্লগে প্রকাশ হচ্ছে" এ আনন্দেই যেন আত্মহারা। মনন-চিন্তন-প্রজ্ঞা-জ্ঞান ইত্যাদির বেইস গড়ে না-তুলেই ব্লগে চলে এসেছে অধিকাংশই। এই বেস্ গড়ে তোলার জন্য দরকার "বই পড়া"। যেটা উচিৎ তা' হলো - লেখা এবং পড়ার অনুপাত হওয়া উচিৎ ১:১০০। কিন্তু হচ্ছেটা উল্টোটাই। তাই সামু'র মান দিনদিন নিম্নগামী।
অসাধারণ পোষ্টের জন্য ধন্যবাদ।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনার সুচিন্তিত ও গঠনমূলক সুন্দর মতামতের জন্যে অনেক অনেক ধন্যবাদ!!
আমি সহমত আছি...
৫৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৯
চলতি নিয়ম বলেছেন: আমার নাম দেইখা লজ্জা পাইলাম। :!> আমি তো তেমন কিছুই করতে পারি না। শুধু মাঝে মাঝে ২/১ তারে সামনে পাইলে .......এ ই আর কি
+
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: একজন মহান যোদ্ধার বিনয়...... আপনাকে সালাম জানাই!
৫৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: জনৈক গণ্ডমূর্খ (লেখা ও মন্তব্য দুটি ভালো লাগে আপনার)
লজ্জা পাইতাছি গো ভাই লজ্জা। লাল হইয়া গেলুম। :!> :#> :!> :#> :!> :#> :!> :#> :!> :#>
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বেশি লাল হবেন না ব্রো, কারণ তাইলে রেড ইন্ডিয়ানের মত আপনাকে রেড বাঙালি বলে ডাকবে!! জাতির কুনু ঠিক নাই.....
আপনাকে শুধু প্রাপ্য সম্মানটা দিলাম ভাই, শ্রদ্ধা নিবেন, ভালো থাকবেন গো ভাই..
৫৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭
সিডির দোকান বলেছেন: আমাকে শরমে ফালানোর এমন ধান্দা কখনোই মাইন্যা নিতাম না
।
';;''';';=][[;'[[;]';]';]'';[';]'[;']
;
;
;
;
;
;
;
;
;
ভালা অইছে রে....
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভালা অইছে রে....
৫৮| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯
জাহিদুল হাসান বলেছেন: ন্যায় এর জয় হোক, অন্যায় এর হোক পরাজয। সুন্দর লিখেছেন। প্লাস।
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ
সবসময় ভালো থাকুন, এই শুভকামনা
৫৯| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: রেড ইন্ডিয়ানের মত আপনাকে রেড বাঙালি বলে ডাকবে!!
রেড হইতাছি কিন্তু। আপনার এহেন মন্তব্যে আমি রেড এলার্ট জারি করলুম। রেড কাউ দুধ খাইছিলাম ছুডু বেলায়, পিডায়া আপ্নার ভিত্রের তুন রেড বাইর কইরা হালামু। আমি রেড-ই আপনি কি রেড-ই। রাজি থাইকলে যোগাযোগ করেন রেড-ইয়োতে।
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: এত দেহি পুরাই লালে লাল!!! বড় ভাইয়ের আসল নাম কি লালু নি?
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমি আধা রেড-ই আর আধা আন রেড ই ভাই!!! পুরা রেড-ই হয়ে গেলে আমার পক্ষ থেকেও রেড এলার্ট পাইয়া যাবেন!! কম-রেড!
৬০| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯
আরজু পনি বলেছেন:
দায়িত্ববোধ সম্পন্ন মানুষই চাই।
সহব্লগারদের অনুপ্রেরণাই আসল উদ্যম।
ধন্যবাদ আপনাকে।
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অসম্ভব রকমের শ্রদ্ধা যার প্রতি তার মন্তব্যে অনুপ্রানিত হলাম...... অনেক বেশি ভালো থাকেন, মন থেকে প্রার্থনা জানাই...
৬১| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯
মামুন হতভাগা বলেছেন:
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
৬২| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯
প্রিন্স হেক্টর বলেছেন: আমার নাম নাই
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনি না আমার বড় ভাই হন? স্বজন প্রীতির দায়ে জেলে যাব নাকি!? :-<
৬৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১
প্রিন্স হেক্টর বলেছেন:
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
কাইন্দেন না ভাই, আমি আবার খুব ইমোশনাল, আচ্ছা যোগ করে দিলাম, রিফ্রেশ করে দেখে নেন!!
৬৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৭
প্রিন্স হেক্টর বলেছেন: ভাই কি সম্মান করলেন নাকি পচাইলেন, পাইশতে পাইরল্যাম ন্যাহ
যাক তবু নিজের নাম দেইখা আনন্দ লাগতেছে।
থেংকু
১২ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পাশতে পাইছেন না? পারছেন না কেরে?!!?পচাব কেন বড় ভাই?
আপনি হলেন রাজপুত্র মানুষ!!
আমার ঘাড়ে কয়টা মাথা যে আপনাকে দুই তিনটা কেটে নিতে দেব????
৬৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২
পরিবেশ বন্ধু বলেছেন: দিকভ্রান্ত পথিক
সমালোচনা নয় টিক
এর পরেও দিয়ে যাই সাড়া
আমার নিক হয়নি
ভালো করে পড়া ।
সুন্দর সুখময় হোক
জীবন গড়া
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই প্রসংসা করছি তো, আপনারে অনেক পছন্দ করি আমি, জানেন তো.....
৬৬| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: ঔপন্যাসিক সাঃ উঃ জাঃ মোহাম্মদ মোর্শেদুল কুতুব চৌধুরী মজনু আমার খুব প্রিয় লেখক, সাহিত্যিক, কবি, গায়ক, নায়ক, মডেল, নৃত্যশিল্প ইত্যাদি ইত্যাদি।
আমি উনার বিরাট ফ্যান
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: উনি অনন্ত জলিলের আব্বা লেভেলের প্রতিভা নিয়ে ঘুরেন...আমি ও ওনাকে শ্রদ্ধা না করে আর পারিনা!!!
৬৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫
ইউসুফ আলী রিংকূ বলেছেন: দিকভ্রান্ত*পথিক ভাইরে স্যালুট
আপনি যাদের কথা বলেছেন তারা সবাই আমার প্রিয় ব্লগার ইভেন আপনিও
ধর্ষকদের ফাঁসীর দাবিতে রাজশাহীতে আলোর মিছিল সমগ্র বাঙালী প্রতিবাদী হও
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: রিংকু ভাই আমার শ্রদ্ধা নিবেন, ছোট ভাইয়ের জন্যে দোয়া করবেন, সবসময় সাথে আছি, থাকবেন.....
পোস্ট দেখলাম, রাজশাহী আমার জন্মস্থান, আপনাদেরকে নিয়ে গর্বিত ভাই....
৬৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২২
জাহিদ হাসান বলেছেন: আপনার সাথে আমি একমত ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ভাই!
৬৯| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৮
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: লেখক বেশি, পাঠক কম, দেশ প্রেমিক আরও কম, কিন্তু সবথেকে কম হল দায়িত্ববোধ সম্পন্ন মানুষ, ইহাকেই কি ব্লগ বলা হয়?
আমারও জিজ্ঞাসা।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কোন মন্তব্যের গভীরতা? একটা উদাহরণ দেন
বিস্তারিত কমেন্ট দিব পরে।