নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

ধর্ষণের চেষ্টা মামলায় জামিন পেয়ে সেই শিশুকে(৫) ধর্ষণ ও হত্যা করা হলো!!

১৪ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৭

রাজবাড়ীতে শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় জামিন পাওয়া তরুণ একই শিশুকে গতকাল রোববার ধর্ষণ ও হত্যা করেছেন।



আমি কি বলব? আমার সত্যি আজ কিছু বলার নাই .......... এই হলো আমাদের আইন, যেখানে ধর্ষককে ছেড়ে দেয়া হয় জামিনে গিয়ে ধর্ষিতাকে আবার ধর্ষণ করে করার জন্যে!!!

এই হলো আমাদের বিচার!!



বিচারক, আমি আপনাদের জন্যে তালি বাজাতে চাই!! আপনারা অসাধারণ!!! এমন ভয়াবহ কোনো কিছু আমি আর শুনিনি... আমি হতবাক হয়ে গেলাম.....




আর কি জানতে চান? আরো কিছু জানার আছে? মেয়েটিকে মেরে ফেলা হয়েছে!! আর কি বলার আছে? আমি নারী হলে আর ভয় পেতাম, আমি পুরুষ হয়ে আজ লজ্জিত!!!! আমি মানুষ হিসেবে আজ লজ্জিত!!! আমি মেয়েটির আত্নার মাগফেরাত কামনা করছি!!!



খবর:

সদর উপজেলার মূলঘর ইউনিয়নের গোপালপুর গ্রামে গতকাল রোববার সকালে ধর্ষণ ও হত্যার ঘটনাটি ঘটে। মেয়েটি (৫) স্থানীয় একটি ব্র্যাক স্কুলের শিশু শ্রেণীর ছাত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মেয়েটি সকাল ১০টার দিকে স্কুল থেকে বাড়ি ফিরছিল। এ সময় গ্রামের মৃত আশরাফ আলী শেখের ছেলে রইচ শেখ (১৮) তাকে পাশের একটি বাঁশবাগানে নিয়ে গিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন। এর আগে ওই শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় রইচ শেখকে গত বছরের ১৫ জুন গ্রেপ্তার করা হয়। ওই দিনই শিশুর বাবা আফজাল মৃধা বাদী হয়ে রইচের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা করেন। ওই মামলা বিচারাধীন অবস্থায় তিনি হাজতবাস করেন। গত ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে তিনি জামিন পান।

পুলিশের হেফাজতে থাকা অবস্থায় রইচ শেখ মেয়েটিকে হত্যার কথা স্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘ওর (মেয়েটির) জন্য আমি ছয় মাস জেল খাটছি। এ সময়ে আমার বাবাও মারা গেছে। আমি ওকে বাঁশবাগানে ডেকে নিয়ে পেটে লাথি মেরে হত্যা করেছি।’ তবে তিনি ধর্ষণের কথা অস্বীকার করেন।

গতকাল বেলা একটার দিকে গোপালপুর গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মেয়েটির লাশ রাখা হয়েছে। লাশের পাশে মাটিতে লুটিয়ে পড়ে বিলাপ করছেন তাঁর মা। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির ফাঁসির দাবিতে স্লোগান দিতে শুরু করেন।

রাজবাড়ী সদর উপজেলার চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস বলেন, ‘ধর্ষণ ও হত্যার ঘটনাটি খুবই দুঃখজনক। এর সঙ্গে জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়ার দাবি জানাচ্ছি।’

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, প্রাথমিক তদন্তে মনে হয়েছে, মেয়েটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার আগে তাকে ধর্ষণ করা হয়। গতকাল বেলা আড়াইটার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে।

__________________________________________________



Click This Link

___________________________________________________

মন্তব্য ১০৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৭

অসীম দিগন্ত বলেছেন: অনেক দিন পর শুধু মন্তব্য করার জন্য লগ ইন করলাম।
ঔ বিচারক আর ঔ আইন কে আমি *ুদি ।
ভাই কিছু মনে করিয়েন না। ব্লগে আমি গালি দেওয়ার বিপষ্কে কিন্তু সংযত হতে পারলাম না আর।

১৪ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:১৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: গালি আমার মুখ থেকেও বেরোচ্ছে, কিন্তু আমার খুব খারাপ লাগছে.. মেয়েটাকে মেরে ফেলল এভাবে? এসব কি মানুষ? কোন হিসেবে এদের মানুষ বলা যায়? অন্তত এই ধর্ষককে পুড়িয়ে অথবা পাথর ছুড়ে মেরে ফেলার ব্যবস্থা করা হোক!! X( X(

২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:১৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: নিলফামারী জেলায় চতুর্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ!!! মানবতা, তুমি মরে গেছ, বুঝতে পারলাম। X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X(

১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এটাও দেখেন

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:১৭

নিষ্পাপ কয়েদি বলেছেন: ঐ অবুঝ শিশুটির বোরখা পরা উচিত ছিলো।

১৪ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:২৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হম, ওর জন্ম নেয়াই পাপ হয়েছিল ব্রাদার.. মেয়ে হয়ে জন্ম নিয়েই ওদের পাপ হয়েছে... :((

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৩

অসীম দিগন্ত বলেছেন: ভাই সব অপরাধীদের বিচার না হলেও কিছু কিছু অপরাধীদের বিচার কিন্তু হয় মাঝেমাঝে হয়। কিন্তু এসব বিচারকদের কি করবেন? ঐগুলোই তো মনে হচ্ছে আসল হারামী। ওরেই পাথর মারা দরকার যাতে অন্য বিচারক রা ধর্ষকদের যামিন দিয়ে ধর্ষিতাকে হত্যা করতে অনুপ্রানিত করতে না পারে।

১৪ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হুম ছেড়ে দিছে যাতে কাজ সেরে ফেলতে পারে! জানোয়ারের জাতের!! ভাই, আমার ভাষা হারায় গেছে..... খুব কষ্ট পাইছি এইটায়....

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৯

নিষ্পাপ কয়েদি বলেছেন: আসুন সবাই মিলে একযোগে বদদোয়া দেই, এছাড়া আমরা কি আর করতে পারি

১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: গণধোলাই এর দাবিতে গণআন্দোলন করা উচিত!!! X( X(

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১২

নেংটি ইদুর বলেছেন: ইনস্ট্যান্ট মার্ডার ছাড়া উপায় নাই। এলাকাবাসী পুলিশে দিল কেন? X(

১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ছিহ আমার আর কিছুই বলার নাই রে ভাই!!! মানুষের উচিত ছিল ধরে পিটায় নাই করে দেওয়া!!! কিন্তু আমাদের আজব আইন দেখা যাবে উল্টা ঐসব মানুষদের ধরে নিয়ে গেছে!! X( X( X(

৭| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১২

digitalpagla বলেছেন: সমাজটা যেন একদল পার্ভার্টদের দখলে চলে গেছে...
শুধু ওই লোকটার না, সমাজের প্রতিটি বিবেকের মৄত্যু হ​য়েছে।
সামাজিক মুল্যবোধ​, ধর্মীয় মুল্যবোধ বলতে কি কিছু অবশিষ্ট নেই?
কান্ডারির অপেক্ষাতে না থেকে বরং.. নিজেই কান্ডারি হ​য়ে গেলাম​।
আমাদের পিটিশন একটীই ইন্সট্যান্ট তাদের ফাসি হতে হবে...

১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ইন্সট্যান্ট তাদের ফাসি হতে হবে...

৮| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩২

এম ই জাভেদ বলেছেন: কেয়ামতের আর বেশি দিন বাকি নাই।

১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: :( :( :( :( :(

৯| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৫

আহসান২০২০ বলেছেন: শুধুমাত্র মন্তব্য করার জন্য লগইন করলাম। দেশে কি শুরু হলো? প্রতিদিন পত্রিকার পাতায় ধর্ষন, অপহরন। আজকে দেখলাম গাজীপুরের এক স্কুলশিক্ষিকাকে অপহরণ করা হয়েছে শুধুমাত্র বিয়ের প্রস্তাবে রাজি হয়নি একারনে। এক প্রতিবন্ধী তরুনীকে ধর্ষন করা হয়েছে। ধর্ষকরা এ কোন উৎসবে মেতে উঠল!!! এমন তো মাস ছয়েক আগেও ছিল না।
কিছু ধর্ষনের যদি দৃষ্টান্তমুলক শাস্তি দেওয়া যেত এবং তা সরাসরি টিভিতে সম্প্রচার করা যেতো তাহলে কিছুটা হয়ত কমত। আর যে কেসগুলিতে ধর্ষক জনতার হাতে ধরা পড়ে, তাকে সেখানেই পিটিয়ে মেরে ফেলা হউক।

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: মনটা বড় খারাপ, কিছুই বলার ভাষা নাই...ঠিক বলেছেন.......

১০| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০০

সবুজ-ভাই বলেছেন: ভাই এসব ঘটনা গত ২০ বছরের পত্রিকা ঘাটলে অনেক পাবেন। এসব তেমন কোন ব্যাপার না। সামাজিক অবক্ষয় যা সকলের সম্মতিতেই ঘটছে। যেদেশে এখনও যারা পড়ালেখা করতে জানে তারাই মেয়েদের পোষাক চালচলনের প্রশ্ন তুলে ধর্ষকদের অনুমতি দেয়। যে দেশের মানুষ নিজের দেশ নিজের মা কে পতিতার মত ব্যবহারিত হতে দেখেও কষ্ট পায় না তাদের দ্বারা এসব কিছুই না।

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: :( :( :(

১১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৫

আকাশ_পাগলা বলেছেন: একটা ছেলে ঐ মেয়ে ধর্ষণের চেষ্টায় জেল থেকে জামিন পেলো।
তাহলে ওই বাচ্চা মেয়েটাকে স্কুলে আনা নেয়ার সময় একজন পূর্ণবয়স্ক গার্জেন থাকাটা কী কমনসেন্স না? এমনকি খেলার সময়টাতেও?

বাবা মা কী করে এরকম রিস্কি মুহূর্তে বাচ্চা মেয়েটাকে একা একা রাস্তায় ছাড়ে ! আমি বুঝেই পাইনা। বাচ্চার প্রতি অবহেলা না এটা?

বাংলাদেশের সামাজিক অবস্থা কত খারাপ এটা সবাই জানে। ঐ বাচ্চার পরিবারেরও জানার কথা। নাকি তারা বিদেশের?

এখন শত কানলেও আর লাভ নাই। কুকুর তার মেয়েকে মেরে ফেলেছে।

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমিও অবাক হয়েছি, একা ছাড়া আসলেই উচিত হয়নি!!!! আমাদের সমাজ অত ভালো হয়ে যায়নি এটা তাদের বোঝা উচিত ছিল....... এই ক্ষেত্রে পরিবার কি করেছে? উফ ভাবতে পারছিনা মেয়েটিকে নাকি সে পেটে লাথি মেরে মেরে ফেলেছে!!!!!!!!! X( X( :((

১২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২০

খালেদা আকতার বলেছেন: বলার েকান ভাষা েনই । এসব কুকুর যে কোথায় জন্ম নিয়েছিল তা একমাত্র আল্লাহ ই জানে। কুকুর বললে কুকুরের ও অবমাননা করা হয়। ছিহ!

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: :( X(

১৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২১

আত্মকেন্দ্রিক বলেছেন: :(( :(( :(( :(( খুন করে ফেলা দরকার। এগুলাকেই ফেলানীর জায়গায় রাখা দরকার। অথচ এরাই মরেনা। X( X((

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এরাই মরেনা।

১৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫০

লিঙ্কনহুসাইন বলেছেন: শীত আসার সাথে সাথে দেশে ধর্ষনের হাড় ব্যাপক ভাবে বেড়ে গেছে , কার্তিক মাসে এলে কুত্তার যেমন পাগল হইয়া যায় , ঠিক তেমনি পৌষ মাসে মানুষ রুপী জানোয়ার গুলাও পাগল হয়েগেছে , ফেইস বুকে , ব্লগে , আর নিউজ পেপার গুলায় শত শত ধর্ষণের নিউজ আসছে :/ মানুষের এতো নিচে কিভাবে নামে ?তকাল ৫ বছরের একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করার পর খুন করা হয়েছে :/ এই সব পিশাচ দের বিচার না করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া দরকার ।

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া দরকার ।

১৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:
ঐ অবুঝ শিশুটির বোরখা পরা উচিত ছিলো।

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: :( :( :(( :(( X( X(

১৬| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৯

সালমা শারমিন বলেছেন: আমার মরে যেতে ইচ্ছা করছে। আমি বাকশুন্য হয়ে যাচ্ছি।লেখক বলেছেন উনি মেয়ে হলে অনেক ভয় পেতেন। আমি একটা মেয়ে হয়ে সত্যি ভয় পাচ্ছি।জীবনের তাগিদে বলেন আর ক্যারিয়ার ডেভেলপ এর জন্যই বলেন সারাটা দিন দৈাড়ে বেড়াই।আমি আসলেই এখন শংকিত। অনেক মা বোনের ইজ্জত এর বিনিময়ে আমরা এ দেশ পেয়েছি।আর এই স্বাধীন দেশে আমাদের মা বোনের ইজ্জত এর বিনিময়ে কি পাওয়ার আশা করছি আমরা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! একটা একটা জারজ জাতি????????????
আমি এই প্রশ্নের উত্তর খুজে পাই না।

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমরা তো কিছুই করতে পারছিনা, প্রার্থনা করি, আল্লাহ আপনাদের রক্ষা করুন.... :(( :((

১৭| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯

লাবনী আক্তার বলেছেন: ধর্ষণের চেষ্টার যখন রইচ শেখকে গ্রেপ্তার করা হল তবে কেন তাকে জামিন দেয়া হল?


এই দেশে কোন আইন নাই। অপরাধি কে টাকার বিনিময়ে ছেড়ে দিবে, খুনি জেনেও রাষ্ট্র মাফ করে দিবে। কোন বিচার হবে না। কবে এই দেশে আইন জোড়াল হবে ?

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধর্ষণ মামলায় কোনো বিচার প্রক্রিয়া থাকা উচিত নয়, ধর্ষণ আর হত্যা মামলা আইনে পার্থক্য থাকা উচিত নয়!!!! ওদেরকে ধরে, ধর্ষক প্রমান হলে ও মেয়ে তা সনাক্ত করলে সাথে সাথে ঝুলিয়ে দিতে হবে!!!!!! অথবা একটা জায়গা তৈরী করে সেখানে ওদেরকে পিটিয়ে অথবা পাথর নিক্ষপ করে মারা উচিত! দেখি কার বুকের কত জোর তারপরে!!! X( X( X( X( X(
আর এবার চাই বিচারকের বিচার!!!

১৮| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৫

নীলতিমি বলেছেন: নেংটি ইদুর বলেছেন: ইনস্ট্যান্ট মার্ডার ছাড়া উপায় নাই। এলাকাবাসী পুলিশে দিল কেন? X(

....................

কারেক্ট, এইই করা উচিত ছিলো। আসলে আমাদের দেশের আবাল জনগণ চিরকাল আবালই থাকবে।

সেই বস্তাপঁচা উক্তি: "আইন নিজের হাতে তুলে নিবেন না"


ওসব আইনওয়ালার চোদ্দগুষ্ঠীরে ধইরা রামডলা দিতে হবে! X(( X((

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এই আইন প্রণয়নকারী ও বাস্তবায়নকারীদের বিচার চাই!!!!!!!!

১৯| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৬

হাছুইন্যা বলেছেন: ধর্ষন মামলাগুলো দ্রুত বিচার আইনে সমাধা করা উচিত। আর আমার কাছে দ্রুত বিচার আইন মানে হলো জনগনের হাতে ছেড়ে দেওয়া। সারাজীবনের জন্য লুলা-ল্যাংড়া করে ঘরে বসিয়ে রাখা উচিত এই বাস্টার্ডদের।

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এই আইন প্রণয়নকারী ও বাস্তবায়নকারীদের বিচার চাই!!!!!!!!
এই আইন প্রণয়নকারী ও বাস্তবায়নকারীদের বিচার চাই!!!!!!!!
এই আইন প্রণয়নকারী ও বাস্তবায়নকারীদের বিচার চাই!!!!!!!!
এই আইন প্রণয়নকারী ও বাস্তবায়নকারীদের বিচার চাই!!!!!!!!

২০| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৮

মো: আব্দুল্লাহ আল কাফি বলেছেন: এরা মানুষ না বিকৃত মস্তিষ্কের পিশাচ....শুধু একবার হাতের কাছে পেতে ইচ্ছা করে....আফসোস পাব না।এদের সম্পর্কে কোন মন্তব্য প্রযোজ্য নয় এদের পৃথিবীর সবচেয়ে ভয়ানক মৃত্যুদন্ড দেয়া উচিত।

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: X( X( X(

২১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৬

চ।ন্দু বলেছেন: মানুষের বোধ বুদ্ধি, বিবেক-বিচার কোথায় য়ে হারিয়ে গেল! হায়রে!

তাকে পুলিশে না দিয়ে বরং সামাজিক ভাবে বিচার করা উচিৎ ছিল বলে আমার মনে হয়। ভবিষ্যতে সে যাতে এধরণের কাজ আর না করতে পারে তার ব্যবস্থাই ছিল জরুরী।

সবচেয়ে সহজ যে পদ্ধতির কথা আমার মনে হচ্ছে তা হল- ছেলেটির দু'বৃদ্ধ আঙ্গুল (যাতে সে আর কাউকে শ্বাসরোধ করে হত্যা করতে না পারে।) ও তার পিস্তলের ব্যারেলের অর্ধেকটা কেটে ফেলা ( ম্যাগাজিন খালি করার দরকার নেই)।

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: X( X( X(

২২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১২

মনসুর-উল-হাকিম বলেছেন: বিশ্ব জুড়ে ধর্ষনের এই ঘটনা প্রবাহ প্রমান করে যে, কুশিক্ষা (সুশিক্ষার অভাব), অশ্লীলতার চর্চা (পর্দাহীনতা), অনৈতিক লোভ (সুদ/ ঘুষ/চুরি) আর ধর্মনিরোপেক্ষ গণতন্ত্র (নৈতিকতাহীন মূর্খের আধিক্ষ্য) মানুষকে পশুরও অধম এক অসভ্য প্রাণী বানিয়ে দেয়। সভ্য-সুন্দর মানব সভ্যতার বিনির্মানে এক আল্লাহর প্রতি বিশ্বাস, সুশিক্ষা, সৎ নৈতিকতা, সামাজিক মূল্যবোধের চর্চা বিষয়গুলি অপরিহার্য। সততার সাথে ইসলাম পালন ও চর্চা মানুষকে এই অসভ্য-অনাচার থেকে মুক্তি দিতে পারে বলে আমার বিশ্বাস।

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আংশিক সহমত, সম্পূর্ণ সহমত নই.....

২৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩

একজন আরমান বলেছেন:
আজ আমি মানুষ হিসেবে লজ্জিত, লজ্জিত একজন পুরুষ হিসেবে....

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: :( :( :(

২৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬

বাংলাদেশের বিবেক বলেছেন: ঐ বিচারককে ধর্ষনের সহযোগিতার জন্য আগে ঝুলানো হোক। তার পর সেই শুকরকে.. X(( X(( X(( X(( X(( X(( X(( X((
সরি ভাই গালি সামলাতে পারলাম না .... X(( X(( X(( X((

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: বিচারককে ধর্ষনের সহযোগিতার জন্য আগে ঝুলানো হোক। :( :( :( :( X( X(

২৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৭

তারান্নুম বলেছেন: আফসোস আমরা দুই-চারজনকে ফাঁসি দিচ্ছিনা।কেন ফাঁসি হচ্ছেনা দুই-চারটা কুত্তার?তাহলেই অন্যগুলো ঠিক হয়ে যেতো,কিছু করার আগে ৫ বার ভেবে নিতো।

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: :( :( :(

২৬| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০

লক্ষ্যহীন বলেছেন: আর কিছু বলার নেই। এই আইনই তো কিছুদিন আগে একজন কে ফাসী দিল আবার এই আইনই জেনেশুনে আসামীকে ছেড়ে দিল যেন সে আবারও তার প্রতিহিংসা চরিতার্থ করতে পারে। :( :( :( :(

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: :( X(

২৭| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৫

রীতিমত লিয়া বলেছেন: ধিক্কার জানাই এদের মানসিকতাকে। অবশ্য মানসিকতা বলছি কেন এরা তো মানুষের পর্যায়েই পড়ে না।

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: মানুষ না যেহেতু, মানবিক ভাবে মারার কি আছে? পাথর ছুড়ে অথবা মানুষের কিল ঘুষিতে এমন মানুষ মরা উচিত!! বিশ্বজিতের ভিডিও করে? এদেরকে ওর থেকেও নৃসংশ ভাবে মেরে সেটির ভিডিও করে সবাইকে দেখানো উচিত ছিল...

২৮| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪

মেহেরুন বলেছেন: আমি কি বলব? আমার সত্যি আজ কিছু বলার নাই .......... এই হলো আমাদের আইন, যেখানে ধর্ষককে ছেড়ে দেয়া হয় জামিনে গিয়ে ধর্ষিতাকে আবার ধর্ষণ করে করার জন্যে!!!
এই হলো আমাদের বিচার!!


++++++++++

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: :( :( :(

২৯| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮

গরীব আলী বলেছেন: হয়তো মেয়েটা মেয়ে হিসেবে জম্ম নেয়াটাই আজন্ম পাপ হয়েছে । এই দেশে এই ধর্ষককে যা গালাগালি দিচ্ছেন তারা আসলে সামনা সামনি কতটুকু লড়তে পারবেন জানিনা তবে আমি পারবনা; ধর্ষক তোমার সাথে যদি আইন থেকে থাকে তবে আমি তোমার লগে আছি, আর যদি তোমার সাথে আইন অথবা ক্ষমতা না থাকে আমি তোমার সাথে নাই । “সুবিধাবাদী” হওয়া ছাড়া আমার উপায় নাই ।

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: মেয়েটার মেয়ে হিসেবে জম্ম নেয়াটাই আজন্ম পাপ হয়েছে ।

৩০| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫

এমজামান বলেছেন: আমি বলছি কি যদি ঐ বিচারক ও আইনজীবির কোন মেয়ে ধর্ষিত হতো তবে তিনি কি ঐ ধর্ষকরে পক্ষে আইনি লড়াই করতেন অথবা তাকে জামিন দিতেন। আল্লাহ তাদের হেদায়েত দান করুন ন্যায় বিচার করার জন্য ।

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: :( :( :(

৩১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১

এসএমফারুক৮৮ বলেছেন: ধর্ষকদের আবার বিচার কিসের ? তাদের গুলি করে মারা উচিত।

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: X( X( X( X( X( X( X(

৩২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১২

ইখতামিন বলেছেন: আমি অত্যন্ত দুঃখিত এই ভেবে যে, আমি এই সমাজেরই একজন.

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: :( :( :( :( :( :(

৩৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭

গরীব আলী বলেছেন: আমি দুঃখিত উপরের কমেন্টের জন্য তবে একজন মানুষ হিসেবে আজ আমাদের বিবেক এতটাই নিচে নেমেছে যে ভাবতেই পারছিনা আগামীকাল নতুন কি দেখতে হবে, প্লিজ প্রশাসন এগিয়ে আসুন.......... । থামান নতুন রাজাকারদের যারা ধর্ষন, খুন, ছিনতাই এসব কাজে অঙ্গিকার বদ্ধ তাদের সমুচিত জবাব দিন অ আর যদি তা না পারেন তবে জনগনের হাতে তাদের ছেড়ে দিন .......

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: Its okay, I can understand...

৩৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬

সুখী চোর বলেছেন: হ্যাং টিল ডেথ ও আসলে কম হয়ে যায়, এই ধর্ষকদের জন্য।মধ্যযুগীয় শাস্তি দরকার ... স্প্যানিশ ডাংকি, হেড ক্রাশার, ব্রেস্ট রিপার, স্টোনিং, জুডাস চেয়ার, স টরচার ..... এইসব

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: মধ্যযুগীয় শাস্তি দরকার ...

৩৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

পরিবেশ বন্ধু বলেছেন: ভাংগা চুরা অনিয়ম তান্ত্রিক আইন দিয়ে এসব বর্বরতা রোদ করা সম্ভব
নয় । উচিৎ শিখল ভাংগার আইন , একসাথে অনেক মানুষ জরু হয়ে
সরাসরি অপরাধির শাস্তি নিশ্চিত করা ।

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: :( :( :( :(

৩৬| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

ফারজানা শিরিন বলেছেন: আমার খুব ভাগ্য ভালো যে আআম্র বাবা মায়ের সংবাদ পত্র খুঁটিয়ে পড়ার স্বভাব নাই । থাকলে তারা অনেক আগেই আমার বাড়ি থেকে বের হউয়ার পথ বন্ধ করে দিতেন !!! :( :((

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কিন্তু দুখের বিষয় বাংলাদেশের মেয়েরা ঘরে বসে ধর্ষণ হবে, কিন্তু পথে নেমে প্রতিবার করার মানসিকতা খুব কম মেয়েরই!! বিষয়টি বেশ কষ্ট দেয় !!

৩৭| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪

পরিবেশ বন্ধু বলেছেন: ভাংগা চুরা অনিয়ম তান্ত্রিক আইন দিয়ে এসব বর্বরতা রোদ করা সম্ভব
নয় । উচিৎ শিখল ভাংগার আইন , একসাথে অনেক মানুষ জরু হয়ে
সরাসরি অপরাধির শাস্তি নিশ্চিত করা ।

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সরাসরি অপরাধির শাস্তি নিশ্চিত করা ।

৩৮| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭

পরিবেশ বন্ধু বলেছেন: ভাংগা চুরা অনিয়ম তান্ত্রিক আইন দিয়ে এসব বর্বরতা রোদ করা সম্ভব
নয় । উচিৎ শিখল ভাংগার আইন , একসাথে অনেক মানুষ জরু হয়ে
সরাসরি অপরাধির শাস্তি নিশ্চিত করা । কারন আইনের ফাক গলে
পয়সা অয়ালা অপরাধি বেরিয়ে সমাজে আরেকটা কঠিন অপরাধ
করার সুযোগ পায় ।

৩৯| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০২

মনোপোল বলেছেন: আমি নারী হলে আর ভয় পেতাম, আমি পুরুষ হয়ে আজ লজ্জিত!!!! আমি মানুষ হিসেবে আজ লজ্জিত!!! আমি মেয়েটির আত্নার মাগফেরাত কামনা করছি!!!

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: :( :( :(

৪০| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১১

এ,রহিম বলেছেন: সবার আগে ঐ বিচারক কে পাথর ছুড়ে মেরে পেলা উচিত

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: বিচারক X( X( X( X(

৪১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩

সেই_আমি বলেছেন: সবার আগে ঐ বিচারক ও আইনজীবী কে শাস্তি দেয়া দরকার যারা লোকটাকে জামিন দিছে।

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: বিচারক X( X( X( X(

৪২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩

বৃক্ষ বলেছেন: ভাই, এখন মনে হচ্ছে পাথড় ছুঁড়ে হত্যা একটা ভাল বিচার। অন্তত এই ক্ষেত্রে।

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এই ক্ষেত্রে ভাল বিচার। সহমতত

৪৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯

অনির্বাণ তন্ময় বলেছেন: :( :( X( X((

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: X( X( :(( :((

৪৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০

ক খ গ ঘ ঙ বলেছেন: খালেদা আকতার বলেছেন: কুকুর বললে কুকুরের ও অবমাননা করা হয়। ছিহ!

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: রাগ দুখ ক্ষোভ যখন একসাথে......... ছুড়ে ফেলা হোক এমন কুকুরদের, আস্তাকুড়ে

৪৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১

পাগলমন২০১১ বলেছেন: মানুষ নামে নিজেকে পরিচয় দিতেও লজ্জা বোধ হচ্ছে।

:( :(


ঐসব বর্বরদের লিংগ কেটে দেয়া উচিত। X(( X((

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: পাঁচ বছরের শিশুটির জন্যে কষ্ট বোধ করছি..... এসব কি তা বুঝে ওঠাও হয়নি বেচারির.... অনেক কষ্ট হয় :(( :(( :((

৪৬| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১

চলতি নিয়ম বলেছেন: কিছু বলার ভাষা নেই। X(( X(( X(( X((

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: পাঁচ বছরের শিশুটির জন্যে কষ্ট বোধ করছি..... এসব কি তা বুঝে ওঠাও হয়নি বেচারির.... অনেক কষ্ট হয় :(( :(( :(( :((

৪৭| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

ডা.মুঈদ বলেছেন: খুবই কষ্ট পেলাম
এর কারন টা একটু দেখি ...............


যখন ধর্মীয় শিক্ষা তুলে দেয়া বা কমাইয়া দেয়া হয়।
তখন

মানুষের মাঝে ধর্মীয় মূল্যবোধ থাকে না, পরকালের ভয় থাকে না ।

ফলে

ভাল খারাপ এটা বুঝার কুনু দরকার ও মনে হয় না । মন যা চাই , তাই করে ।

যদি
ইসলামের আইন থাকত, ধর্ষণ এর বিচার হত পাথর মেরে হত্যা, বা বেত্রাঘাত করে, , , ,

এই পোষ্টের অনেক পাঠকেরই যেটা চাওয়া ।
তাহলে



এই রূপ জঘন্য অপরাধ যে হতোনা বা কমতো এটা আমরা স্বীকার করলাম ।

ইসলাম যে শাস্তির বিধান দিয়েছে তা আমাদের চাওয়া শাস্তি ই ।
কিন্তু আমরা তারপর ও ইসলাম বিদ্বেষী । যে দেশে এই আইন বাস্তবায়ন হয় , তাদের আমরা বলি বর্বর , মানবতাবিরধি আরও কত কি ।

সুতরাং , আবেগ ও যুক্তি , ভাল ও মন্দ , সঠিক ও বেঠিক এগুলা চিন্তা করে বিবেক কে কাজে লাগিয়ে নিজেদের সঠিক পথের পথিক বানানোই বুধিমানের কাজ হবে ।


৪৮| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০

বাংলার হাসান বলেছেন: ধর্ষনের চেষ্টা বা ধর্ষণের বিচার একটাই হওয়া উচিৎ প্রকাশ্যে ফাঁসি

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এই ক্ষেত্রে ভাল বিচার। সহমত

৪৯| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৩

সপ্নাতুর আহসান বলেছেন: প্রমান সঠিক হলে ধর্ষককে সরাসরি ক্রস-ফায়ার দেয়া উচিত। আর এ ধরনের অপরাধী জামিন পায় কি করে??????????????

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সেটাই আমার প্রশ্ন রে ভাই!!!! আমি আইনটা জানতে চাইব!!!!!!

৫০| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩০

দি সুফি বলেছেন: বিচারক, আসামীপক্ষের আইনজীবিসহ সবার বিচার হওয়া উচিত X(( X((

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: দি সুফি বলেছেন: বিচারক, আসামীপক্ষের আইনজীবিসহ সবার বিচার হওয়া উচিত

আমিও সহমত!!!! শিশু ধর্ষণ ও হত্যার মত জঘন্য কোনো অপরাধ হতে পারেনা!!এই অপরাধে কিসের জামিন? জামিনের জামানত কয় লক্ষ রাখা ছিল? সেই দাম দিয়ে আদালত এখন একটা বাচ্চা এনে দিক!! জানোয়ারের বাচ্চারা!!!

৫১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

দি সুফি বলেছেন: সকল আইনজীবিদের নীতিবান হওয়ার আহ্ববান জানাচ্ছি। আপনারা অন্যায়কারীর পক্ষালম্বন করা বন্ধ করুন। তাহলে বিচার ব্যবস্থা অনেক দ্রুত হবে, এবং আইনজীবিদের প্রতি সাধারন জনগণের শ্রধাবোধ বৃদ্ধি পাবে।

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কার কথা কে শোনে!!! টাকার বিনিময়ে সব হালাল হয়েছে এই দেশে!!! আমাদের সোনার দেশটাকে শেষ করে ফেলার নিদারুন প্রকল্প হাতে নিয়েছি আমরা..............

৫২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০৬

সপ্নময় নীলাকাশ বলেছেন: মানুষ নামে নিজেকে পরিচয় দিতেও লজ্জা বোধ হচ্ছে।

১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: :( :( :(

৫৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫

অপূর্ণ রায়হান বলেছেন: আমার কিছুই বলার আর ভাষা নাই X( X( X( X(

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: X( X( X( :( :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.