![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল চলছে।
শিবিরিয় কুত্তাদের মতে আজকের হরতালের দাবী সমূহঃ
১) বিতর্কিত ট্রাইব্যুনাল বাতিল করে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দসহ বিরোধী দলের আটক সকল নেতা-কর্মীর মুক্তি,
২) তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল,
৩) বিরোধীদলের উপর জুলুম-নির্যাতন বন্ধ,
৪) শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাস বন্ধ ও শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ,
৫) শিবিরের আটক সকল নেতা কর্মীর মুক্তি,
৬। “শিবির কর্মীদের দেখামাত্র গুলি”- ডিএমপি কমিশনার বেনজির আহমেদের এই বক্তব্যের প্রতিবাদ ও
৬) জনদুর্ভোগ লাঘবের দাবী
(উল্লেখ্য, গতকাল দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী বিক্ষোভ সমাবেশের অনুমতি চাইলে পুলিশ তা না দেয়ায় আজকের এ হরতাল কর্মসূচী দেয়া হয়)
আসল ঘটনাঃ
১) যুদ্ধপরাধিদের মুক্তি।
২) ক্ষমতার লোভ, দেশের লাভ ক্ষতি ভাবার সময় নাই।
৩) গুন্ডাবাহিনির মত অতর্কিতে পুলিশ ও জনগনের উপরে হামলা এবং আশা সবাই চুপ করে মার খাবে।
৪) শিক্ষাঙ্গনে ত্রাস সৃষ্টি করতে ব্যর্থ হবার প্রতিবাদ।
৫) যুদ্ধপরাধিদের বাঁচাতে গিয়ে ও সন্ত্রাসী কর্মকাণ্ড করতে গিয়ে ধরা পরা শিবির সন্ত্রাসীদের মুক্তি।
৬) পুলিশকে খুন যখন করা হবে, এবং পুলিশ চুপ করে থাকবে।
(উল্লেখ্য, এমন জায়গায়, মানে রাজপথে সমাবেশ করতে চাওয়া হবে, যেখানে আসলে দেওয়া সম্ভব নয়। এবং ছুতা বের করে হরতাল দেওয়া হবে।)
এই হচ্ছে শিবির, এই হচ্ছে আসল দাবি।
আজকের তাণ্ডবচিত্রঃ
# বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের সামনে জামিলনগর এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে শিবির। এসময় পুলিশ দুই শিবির কর্মীকে আটক করে। মুহূর্তেই শিবির সংগঠিত হয়ে ধাওয়া দিলে আটক দু’জনকে ছেড়ে দিয়ে অস্ত্র ফেলে পালিয়ে যায় পুলিশ। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়।
# যশোরের মনিরাম পুরে শিবিরের হালমায় এক পুলিশ কনস্টেবল নিহত এবং অনেক পুলিশ আহত ।
#চোরাগোপ্তা হামলা চালিয়ে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগসহ বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে বন্দরনগরী চট্টগ্রামে জামায়াত ইসলামীর ডাকে হরতাল চলছে। হরতালের সমর্থনে পিকেটিংয়ের নামে জামায়াত ইসলামী কার্যত নগরীতে নৈরাজ্য সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন নগরীর বিভিন্ন এলাকায় দুর্ভোগের মধ্যে পড়া সাধারণ মানুষ। মানবতা বিরোধী অপাধের বিচারে গঠিত ট্রাইব্যুনাল বাতিল এবং শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে জামায়াত ইসলামী বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রামে আধাবেলা এবং সারাদেশে সকাল-সন্ধ্যা এ কর্মসূচীর ডাক দেয়। বিরোধী দল বিএনপি এ হরতালে সমর্থন দিয়েছে।
# রাজধানীর যাত্রাবাড়ী চাইপাই চাইনিজ রেস্টুরেন্টের সামনে ম্যাক্সিতে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা।বৃহস্পতিবার সকাল সাড়ে টায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবাহী ম্যাক্সি থামিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। পুলিশ আসার আগেই তারা দ্রুত পালিয়ে যায়।
# ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে টায়ার আগুন দিয়েছে পিকেটাররা। বৃহস্পতিবার হরতালের শুরুতে সকাল সোয়া ৮টায় আগুন দিলে পুলিশ আসার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
এ ঘটনার পর যাত্রাবাড়ী সায়েদাবাদ এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসব এলাকায় পুলিশের পাশাপাশি র্যাব টহল দিতে দেখা গেছে।
# সিলেটে ঝটিকা মিছিল, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া আর ভাঙচুরের মধ্য দিয়ে জামায়াতের হরতাল শুরু হয়েছে বৃহস্পতিবার সকালে নগরীর মদিনা মার্কেটে একটা ট্রাক ভাঙচুর করেছে পিকেটাররা। মদনমোহন এলাকায় ঝটিকা মিছিল বের করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে বলে জানা গেছে। হরতালের কারণে সিলেটের আঞ্চলিক সড়কগুলোও যানশূন্য। তবে, সকাল ৮টা পর্যন্ত বিক্ষিপ্তভাবে জামায়াত শিরিব ৬ থেকে ৭টি মিছিল বের করলেও কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
# হরতালের সকালে পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে মিরপুরে পাঁচটি বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে পিকেটররা। হরতাল পালনকালে মিরপুর থেকে আটজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে জামায়াত-শিবিরকর্মীরা মিরপুর-১০ নাম্বার গোল চক্কর এলাকায় মিছিল বের করে। মিছিল থেকে তারা সময় নিয়ন্ত্রণের একটি বাস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। অন্যদিকে, সাতে ৭টার দিকে শেওড়াপাড়া এলাকায় মিছিল থেকে বিআরটিসির একটিসহ তিনটি বাসে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ তিনজন পিকেটারকে আটক করে। সকাল সাড়ে ৭টার দিকে কাজীপাড়ায় মিছিলের প্রস্তুতিকালে পুলিশ পাঁচজনকে আটক করেছে।
# যুদ্ধাপরাধের বিচার বন্ধের দাবিতে ডাকা জামায়াতের হরতালে রাজধানীর শনির আখড়ায় পিকেটাররা কাঠের গুড়ি ও টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধের চেষ্টা চালায়। বৃহস্পাতিবার সকাল সাড়ে ৭টায় রুবেল টিম্বার স’ মিল থেকে কাঠের গুড়ি ও গাছ নিয়ে আগুনে জ্বালিয়ে রাস্তা অবরোধ করার চেষ্টা করলে থানা পুলিশ ও আর্মড পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয় এবং টায়ার ও কাঠ সরিয়ে যানচলাচল স্বাভাবিক করে।
# জামায়াতের ডাকা বৃহস্পতিবারের হরতাল চলাকালে কুমিল্লার চান্দিনায় ২টি বাস ভাঙচুর করেছে শিবির কর্মীরা। এ সময় তারা একটি মালবোঝাই ট্রাক মহাসড়কে আড়াআড়ি করে রাখে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় ১০ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়েছে।
# মহাসড়ক অবরোধ ও টায়ারে আগুন জ্বালানোর মধ্য দিয়ে পাবনায় শুরু হয়েছে জামায়াতের ডাকা বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতাল। এদিন সকাল ৬টা থেকে পাবনা-ঢাকা মহাসড়কের জালালপুর, পুষ্পপাড়া, মাধবপুরসহ বেশ কয়েকটি স্থানে লাঠিসোঠা নিয়ে অবরোধ করে পিকেটাররা।
# রাজশাহীতে পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে। সকাল পৌনে ৭টা পর্যন্ত মহানগরীর কোথাও কোনো অপ্রীতীকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতাল চলাকালে মহানগরীর সকল ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন বিপণী বিতানসহ দোকান-পাট বন্ধ রয়েছে।
# আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল খুলনায় শুরু হয়েছে। মানবতাবিরোধী অপরাধে আটক শীর্ষ নেতাদের মুক্তির দাবি এবং বুধবার বায়তুল মোকাররমের সামনে সমাবেশের অনুমতি না দেওয়ায় বৃহস্পতিবার সারা দেশে এ হরতালের ডাক দেয় জামায়াতে ইসলামী।
# আজিমপুর মোড়ে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
# রতালের শুরুতেই বাংলামোটরে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থকরা। এই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
# ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জ থানার সানার পাড়ে একটি কার্গোতে আগুন দিয়েছে পিকেটাররা। বৃহস্পতিবার ভোর সোয়া ৬টায় পিকেটারদের ১০ থেকে ১৫ জনের একটা দল আল রিয়াদ কার্গো সার্ভিস থামিয়ে (ঢাকা মেট্রো-চ ১১৪০১৮) তাতে আগুন দেয়। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিন জানান, আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে এলে পিকেটাররা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
# জামায়াত-শিবিরের ডাকা বৃহস্পতিবার হরতালের আগের রাতে সাভারে মহাসড়কে চলাচলরত যানবাহনে অর্তকিত হামলা চালিয়েছে দলটির নেতা-কর্মীরা। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভারের নিউমার্কেট, মাশরুম সেন্টার, স্বরনিকা, আমিন মার্কেটের সামনেসহ ও বেশ কয়েকটি স্থানে অর্তর্কিত হামলা চালিয়ে অর্ধশতাধিক যানবাহনে ভাঙচুর চালায় তারা।
প্রত্যক্ষদর্শী ট্যাক্সি চালক আব্দুল মান্নান বাংলানিউজকে বলেন, “আমার গাড়িটি মেরামতের জন্য রাস্তার পাশে ছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হঠাৎ করে ৩০ থেকে ৪০ জন ছেলে মাশরুম সেন্টারের সামনে থাকা লাঠি-সোঠা দিয়ে প্রাইভেটকার, ম্যাক্সি বাস, কোচসহ অর্ধশতাধিক গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। তবে, পুলিশ আসার আগেই তারা রেডিও কলোনীর দিকে চলে যায়।”
# জামায়াত-শিবিরের ডাকে গাজিপুরে বৃহস্পতিবারের সকাল সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। সারা জেলা থেকে ৭জনকে আটক করেছে পুলিশ।
এমন একটি জঙ্গি-সন্ত্রাসী ও সাম্প্রদায়িক দল, যার অস্তিত্ব প্রতিমুহুর্তে আমাদের সংবিধানকে করছে কলুষিত, এরকম দেশ ও তার সার্বভৌম বিরোধী দলকে নিষিদ্ধ করা হোক। বন্ধ করে দেওয়া হোক তাদের সকল কার্যক্রম...... বাংলার মাটিতে জামায়াত শিবির চলবেনা, চলতে পারেনা.... অচিরেই নিষিদ্ধ করা হোক জামায়াতকে... আওয়ামিলীগ যদি নোংরা রাজনীতির পাকে পড়ে নিষিদ্ধ না করে, আওয়ামিলীগ কোনদিনও বাংলার মানুষের ক্ষমা পাবেনা...
দেশকে যুদ্ধের আবহে নিয়ে যাওয়া দল, এই দেশে থাকতে পারেনা, এরা দেশদ্রোহী.. এরা তাদেরই দোসর, যারা একাত্তুর চায়নি, বায়ান্ন চায়নি.. চায়নি মুজিব বেঁচে থাকুক... চায়নি বাংলা বেঁচে থাকুক, বাংলা ভালো থাকুক..... জামায়াত-শিবিরকে নিশ্চিন্হ দেখতে চাই...
প্রয়োজনে আরেকটা যুদ্ধ হবে.... আমি যাবো... রাজাকারদের শেষ করতে.... তবু এই বাংলার মাটিকে একাত্তুরের কলংক বয়ে বেড়াতে দিবোনা...
৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমি খুবই হতাশ, আওয়ামীলীগ সেফ প্লে চালাচ্ছে! ওরা চাচ্ছে পুলিশ মার খাক, মরুক, জনগন জামায়াতকে ঘৃণা করুক এবং আওয়ামীলীগ ক্ষমতায় আসুক। বিএনপি বুঝে গেছে আওয়ামীলীগ ওদের নিষিদ্ধ করবেনা, তাই মাঠে শক্তি দেখাতে কুত্তাদেরকে লেলিয়ে দিয়েছে।
২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১
রেজোওয়ানা বলেছেন: অনলাইন এবং বাস্তব সব জায়গায় এই ঘৃন্য দলটিকে, এদের সহযোগীদের প্রতিহত করুন, এদের প্রপাগান্ডার ব্যাপারে সজাগ থাকুন।
৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: যুদ্ধে আছি, রাজাকার দমনের।
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫
আগুয়ান বলেছেন: বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার জন্য যারা দায়ী তাদের সকলকে গণ আদালতে বিচার করা উচিত।
৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সহমত
৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৬
ফাহীম দেওয়ান বলেছেন: আওয়ামীলিগ যদি এই টার্মে নিচের কাজ গুলি না করে তাইলে আওয়ামীলিগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে দিবো -
১) আটক যুদ্ধাপরাধীদের বিচার তড়িৎ গতিতে শেষ করা
২) জামায়াত-শিবির কে নিষিদ্ধ ঘোষনা করা
৩) নতুন আরো ট্রাইব্যুনাল গঠন করে বাকী যুদ্ধাপরাধী দের বিচার শুরু করা (দল মত নির্বিশেষে)
৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আওয়ামীলীগ একটা কাপুরুষের দল, সেফ প্লে করতে গিয়া দেশটাকে অরাজকতার ভিতরে রেখে আরাম করতেছে। আপনার ইস্যুর সাথে আমার পূর্ণ সমর্থন আছে।
৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৭
বুড়া শাহরীয়ার বলেছেন: শিবির এর এখন চুপ করে বশে থাকার সমই না। দাত ভাঙ্গা জবাব দিতে হবে এই আওয়ামি কুত্তাদের পেটয়া বাহীনি কে।
দেশ তা মগের মুল্লুক পাইছ তুম্রা ......জা ইচ্ছা তাই করবা।
৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: তোরা সন্ত্রাসী। সন্ত্রাস করছিস, এতে অবাক হবার কিছু নেই, তবে সঠিক বিচার হতেই হবে। এদেরকে ধরে ধরে মারা উচিৎ।
৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮
ফাহীম দেওয়ান বলেছেন: প্রয়োজনে আরেকটা যুদ্ধ হবে.... আমি যাবো... রাজাকারদের শেষ করতে.... তবু এই বাংলার মাটিকে একাত্তুরের কলংক বয়ে বেড়াতে দিবোনা...
আমিও যাবো
৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সাবাশ!
৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১২
টয় বয় বলেছেন: ছাত্রলীগ ও আম্লীগের বীর পুংগবরা কই?? ব্লগে হাতি-ঘোড়া না মাইরা রাস্তায় গিয়া প্রতিরোধ করে না কেন??
বিএনপি একটা মিছিল করতে পারে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই পারে নাই, ছাত্রলীগের ভয়ে| আর শিবিরের হরতালের সময় ছাত্রলীগ-আম্লীগ ঠোটে লিপিস্টিক দিয়া, হাতে চুরি আর বেনারসী শাড়ী পইরা ঘরে বইসা থাকে, ঘটনা কী??
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: নামছে ড়ে নামছে, এইবার কই পালাবি শিবির কুত্তার বাচ্চারা? শিবিরগুলা তক্তা দিয়া মাইরা তক্তা করা হোক, তারপরে পাকিস্তানের "নেক" পথে রওয়ানা করিয়ে দেওয়া হোক। যুদ্ধাপরাধীদের পক্ষে ট্যা ফো করলেই মাইর!!! যুদ্ধপরাধিদের পক্ষে কথা বলে যারা, তাদের জন্যে কোন মানবাধিকার নাই।
৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৪
বাঁশ বাগান বলেছেন: ফাহীম দেওয়ান বলেছেন: প্রয়োজনে আরেকটা যুদ্ধ হবে.... আমি যাবো...
এখন কই আছেন?
বুড়া শাহরীয়ার বলেছেন: শিবির এর এখন চুপ করে বশে থাকার সমই না।
পারো তো শুধু পুলিশের সাথে, লীগের সামনে পইড়ো, বুঝবা মজা ।
আগুয়ান বলেছেন: বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার জন্য যারা দায়ী তাদের সকলকে গণ আদালতে বিচার করা উচিত।
গন আদালত সংবিধান সম্মত নয়।
দায়িত্ববান নাগরিক বলেছেন: পুলিশ নিহত ! এর চেয়ে হতাশার ও ভয়ংকর খবর কি হতে পারে! ...ডিরেক্ট, কোনো রায় ছাড়া। হাতে অস্ত্র দরকার।
অস্ত্রের ভাষায় কথা বলছেন!!
যশোরে সংঘর্ষ চলাকালে পুলিশের মৃত্যু
জামায়াতে ইসলামীর কর্মীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে ‘অসুস্থ’ হয়ে পড়েন ওই পুলিশ কনস্টেবল।
Click This Link
৯| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৪
বাঁশ বাগান বলেছেন: ফাহীম দেওয়ান বলেছেন: প্রয়োজনে আরেকটা যুদ্ধ হবে.... আমি যাবো...
এখন কই আছেন?
বুড়া শাহরীয়ার বলেছেন: শিবির এর এখন চুপ করে বশে থাকার সমই না।
পারো তো শুধু পুলিশের সাথে, লীগের সামনে পইড়ো, বুঝবা মজা ।
আগুয়ান বলেছেন: বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার জন্য যারা দায়ী তাদের সকলকে গণ আদালতে বিচার করা উচিত।
গন আদালত সংবিধান সম্মত নয়।
দায়িত্ববান নাগরিক বলেছেন: পুলিশ নিহত ! এর চেয়ে হতাশার ও ভয়ংকর খবর কি হতে পারে! ...ডিরেক্ট, কোনো রায় ছাড়া। হাতে অস্ত্র দরকার।
অস্ত্রের ভাষায় কথা বলছেন!!
যশোরে সংঘর্ষ চলাকালে পুলিশের মৃত্যু
জামায়াতে ইসলামীর কর্মীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে ‘অসুস্থ’ হয়ে পড়েন ওই পুলিশ কনস্টেবল।
Click This Link
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আসেন নিউজ দেখি-
"... মনিরামপুর থানার উপ-পরিদর্শক জামিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৬টার দিকে জামায়াত-শিবির কর্মীরা হরতালের সমর্থনে মিছিল করার জন্য পুরনো বাস স্ট্যান্ডে জড়ো হয়। এ সময় পুলিশ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
“এ সময় জহুরুল অসুস্থ হয়ে পড়েন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর তিনি মারা যান।”
সংঘর্ষে জহুরুলের মাথায় আঘাত লেগেছিল বলেও উল্লেখ করেন এসআই জামিরুল।"
মাথায় বাড়ি মারার পর হার্ট এটাকে মৃত্যু, এটাকে আপনি কি স্বাভাবিক মৃত্যু বলতে চান?
১০| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: তাণ্ডব এর ভিডিও চিত্র
১১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫
আল মতিন বলেছেন: জামায়াত- শিবির এর সাথে পারা কঠিন! ওরা সংখ্যায় কম হলে কি হলে কি হবে, আসলে শক্তি ও মনোবল ওদের সুপারক্লাস! কারণ ওরা কোন বাতিল শক্তি কে ডরায় না! ভয় একমাত্র আল্লাহর! এমনই তো হওয়া উচিত মুজাহিদের, আপনারা কি বলেন?
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমি যেটা বলি আপনি হচ্ছেন ছাগলের বাচ্চা, টিকিট কাইটা পাকিস্তানের পথে রওয়ানা হয়ে যান।
১২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫
সামির হোসাইন বলেছেন: রাজাকারদের বিচার দাবী করলেই নব্য রাকাররা আওয়ামীলীগ ট্যাগ লাগিয়ে দেয়
তখন ম্যাজাজ এতই খারাপ হয় মনে চায় লাত্থি মাইরা ফাকিস্তান পাঠাইয়াদেই সালাদের
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সেটাই ভাই, ট্যাগ দেওয়া ওদের মেধা সর্বচ্চ ব্যাবহার। মাদ্রাসা পাশ করা গাধাদের কাছে আর কি আশা করা যায়?
১৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০
সামির হোসাইন বলেছেন: এই তো দেলু রাজাকারের পোলা আল মতি এসে গেছে
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বকরীকে জবেহ করা হয়ে গেছে।
১৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বগুড়ায় আজ বৃহস্পতিবার সকালে পুলিশের ওপর হামলা চালিয়েছেন হরতালসমর্থনকারী শিবিরের কর্মীরা। তাঁরা পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে ওই অস্ত্র দিয়ে পিটিয়েছেন পুলিশকে। সকাল আটটার দিকে বগুড়া শহরের উপশহর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে হরতালের সমর্থনকারী শিবিরের এক কর্মীকে আটক করে পুলিশ। এ সময় শিবিরের কর্মীরা পুলিশের ওপর চড়াও হন। একপর্যায়ে শিবিরের কর্মীরা পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে ওই অস্ত্র দিয়েই পুলিশকে পেটাতে থাকেন। এতে দুজন পুলিশ সদস্য আহত হন। পরে আরও পুলিশ এসে শিবিরকর্মীদের ধাওয়া করলে তাঁরা পুলিশের অস্ত্র ফেলে দিয়ে পালিয়ে যান। পুলিশ আটক ওই শিবিরকর্মীকে থানায় নিয়ে যায়।
পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, শিবিরের হামলায় দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
১৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৪
শার্লক বলেছেন: বিশ্বজিৎ, রাব্বী হত্যাকারী বীর সেনানীগুলি কই আজ? আজ কেন মাঠে নামে না ফুলিশ আর সাধারন জনগনকে রক্ষা করতে? না কি হাই সেই নির্দেশ নাই আজ।
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: দেরিতে হইলেও নামছে, মাইরের জবাব মাইর, কোন ওষুধ নাই।
১৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৫
আল মতিন বলেছেন: ভাইজান সমির কেমন আছেন? শরীর ও মনটা ভালতো? নাস্তা কি করলেন?
আমারে বেন করছিল, আবার লেখাশুরু, কবে আবার বেন খাই ? ৩ বার হইছে ইতিমধ্যে!
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আবার খাইবেন, চিন্তা নিয়েন না।
১৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮
বুড়া শাহরীয়ার বলেছেন: ঠোটে লিপিস্টিক দিয়া, হাতে চুরি আর বেনারসী শাড়ী পইরা ঘরে বইসা
আছে হে হে .........ভাল কইছেন
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পিঠের উপ্রে দমাদম পড়লে টের পাবা
১৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪
হাসানুর বলেছেন: বাবা-মা, মুরুব্বিদের মুখে রাজাকারদের কথা অনেক শুনেছি । তাদের ঘৃনা করতে শিখেছি । মনে মনে শিউরে উঠেছি তারা কত ভয়ংকর ! কিন্তু নিজ চোখে তাদের কার্যকলাপ আবার দেখতে হবে এমনটা ভিবিনি ! দেশে গড়ে উঠেছে নব্য রাজাকারের দল । তারা পুলিশের চেয়েও ভয়ঙ্কর, আজরাইল হিসেবে তারা যে কোন সময় হাজির হয় , সামনে যা পায় ধ্বংস করে দেয়,হরতাল লাগেনা,অবরোধ লাগেনা, মানুষ অসহায় হয়ে চেয়ে থাকে । সাধারন মানুষের কি দোষ? এখন বাস্তবে অনুধাবন করতে পারছি রাজাকাররা কত ভয়ঙ্কর ছিল । শিবির আর রাজাকারের ভয়ে রাস্তায় বের হতে ভয় করে । পুলিশ ও অসহায়, আমরা কোথায় যাবো ?
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: স্বাধীন রাষ্ট্রে স্বাধীনতার এতোগুলো বছর পরেও দেশ বিরধি তাণ্ডব, বড় লজ্জার। বড় ঘৃণার।
১৯| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯
কান্না হাসি বলেছেন:
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মেন্তাল কেস? ছাত্রলীগ সাপোর্ট করিনা, তাইবইলা যুদ্ধঅপরাধিদের পক্ষে একটা শব্দ নিলেও মাফ নাই।
২০| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯
পালা গান বলেছেন: জামাত শিবিরের সব নেতা জেলে।
কোন সমাবেশ তো দুরের কথা, রাস্তায় মানববন্ধন করতে দেয় না।
ঠোংগা পুলিশ জামাত শিবিরের অফিস বন্ধ করে রাখছে বছরের পর বছর।
শিবিরের ণেতাদের রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন। গুলি, টিয়ারশেল তো প্রতিদিনের উপহার।
গ্রেফতারের ভয়ে রাতে বাসায় ঘুমাতে পারে না মাসের পর মাস।
এর পরও কি শিবির চুপ করে মার খাবে? মোটেই না।
এবার সময় এসেছে রুখে দাড়াবার। জেগেছে বাংলার বীর জনতা। কুত্তালীগের খবর আছে।
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হারামজাদা, বাংলা শব্দ মুখে নিবিনা, পাকিস্তান যা ভাগ এইখান থেইকা। ছাগুর বাচ্চা ছাগু!!!!! যুদ্ধপ্রাধিদের ধরবেনা তো কি চুমা দিবে? এইটা কি জিয়ার রাজত্ব পাইছশ?
২১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
শিবির গুলা তক্তা দিয়া মাইরা তক্তা করা হোক, তারপরে পাকিস্তানের "নেক" পথে রওয়ানা করিয়ে দেওয়া হোক। যুদ্ধাপরাধীদের পক্ষে ট্যা ফো করলেই মাইর
২২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯
পালা গান বলেছেন: দিকভ্রান্ত*পথিক@
বাংলাদেশ তোদের মত শারমেয়দের কাছে লিজ দেই নাই। দেশপ্রেম নিয়া ব্যবসা কর? যা হারামজাদা ভারত গিয়া চৈরা খা।
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কুত্তার বাচ্চা, এইটা আমার দেশ। তদের মত পাকিস্তানি বিজে জন্ম না জানোয়ার কোথাটার। এই দেশে পাকিস্তানি জারজ এর বাইচা থাকা চলবেনা।। শুয়রের জাত, একাত্তুর থেকে তোদের অন্যায় নিছে এই দেশ, আর না। এই বার সময় হইছে। দেশ সাফ করতে হবে।
২৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১২
দায়িত্ববান নাগরিক বলেছেন: পালা গান ছাগুটারে একটা কইষা লাথি দেন।
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ওইটা ছাগলের তিননম্বর প্রতিবন্ধি বাচ্চাটা।
২৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩
আল মতিন বলেছেন: কার ভারত বা পাকিস্তান যাওয়ার দরকার নাই ভাই, বাংলাদেশেই থাকেন আপাতত! পরে দেখা যাবে কোথায়কার জল কই যায়?
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কেন তোমার নেতা তো পাকিস্তানি, এই দেশ তো একাত্তুর থেকেই চক্ষুশুল, তা যাশ না কেন?
২৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৪
পালা গান বলেছেন: ঐযে আইছে, বুদ্ধি প্রতিবন্ধি আইছে। তরে না কইছিলাম হেমায়েতপুর জাইতে?
@দায়িত্ববান নাগরিক
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পাকিস্তানের মেনটাল হসপিটালে জায়গা হয়না, এতো ছাগু পাকিস্তানি এই দেশে, এই ভয়ে যাসনা নিজের দেশে? মানুষের দেশের উপরে এতো আক্রোশ তা থাকিশ কেন? উর্দু শিখিস নাই কেন? তোর বাবারা তো এই বাংলা ভাষাও চায়নি, তুই কি জারজ সন্তান? বাবার আদর্শ অর্ধেক মেনে চলিস!
২৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০
মো ঃ আবু সাঈদ বলেছেন: জামায়াত- শিবির এর সাথে পারা কঠিন! ওরা সংখ্যায় কম হলে কি হলে কি হবে, আসলে শক্তি ও মনোবল ওদের সুপারক্লাস! কারণ ওরা কোন বাতিল শক্তি কে ডরায় না! ভয় একমাত্র আল্লাহর! এমনই তো হওয়া উচিত মুজাহিদের, আপনারা কি বলেন?
ছাত্রলীগের মত আস্ত্র লাগে না .......দেখন উপরের ছবি কথা বলে আবার তাদের দেওয়া....
আরা মিডিয়া গুলাতে দেখন নিরস্ত্র মানুষরে তান্ডব.......
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: রাজনৈতিক কারনেই এখনও জানে বাঁচতে পারতেসিশ নাইলে।
২৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১
দায়িত্ববান নাগরিক বলেছেন: ছাগুর বন্যা দেখি। মইত্যার পোলাও আসছে।
পালা গান ছাগু, তুই সামুতেই থাক। সামু তোদের ভালোই পাইলা পুষে বড় করতিছে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হুম ভাই ঠিক কথাই কইছেন, কথায় কথায় ভাল ব্লগারদের ব্যান আর ডিমশন আর এদেরকে আগলে রাখছে!!!
২৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১
আল মতিন বলেছেন: আমি তো মানুষ, ঠিক আপনি যেমন! ছাগলের বচ্চা হওয়াতো প্রশ্নেই আসে না?
আর আমি তো এখন দেশের বাইরে,পাকিস্তান যাব কিভাবে?
৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হেঁটে না পারলে দৌড়ে
২৯| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২
কলাবাগান১ বলেছেন: বলে যে জনতা জেগেছে কিন্তু একটা সাধারন লোক কেও তো দেখলাম না যে পিকেটিং করছে......... শুধু নর্দমার কীঠ রাজাকার দের সাপোর্টার দের কে ই দেখা যাচ্ছে মারমুখী অবস্হায়..........।
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জী ঠিক বলেছেন
৩০| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২
দায়িত্ববান নাগরিক বলেছেন: মো ঃ আবু সাঈদ
এইটাও আসছে।
চারিদিকে ছাগু
৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হা হা হা হা
৩১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪
দায়িত্ববান নাগরিক বলেছেন: আল মতিন @ ছাগু থেকে মানুষ কবে হইলি? পার্টি দে।
৩২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ইটের আঘাতেই পুলিশ মারা গিয়েছে।
জামাত শিবিরের ডাকা সকাল সন্ধা হরতালে পিকিটিং এর সময় যশোরের মনিরামপুরে শিবিরের সাথে পুলিশের সংঘর্ষ হয় ॥
সংঘর্ষে এক পর্যায়ে পুলিশ সদস্যদের উপর শিবির হামলা চালায় এতে জহুরুল ইসলাম নামে এক পুলিশ সদস্য নিহত এক পুলিশ নিহত হয় এবং ১৫ জন পুলিশসহ আহত হয় ।
এ সময় সেখান থেকে ৪ জনকে আটক করে পুলিশ।
নিহত কনেস্টবল জহুরুল ইসলামের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলায়। তার পরিবার গ্রামের বাড়িতে বসবাস করেন। সকাল সাড়ে ৮টার দিকে মনিরামপুর শহরে শিবির মিছিল বের করে। এসময় পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করার চেষ্টা চালালে শিবির কর্মীরা পুলিশের উপর আক্রমণ করে। পুলিশও ছাত্র শিবিরের কর্মীদের লক্ষ্য করে টিয়ারসেল ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। খবর পেয়ে ছাত্রলীগের কর্মীরাও শিবিরের উপর আক্রমণ চালায়। এসময় শিবির কর্মীরা আতœরক্ষার্থে ছত্রভঙ্গ হয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। তখন একটি ইটের টুকরো এসে কর্তব্যরত পুলিশের কনেস্টবল জহুরুল ইসলামের মাথায় আঘাত করে। ইটের আঘাতে জহুরুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়ে। মুহূর্তে সে জ্ঞান হারালে সহকর্মীরা তাকে দ্রুত পুলিশের একটি এ্যাম্বুলেন্সে করে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. হাসান মাহমুদ হাদী পরীক্ষা নিরীক্ষার পর কনেস্টবল জহুরুলকে মৃত বলে ঘোষণা করেন। এসময় সেখানে উপস্থিত পুলিশের অন্য সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। খবর পেয়ে পুলিশের এডিশনাল এসপি সুভাষ কুমার সাহা হাসপাতালে যান এবং কনেস্টবল জহুরুল ইসলামের লাশের পাশে কিছু সময় অবস্থান করেন। তিনি জহুরুল ইসলামের মৃত্যুা কারণ সম্পর্কে সহকর্মী পুলিশ সদস্য ও কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন। কর্তব্যরত চিকিৎসকরা তাকে কনেস্টবল জহুরুলের মৃত্যুর কারণ সম্পর্কে অবহিত করেন। চিকিৎসকরা সাংবাদিকদের জানান পিকেটারদের ইটের আঘাতে তার মৃত্যু হয়েছে।
৩৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭
দায়িত্ববান নাগরিক বলেছেন: দিকভ্রান্ত*পথিক@ লিংক দেন তো ব্রো !
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: Click This Link
এইটা ভাই।
৩৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭
মো ঃ আবু সাঈদ বলেছেন: হাসানুর..ভাই ছাত্রলীগের অস্ত্র সামানে আপনি খুব সাহসী না কি...
হাস্যকর ..................
একদল অস্ত্রহীন সৈনিকদের আপনার ভয়....
বাবা-মা, মুরুব্বিদের মুখে রাজাকারদের কথা অনেক শুনেছি । তাদের ঘৃনা করতে শিখেছিলাম..
গত তিন বছরে প্রকৃত সত্যটা ও বুঝতেছি......
আল্লাহ সবাইর জ্ঞান শক্তি বিবেচনার সঠিক পথ দেখন......আমীন
৩৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫
আল মতিন বলেছেন: আমি পাকিস্তান যাব না! জন্ম যে দেশে ,মরি যেন তাতে!
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আচ্ছা, ভাল করে একটা কথা বলি, বাংলাদেশ যদি ভালবাসেন, কোন হিসেবে তাদের সাপোর্ট করেন যারা এই দেশ চায়নি? যেই দেশের উপরে নির্মম আচরণ করেছে? জামায়াত প্রায় প্রতিটি নেতা মার্কড যুদ্ধপরাধি, কোন যুক্তিতে ??????????????????
৩৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০
রাজকুট বলেছেন: কখনও কি ভেবেছেন জামায়াতে ইসলামী এবং ছাএশিবিরের প্রথম সারির নেতাসহ হাজার হাজার নেতা কর্মি জেলে । প্রতিদিনই পুলিশ আটক করছে শতাধিক নেতা কর্মিকে । কিন্তু তারপরও তাদের আন্দোলন দমন করা যায় নি ।
কেন সবকিছু করা হলেও জামাত শিবিরকে দমন করা যাচ্ছে না তা আসুন খতিয়ে দেখি ।
১ । জামায়াত – শিবিরের কথা বাদ । বিএনপিসহ বিরোধী দলের প্রতি সরকারের কঠোর আচরণ জনগণকে বিচলিত করে তুলেছে । ফখরুলসহ বিএনপির অনেক নেতা কর্মি বন্দী । সরকার এগিয়ে যাচ্ছে একদলীয় নির্বাচনের দিকে । জনগণ এসব ভালভাবে নিচ্ছে না ।
২ । সাংগঠনিকভাবে জামায়াত-শিবির অনেক সুসংগঠিত । কে গ্রেফতার হলে কে নেতৃত্ব দেবে সবই নির্ধারিত । তাদের সাংগঠনিক কাঠামো ভেঙ্গে দেবার জন্য কোন উদ্যোগ নেই ।শুধু গলাবাজি করে লাভ নেই ।
৩। জামায়াত-শিবিরের আর্থিক উৎসগুলো বন্ধ করা হয় নি ।
৪। দমন পীড়নে পুলিশের ইমেজ বলে কিছু আছে বলে মনে হয় না । তাই পুলিশকে কে মারল কাটল তাতে জনগণের কমই মাথাব্যথা আছে ।
৫ । দুর্নীতি , ছাএলীগের সন্ত্রাস, তেলের দাম বৃদ্ধিসহ নানা কারণে মানুষ ক্ষুদ্ধ ।
তাই সরকার যখন বলছে জামাত শিবিরকে মোকাবেলায় এগিয়ে আসতে , মানুষ খুব একটা সাড়া দিচ্ছে না । মানুষ যুদ্ধাপরাধীদের বিচার চাইলেও সরকারের ইমেজ তলানীতে । পুলিশ হয়ত বলছে আমাকে মারছে, আপনারা একটু দেখুন । কিন্তু যার কাছে সাহায্য চাইছে তিনি হয়ত একজন বিশ্বজিৎ অথবা আব্দুল কাদের
সরকার যদি অন্যান্য দিকে তার ইমেজ বাড়াতে পারে , তাহলে ছাএলীগ-যুবলীগ দরকার নেই , সাধারণ মানুষই নামবে জামায়াত-শিবিরকে মোকাবেলায় । আবুলকে আসামি করুন , ডেসটিনির সকল সম্পদ জব্দ করুন , শেয়ার কেলেংকারীদের বিচারের মুখোমুখি করুন দেখুন জনসমর্থন বাড়ে কিনা । মানুষই নামবে মাঠে , সেদিন জামাত-শিবির পালাবার পথ পাবে না ।
৩৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বয়স্ক মানুষটাকে ইটের আঘাতে মেরে ফেলল কুত্তার বাচ্চা শিবিরের পিকেটাররা।
৩৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১
মোঃ ওমর শরীফ বলেছেন: "মাদ্রাসা পাশ করা গাধাদের কাছে আর কি আশা করা যায়?"
এইটা কি বললেন @লেখক।
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কথা বাত্রা গোঁড়াদের মত অর্থে লিখেছি, সবাই অবশ্যই খারাপ নয়, তবে শিবিরে ওদের অংশগ্রহন সবথেকে বেশী। এই বিষয়টি প্রমানিত।
৩৯| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২
দায়িত্ববান নাগরিক বলেছেন: থ্যাংকস ব্রো ! আপনার লিংকে সামান্য প্রবলেম আছে। সরাসরি নিউজে যায় না। ঠিক করে দিলাম।
Click This Link
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৪০| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ছাগু পেজ ব্রেকিং এর অপপ্রচার, খবর নিশ্চিত করা হয়েছে যে মাথায় আঘাত পেয়ে লুটিয়ে পরার পড়ে হাস্পাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করে। ছল ছাতুরি থেকে সতর্ক থাকুন।
৪১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ছাগুদের হরতালে সমর্থন দিয়েছে বিএনপি !! পত্রিকার নিউজে প্রথম বারের মত জামাতিদের ছাগু বলে সম্বোধন! জয় বাংলা! ছাগুদের ছাগুনাম ব্লগ থেকে এখন বাংলা অভিধানেও ঢুকে যাবে দেখছি!!!
৪২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০১
স্পাইসিস্পাই001 বলেছেন: দায়িত্ববান নাগরিক @ আপনার সময় হয়েছে ছাগু লিস্ট আপডেট করার......ছাগু গুলারে ধইরা ধইরা খোয়ারে দেন ....
আর ছাগুদের কইতাছি..... আপনারা দেশমাতার বিরোধিতা আর কত করবেন...... আর কতকাল ছাগু থাকবেন..... দেশে ত্রাস ছড়াই্য়েন না ..... আজ যাদের বিচার হচ্ছে তারা কি ভাল মানুষ যে আপনারা ওদের পক্ষে হরতাল ডেকে নিজেরা ক্যাডার পরিচয় দিচ্ছেন প্রাণ পর্যন্ত দিয়ে দিচ্ছেন ........ ভন্ডগুলার বিচার হইবো এইটাই স্বাভাবিক.... এই ভন্ডগুলা যদি আপনার পরিবারের ইজ্জত নিয়ে টানাটানি করতো, আপনার চোখের সামনে যদি আপনার বাবা-সন্তান- ভাই কে হত্যা করতো তাহলেও কি এদের পক্ষ নিতেন ঠান্ডা মাথায় ভেবে দেখবেন......
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাল কথা বলেছেন, যদি মগজ থেকে থাকে আর কি।
৪৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০১
আল মতিন বলেছেন: দিকভ্রান্ত পথিক : আপনার জবাব আমি দেব, তবে আজ নয়, একটু সবর করুন।
৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: উত্তর দিয়েন। প্রশ্ন করছি।
৪৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০২
হাঁসি মুখ বলেছেন: বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ,
বাংলার খ্রীষ্টান, বাংলার মুসলমান,
আমরা সবাই বাঙালী ।।
তিতুমীর, ঈসা খাঁ, সিরাজ
সন্তান এই বাংলাদেশের।
ক্ষুদিরাম, সূর্যসেন, নেতাজী
সন্তান এই বাংলাদেশের।
এই বাংলার কথা বলতে গিয়ে
বিশ্বটাকে কাঁপিয়ে দিল কার সে কন্ঠস্বর,
মুজিবর, সে যে মুজিবর,
‘জয় বাংলা’ বল রে ভাই।।
ছয়টি ছেলে বাংলাভাষার চরণে দিল প্রাণ,
তাঁরা বলে গেল ভাষাই ধর্ম,
ভাষাই মোদের মান।
মাইকেল, বিশ্বকবি, নজরুল
সন্তান এই বাংলাদেশের।
কায়কোবাদ, বিবেকানন্দ, অরবিন্দ
সন্তান এই বাংলাদেশের।
এই বাংলার কথা বলতে গিয়ে
বিশ্বটাকে কাঁপিয়ে দিল কার সে কন্ঠস্বর,
মুজিবর, সে যে মুজিবর,
‘জয় বাংলা’ বল রে ভাই।।
[গানটি লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার ও সুর করেছেন শ্যামল গুপ্ত]
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জয় বাংলা বললে আপনাকে ভারতীয় দালাল বলা হবে, পাকিস্তানি ম্যাথিউরি।
৪৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬
দায়িত্ববান নাগরিক বলেছেন: স্পাইসিস্পাই001 @
পালা গান ও আল মতিন প্রমাণ সহকারে লিস্টেড ছাগু। সামুর আদরে বড় হচ্ছে। সামুর অনীহা দেখে ওদের আর কিছু বলতে ইচ্ছে করে না।
৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সামু এই কাজ করে ঠিক করে নাই। সবাই মিলে *** দিতে হবে।
৪৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬
আল মতিন বলেছেন: হিসাব সহজ,
১. আমার বাবা একজন মাদ্রাসার শিক্ষক, শিশু বয়স থেকে তিনি আমাকে কুরআন ও হাদীস শিক্ষা দিয়েছেন। কিন্ত উনি জামায়াত করেন না, এজন্য ভুল বুজবেন না। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন শিবিরের দাওয়াত পাই। এরপর কুরআন ও হাদীস আগে যতটুকু পড়েছিলাম শিবির করতে এসে ইসলাম সম্পর্কে আর ক্লিয়ার জ্ঞান পেলাম। ভুল বুঝবেন না যে শুধু মওদুদীর বই পড়েছি। আরও অনেক বই আছে তাদের সিলেবাসে। এখন কথা হল, ছোটবেলায় বাবার কাছে যে ইসলামী জ্ঞান পেয়েছি এবং শিবির করতে এসে যা পড়লাম, সেটা বাবার শিক্ষার সাথে ১০০ ভাগ মিল।
এ হিসাবের জন্যই সাপর্ট করি।
জ্ঞানী হলে বুঝবেন আর মূর্খ হলে শুধু বিতর্কই করবেন !
বি.দ্র." এ জ্ঞান শুধুমাত্র কুরআন ও হাদীসের জ্ঞান"
২. জামায়াত এই দেশ চেয়েছি কি চায় নাই তার সঠিক ও নির্ভল তথ্য আপনি জানেন? শুধুমাত্র ভ্রান্ত ধারনা পোষন করে দোষারোপ ও হিংসা কেন?
৩. জামায়াত ও ছাত্র সংঘের লোকই যে ৭১ এ হত্য ধর্ষন করেছে আপনাকে কে প্রমান সহ দেখিয়েছে? বলতে পারেন? আর আজকের বাংলাদেশের মত, বাকশালের সময়ের মত আপনারা সুযোগ বুঝে ৭১ ধর্ষন করেননি সেটা তো বাদদেওয়ার মত নয়।
৪. ওদের অপরাধের কোন সত্য প্রমাণ দেশিয় আদালত দিতে পারেনি?
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আচ্ছা বুঝলাম, আপনাকে কুরআনের ও হাদিসের অমিয় বানী শুনিয়েছে।
কিন্তু ধর্ষক খুনির ধর্ম জাজক হওয়া কতটা সাজে? আমি ইস্লামের দাওয়াত দেই, ফোন সেক্স করি, বহুগামিতা আমার স্বভাব, আমি দেশের ইতিহাসের জঘন্য খুনি। শত বোনের ধর্ষক, লক্ষ্য ভাইয়ের খুনি। যে ভাই বোনগুলোর একটি আপ্নারও হতে পারত। আপনি আমাকে সমর্থন করেন তাহলে? কারন আমি আপনাকে ভাল ভাল বই দেখাইছি? আজিব রে ভাই। ইসলামে নাকি জতিয়তাবাদ বলে কিছু নাই, আপনার দল সেই আঁচল ধরেই আছে। ইসলামে নাকি ভোট নাই, আপনার দল তার পিছে কুত্তার মত ছুটছে। ইসলামে নাকি খুন, সন্ত্রাস ধর্ষণ হারাম, আপনার দল তাই করছে। আপনার সাফাই কতটা লেম !?
৪৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩
দায়িত্ববান নাগরিক বলেছেন: আল মতিন @ ছাগু। যা সোনা ব্লগে যা। ওখানে এইসব ছাগু কাহিনী বর্ননা কর। অনেক হাততালি পাবি।
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: খণ্ডিত।
৪৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪
স্পাইসিস্পাই001 বলেছেন: দায়িত্ববান নাগরিক @ হাল ছেড়ে দিয়েন না.....।
বার বার দৃষ্টে আকর্ষন করতে হবে.....তবে কাকতারোয়ার মধ্যে যদি ভূত থাকে কিছু করার নাই.......
আল মতিন @ আপনি সবাইকে বলে যাচ্ছেন যে ভুল বুইঝেন না.....আপনি ঠিক জানেন তো? আরে আপনিই তো ভুল বুঝে আছেন.... এতকাল যা শুনে আসলাম প্রমান সহ তারপরেও আপনার কাছ থেকে শুনে বুঝতে হবে.......আজ যাদের বিচার হচ্ছে তাদের আপনি ভাল বলেন কি করে..... কোন দৃষ্টিভঙ্গিতে...
৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মাথা খারাপ।
৪৯| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২
স্বপনবাজ বলেছেন: হারিয়ে যাক জামাত শিবির , সোনার বাংলা থেকে ! এদের আবার নীতি আছে নাকি !
৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জামায়াত শিবির নিপাত যাক!
৫০| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১
বাঁশ বাগান বলেছেন:
২) তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল,
৩) বিরোধীদলের উপর জুলুম-নির্যাতন বন্ধ,
৪) শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাস বন্ধ ও শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ,
এই গুলান কি? আপনার বদৌলতে জানলাম। শুধু জানতাম যুদ্ধপরাধীদের বিচার বানচাল তাদের দাবী।
আপনার মন্তব্য কি?
৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হইছে।
৫১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩
ঘুড্ডির পাইলট বলেছেন:
এই কুলাংগার গুলান হরতাল ডাকছে
আমি কাম কাইজ ফালায়া বাসায় বয়া রইছি, বাসা থিকা বাইরইতে পার্তাছি না ।
৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
জানয়ারের বাচ্চাগুলা। ভাষা নাই।
৫২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৫
আল মতিন বলেছেন: তর্ককরুন যুক্তি সহ। আন্দাজে তর্ক করলে তো চলবে না। আসুন কুরআন হাদীস বুঝে পড়ি। উদাত্ব আহবান রইল।
৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জামায়াতে পিছলামি পাকিস্তান।
৫৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
রাজকুট বলেছেন: গণহত্যার সাথে কুরআন হাদীসের কি রিলেশন @ আল মতিন
৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হুম।
৫৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
শার্লক বলেছেন: উপরে দেখলাম আপনি লিখছেন যে মাথায় আঘাতের কারনে পুলিশটা মারা গেছে, দুপুরে একটি টিভি চ্যানেলের নিউজে দেখলাম বললো অসুস্থ হয়ে মারা যায়। তাও আবার সেই টিভি চ্যানেল হইলো বালের একনিষ্ঠ চামচা এটিএন নিউজ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জি, ঢিল লাগার পরে লুটিয়ে পড়লে হাসলাপাতালে নেওয়া হয়, এবং ডাক্তার তাকে মৃত ঘোষণা করে, লাস্ট নিউজ ভাল মত খিয়াল কইরা।
৫৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
প্রগতিশীল ইকবাল বলেছেন: পালা গান বলেছেন: শিবির বাংলাদেশের একমাত্র গনতান্ত্রিক আদর্শবাদি ছাত্র সংগঠন, যেখানে কোন কোন্দল নাই, চাদাবাজী নাই, আছে ভাল নাগরিক গড়ার প্লাটফর্ম। এ জন্যই তো দলে দলে মেধাবি ছাত্ররা শিবিরে যোগ দিছ্ছে।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সে একটা ছাগল আর তুমি আরেকটা, কত যে মেধাবি চোখে চশমা দিয়ে ইতিহাস না দেইখা লাফান দল দেখেই বুঝা যায়।
৫৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৫
ফজল মাহমুদ বলেছেন: আসলে এভাবেই সত্য উদঘাটিত হয়।
কারন, দুর্বলের শেষ অস্ত্র আক্রমন। তবে শ্রেনীভেদে অস্ত্রের ধরণ ভিন্ন হয়ে থাকে। যেমন, যে নৈতিকতায় দুর্বল তার অস্ত্র গালি আর যে শক্তিতে দুর্বল তার অস্ত্র নিরস্ত্র দুটি হাতের স্বাবলীল ব্যবহার।
জবাব হিসাবে পাঠকদের একটি স্তন্ত্র ব্লগ উপহার দিলামঃ
এ নশ্বর পৃথিবীর সীমীত সময়ে সককিছুতো তুলে ধরা সম্ভব নয়। তবে আল্লাহ একজন আছেন। যিনি সব কিছু পর্যবেক্ষন করছেন। তিনার হাতে অসীম ক্ষমতা আর সীমাহীন সময় অবশিষ্ট আছে। তিনি তো রাজাধিরাজ। তাই আমাদের বলা এটুকই যথেষ্ঠ যে,
"তুমি বলো, হে রাজাধিরাজ, তুমি যাকে ইচ্ছা তাকে সম্রাজ্য দান করো, আবার যার কাছ থেকে চাও তা কেড়ে নিয়ে যাও, যাকে ইচ্ছা তুমি সন্মানিত করো, যাকে ইচ্ছা তুমি অপমানিত কর; সব রকমের কল্যান তো তোমার হাতেই নিবদ্ধ; নিশ্চয় তুমি সব কিছুর উপর একক ক্ষমতাবান।"
Click This Link
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কথা ফলাইতে আইস না
৫৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৬
আল মতিন বলেছেন: মানলে মানেন, আর না মানলে পরকালে বুঝাযাবে কার বিচার ঠিক আর কে বেঠিক? কারণ ইহকাল ও পরকালের মাঝে কবর হল একটি পর্দা মাত্র!
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ছাগুদের মুখে আল্লাহর নাম, এই বিষয়টাতেই হাসি পায় আমার।
৫৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৪
মরু বালক বলেছেন:
প্রথম আলোর খবরঃ
মৃত দুজন ছাত্রলীগ দাবি করছে, তাদের কর্মী!!
শিবির বলছে শিবিরের কর্মী !!
......
কার কর্মী বলে মনে হয় আপনার ???
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: শিবির থেকেও দাবি করা হয়েছে, চারজন শিবির নেতা কর্মী। অবিশ্বাস করার মত কোন নিউজ চোখে পড়েনি এ পর্যন্ত।
৫৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪
আল মতিন বলেছেন: আমারও তো হাসি পায় আপনারদের লেখা ও মন্তব্য দেখে! আর কত, এবার ওসব কল্পকাহিনী ছেড়ে কুরআন ও হাদীস পড়েন। মনে রাখবেন শুধু মাত্র প্রবিত্র ও নেককার লোকেরাই কুরআন স্পর্শ করতে পারে। সেজন্য পাক পবিত্র হয়ে বুঝার জন্য পড়বেন আশাকরি।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হুম, কুরআন হাদিসে দাঁড়ি টুপি পড়ে নারায়ে তাকবির বলে ভাংচুর করতে। আরও আগে বলা ছিল জামায়াতে ইসলামি পাকিস্তান এর অংশ হিসেবে খুব ধর্ষণ করতে। কুরআন শরিফ একতাই, আপনারা কিসের কথা বলছেন আপ্নারাই জানেন।
৬০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮
শার্লক বলেছেন: আমি কি বলছি সেটা খেয়াল করেন, এটিএন নিউজ এরকম খবর দিল যে অসুস্থ হয়ে মারা গেছে, মাথায় আঘাতের কোন কথাই তারা বলে নাই আর এটিএন নিউজ হইলো সেই চ্যানেল যে কি না সবসময় চামচামী করে তাদের বুঝলেন।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হ বুঝি, জামায়াতের দালালি করতে আসলে ভাই ভাল কথা পাবেন না, তাই কইরেন না।
৬১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩
ফজল মাহমুদ বলেছেন: আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
অনেক তথ্য পাবেন। আসাকরি ভালোও লাগবে।
Click This Link
এটিও দেখতে পারেন। পজেটিভ- নেগেটিভ আপনার বিবেচনায় ছেড়ে দিলাম।
Click This Link
http://www.dailynayadiganta.com/new/?p=107117
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: শান্তিপূর্ণ কিনা সেটি নিয়ে আমার কথা নাই, কথা হচ্ছে, এই দেশে রাজনীতি করার অধিকার রাখে কিনা জামায়াত? জামায়াতে পিছলামি বাংলাদেশ নামে যে প্রহসন খুলে রাখা হয়েছে সেটি আসলে কি? জন্ম কোথায়? জামায়াতে ইসলামি পাকিস্তান নয় কি? তাইলে পাকিস্তানি প্রতিস্থানের শাখা এই দেশে কেম্লে খুলতে দেই?
আপনার উত্তর পড়ছি, আবারও একই গান, ছাগুদের পিছলাম, যদি কই শিবির এইটা করছে, ওরা আমারে দেখায় ছাত্রলিগ কি করছে! আরে তোমাদের ভাষায় ছাত্রলিগ তো মালাউন!! ওদের কারবার দেখাও কেন? তাইলে কি তুমিও যা লীগ ও তা? তাইলে কাল থেকে ইসলামি শব্দটা বাদ দাও, মানবনে! যে হ্যাঁ, ছাত্রলিগ যা তমারাও তা! ইসলামের নাম কলংকিত কেমনে হইল চোখ থাকলে দেখেতে পাবেন, না থাকলে আর কি! ধর্মান্ধ বলতে একধরনের মানুষ তো আছে, আপ্নেও তাই।
৬২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯
আল মতিন বলেছেন: লেখক বলেছেন: হুম, কুরআন হাদিসে দাঁড়ি টুপি পড়ে নারায়ে তাকবির বলে ভাংচুর করতে। আরও আগে বলা ছিল জামায়াতে ইসলামি পাকিস্তান এর অংশ হিসেবে খুব ধর্ষণ করতে। কুরআন শরিফ একতাই, আপনারা কিসের কথা বলছেন আপ্নারাই জানেন।
এই কথাগুলোর সারমর্ম কি ব্র? বুঝলাম না ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমি বলেছি যে কুরআন শরীফ একটাই, আপনারা কোন ব্যাক্তিগত নীতি অনুযায়ী এসব অরাজকতা করেছেন ও করছেন সেটাই জানতে চাইছি। অবভিয়াসলি এসব কুরআনে করতে বলা নাই। তাই নয় কি?????
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯
দায়িত্ববান নাগরিক বলেছেন: পুলিশ নিহত ! এর চেয়ে হতাশার ও ভয়ংকর খবর কি হতে পারে! অনেকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি শংকিত।
২ রাজাকারের ফাসির রায় শোনার অপেক্ষায় ছিলাম, শুনলাম পুলিশের মৃত্যুর খবর। ডিরেক্ট, কোনো রায় ছাড়া। হাতে অস্ত্র দরকার।