![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমার মাঝে বাস করি
তুমি বুঝেও কি তা বুঝোনা?
সাজনি অভিমান করে
এত দূরে শরে যেওনা
সাজনি তুমি বুঝেও কি তা বুঝোনা?
মুখেতে অভিমানের ছাপ
আর চোখেতে প্রেম নিয়ে তুমি কোথায় লুকিয়ে রবে?
অভিমান করে এত দূরে যেওনা তুমি
তোমাকে ছেড়ে কি করে রব আমি!
কেউ তাকে বোঝাওনা যে এত রাগ ভাল না
যদি তাই হয় তবে মন থেকে মুছে ফেল আমায়..
ওমর ইফতেখার অর্ণব।
©somewhere in net ltd.