![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এসেছি যখন এই ভবে
চলে যে যেতে হবে
মায়ারও বাঁধন ছেড়ে
সেদিন কত আঁখি
ভিজবে যে অশ্রু জলে
ছেড়ে যে যেতে হবে
এই রঙিন দুনিয়া
তবে পাঠালে কেন খোদা
যেদিন আসবে মোর ডাক
সেদিন কতজন দিবে
কত হাক
গতি নাই মোর গতি নাই
সেদিন আমি ছেড়ে যাব তোদের
প্রভুরও তরে ...
ওমর ইফতেখার অর্ণব
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:১৫
জাফরুল মবীন বলেছেন: অসাধারণ লিখেছেন!
অভিনন্দন ও শুভেচ্ছা কবিকে।