![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে পথে তুমি আমি হাঁটতেম এককালে
দুজনে দুটি হাত ধরে
আজ সে পথে হাঁটি আমি একলা
মনে কি পরে ওই পথে যেতে যেতে
বলেছিলে তুমি “ভালবাসি ওগো প্রিয় তোমারে বেশি সবচেয়ে”
যেদিন তুমি দিয়েছিলে চুমু
আমারই অধরে জরিয়ে ধরেছিলে বদন
মনে হচ্ছিলো এই বুঝি এলো প্রেমেরও লগণ
হবে বুঝি মধুরও মিলন
ওগো প্রিয়! আজ তুমি নেই মোর কাছে
তবু কেবল তোমারেই মনে পড়ে...
ওমর ইফতেখার অর্ণব
©somewhere in net ltd.