নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুই ও দুই চার হয় সেটাই বুঝিনা।

বিনা অপরাধে যারা শাস্তি পায়, তাদের কষ্ট শেয়ার করা যায় না।

রাকা ও আমি

এখন আমি আর কিছু চাই না। কিছু পেলেও অবাক হইনা।

রাকা ও আমি › বিস্তারিত পোস্টঃ

যুদ্ধ অপরাধীদের ফাঁসি সবাই চায়, কিন্তু আমার কিছু প্রস্ন?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

১। শাহাবাগের জনসমুদ্রে নেত্রীত্ব দিচ্ছে কারা?

২। হটাৎ করে জামায়েত সভা-সমাবেশ করার অনুমতি পেল কেন?

৩। এই রায়ে কারা বেশী উপকার পেল?

৪। হটাৎ করে সরকার শক্ত মনোভাব থেকে কেন ধুরে সরে আসল?

৫। পদ্মা সেতুর সমাচলনা কিন্তু অলোচনার আলচ্য বিষয় হিসাবে আছে?

৬। একবারও কি ভেবেছেন এই রায়ের ফাঁসি দিলে কত মানুষ খুশি হত, আর ফাঁসি না দেওয়ার কত মানুষ খুশি না হল তার মাত্রা কতটুকু?

৭। বিনপি আন্দলোন করার কি ইস্যু পাচ্ছে?

৮। মানুষের ইমোশন নিয়ে কারা খেলছে?

৯। এই রায়ে কাদের মোল্লা নিয়েও কি বিশ্মিত নন?

১০। সরকার যে এ রায়ের সাথে সম্প্রক্ত নন তা সরকার এড়িযে যেতে পারবে?

১১। সরকার যে জনগনকে গোলক ধাঁধার মধ্যে রাখেছে এর কারন কি?

১২। রাজনীতির হাওয়া যে পরিবর্তন হবে না এর বা নিশ্চয়তা কতটুকু আছে?



এমনওতো হতে পারে এটা রাজনীতির ট্রাম কার্ড





মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

যোগী বলেছেন: তিন দিন পরে আপানর এই প্রশ্ন শুনেই বুঝছি.....।
যুদ্ধ অপরাধীদের ফাঁসি আপনার না চাইলেও চলবে।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০

রাসেল মেটামোরফোজ বলেছেন: ভাই আপনার প্রশ্নগুলো যোগীর তলপেটে আঘাত করেছে!!

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

রাতুল রেজা বলেছেন: দেখতে বোধ হয় পাচ্ছেনা না যে আন্দোলন হচ্ছে জনগনের। কোনো রাজনৈতিক নেতাকে ওখানে বক্তব্য দিতে দেয়া হচ্ছেনা। আর বি এন পি? ও তো নিজেই জামাতের পা চাটা দালাল, বি এন পির লোকজন ওখানে গেলেই জুতাপেটা খাবে। আওয়ামিলীগ বেচে গেছে কারন তারা বিচার কাজ শুরু করেছে বলে। আর অনুমতি? দেশের মাটির বিরুদ্ধে যারা লড়েছিল, তাদের ফাসির দাবিতে আন্দোলনে কারোর অনুমতি নেয়ার কোনো প্রয়োজন পড়েনা।

হতে পারে রাজনৈতিক ট্রাম্প কার্ড, কিন্তু জনগন কি এসব মানছে? তারা সেখানে রাজনীতি ভুলে দেশ নিয়ে আন্দোলনে নেমেছে।

শাহবাগের জনসমূদ্রের নেতৃত্ব দিচ্ছে জনগন ই

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

যোগী বলেছেন: সাঈদী র্বিয্যখোর @রাসেল মেটামোরফোজ

শাহাবাগে রাজনৈতিক ব্যানার-বক্তব্য নিষিদ্ধ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.