নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কালো মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে চায় বামন কি আর হাত বাড়ালেই চাঁদের ধরা পায়

ওমর৬৫

কেউ পশ্চিমে হারিয়ে যাওয়া সূর্য দেখে, কেউবা পূর্বে উঠা সূর্যের স্নিগ্ধতা দেখে...কিন্তু দিগন্তের খেলা বুঝে কয় জনা

ওমর৬৫ › বিস্তারিত পোস্টঃ

২৬ শে মার্চ যেন কি দিবস

২৬ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৬

আজ ২৬শে মার্চের প্রথম প্রহর। আজকের দিনটাকে স্বাধীনতা দিবস কিংবা বিজয় দিবস বলে। ঠিক ঠাউর করে উঠতে পারছি না যে আজ কি দিবস। আমাকে এইসব তথ্য যে জোর করে পরীক্ষা পাশের জন্য গেলানো হয়েছিল। অথবা রাজনীতির পাশা খেলা বুঝার জন্য ব্রেন ওয়াশ দেওয়া হয়েছিল।

ঠিক ৪৫ বছর পর আজ আমাদের অর্জন কি? ব্রিটিশ, পাকিস্তানীরা আগে আমাদের লাথি দিত, ধর্ষণ করতো... এখন আমরা নিজেরা নিজেদেরটাই করি। বাইরের মানুষকে করার সুযোগ দেই না...

আজ যাবতীয় উৎসবে লাল-সবুজের বাতি জ্বালায়, কিংবা ওই রঙের পোষাক পড়ে সঙ সাজি। মিশরের তাহরীর স্কয়ার কিংবা নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার বানাতে না পারলেও শাহবাগে আমরা স্কয়ার না বানিয়ে গোল্লা বানিয়েছি। হয়তবা আমরা আলাদা বলে। তাহরীর/ম্যাডিসন স্কয়ার-এ বিপ্লবি আন্দোলনের ভিত গাঁথলেও আমার শাহবাগে জড় হয়ে রাস্তায় জ্যাম বাঁধিয়েছি। উদ্দেশ্য হাসিল হোক বা না হোক, কতগুলা সাধারণ মানুষকে কষ্ট দিতে পারছি। এটাই-বা কম কিসের। গোল মঞ্চের মতন তৈরী করা বলে হয়ত আমাদের প্রাপ্তিও গোল্লা আজকে। দিন শেষে নামের যথার্ততা বজায় রেখেছি। পাছে পরীক্ষায় নামকরণের সার্থকতা আসলে যাতে খাতা ভরে দিয়ে আসতে পারি।

লাল-সবুজের চেতনা মনে না ধরে আমি আজ এই ত্যানা শরীরে জড়িয়ে দেশ প্রেম দেখাচ্ছি। আমাদের পতাকা থেকে মানচিত্র কবে উঠে গেছে বলতে না পারলেও কার বুক থেকে ওড়না সরে গেছে সেটা খেয়াল রাখি। বাকি দশজনের মতন আমিও তনু হত্যার বিচার চেয়ে নিজেকে সামাজিক, নারী সচেতন মানুষ হিসেবে দাবি করতে চাই। বিচার হোক বা না হোক এতে ইম্রেস হয়ে ৮/১০ টা মেয়ে তো ফেসবুক, হোয়্যাটসঅ্যাপে নক দিবেই। তাদের সাথে সততা দেখিয়ে আবার না হয় সত্বীতের হরণের খেলায় মেতে উঠবো। তারপর আবারো আমার সততা দেখানোর স্বাধীনতার খেলা চলবে। পাল্লা দিয়ে চলবে আত্মহনন। কিছু আসবে মিডিয়াতে রগরগা কাহিনী হয়ে।

এত বছর পর আমরা স্বাধীনচিত্তে ডাক্তার পেটাই, পুলিশ মারি, কাজের মেয়ের উপর লালসা মেটায়। পাশবিকতার মাত্রা বাড়াতে এখন শিশুদেরকেও মারি, যৌনতার লিপ্সা মেটায়। ব্যস্ত এই নগরীতে ক্লান্ত হয়ে পরা আমি দিনশেষে প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলি।

যাই অনেক লিখলাম। কাল আবার লাল-সবুজ পড়ে স্বাধীনতার চেতনা দেখাতে হবে। কিন্তু লাল সবুজের শাড়ি/ কামিজের মাঝে আমার লোভাতুর চোখ যে আরো বেশি লাল হয়ে আছে সেটা কেউ দেখবে না।

আজ কি দিবস আমি আসলেই জানি না :| নিজেকে যে আজো বড্ড পরাধীন লাগে আমার :(

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.